বাংলাতে আসছেন না সীতারাম ইয়েচুরি
দলের প্রতিষ্ঠা দিবসেও আসছেন না ইয়েচুরি। কিন্তু কেন আসছে না তা জানতে হলে এক ঝলক দেখুন প্রতিবেদনে

শুভঙ্কর, কলকাতা: এ যেনো ঠিক ‘রাজ্যে কুস্তি, দিল্লিতে দোস্তি’র মতো অবস্থা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও প্রাক্তন শাসকদল ‘সিপিএম’এর মধ্যে। জাতীয় রাজনীতি স্তরে দুজনেই ‘ইন্ডিয়া’ জোটের শরিক। কিন্তু বঙ্গ রাজনীতির ক্ষেত্রে দুজনেই একে অপরের উপর তলোয়ার চালাতে বিন্দুমাত্র সময় নেয়না। তবে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে তৃণমূল ও সিপিএমের বন্ধুত্ব খুব একটা ভালো চোখে নেয়নি সিপিএমের নিচুতলার একাংশের কর্মী ও সমর্থকেরা। সেই কারণেই কি এবার বঙ্গ সিপিএমের থেকে দূরত্ব তৈরি হয়েছে সীতারাম ইয়েচুরির? অথচ তিনি নিজেই পলিটব্যুরোর পক্ষ থেকে বাংলার মূল দায়িত্বে রয়েছেন। বাংলায় এর আগের কর্মসূচিগুলিতেও অনুপস্থিত ছিলেন তিনি।
বাংলায় সিপিএমের কর্মসূচিতে শেষ কবে এসেছিলেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি? এটি একটি বড় প্রশ্ন এই মুহূর্তে যা ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, আগামী ১৭ অক্টোবর সিপিএমের প্রতিষ্ঠা দিবস এবং সেদিন একটি দলীয় কর্মসূচি হবে প্রমোদ দাশগুপ্ত ভবনে। সেদিন সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রকাশ করার কিন্তু সেই গুরুত্বপূর্ণ দিনে দেখা যাবেনা দলের সাধারণ সম্পাদককে। তার এই অনুপস্থিতি রীতিমতো চিন্তায় ফেলেছে বঙ্গ সিপিএমকে। যদিও সুত্র মারফত জানা গেছে, নভেম্বর মাসের ৩ থেকে ৫ তারিখ হাওড়ায় রাজ্য সিপিএমের বর্ধিত অধিবেশনে সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, বঙ্গ সিপিএমের পরিস্থিতি খুব একটা ভালো নয় এই মুহূর্তে আসনের দিক থেকে। প্রতিটি নির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেসের কাছে বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছে লাল শিবিরকে। এমনকি প্রধান বিরোধী দলও এই মুহূর্তে নয় লাল ব্রিগেড। তবে গত কয়েকটি নির্বাচনে গেরুয়া শিবির, অর্থাৎ বিজেপির, চেয়ে ভালো ফল করেছে সিপিএম। এবার দেখার বিষয় এই মুহূর্তে প্রধান বিরোধী দল হয় উঠতে পারে কিনা সিপিএম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাংলায় তৃণমূল ও সিপিএমের মতপার্থক্য ও দূরত্ব, কোন বিশ্রী প্রভাব কি ফেলবে ইন্ডিয়া জোটে? বোঝা যাবে আগামী দিনগুলিতে।