কোনও দেবতা নন ঈশ্বরের আসনে বসে একটি পশু! ভারতের এই মন্দিরে গেলেই পূর্ণ হবে আপনার সকল চাহিদা

মন্টি শীল, কলকাতা : কোনও দেবতা নন, দেবতার আসনে একজন পশুকে বসিয়ে পুজো করছেন ভক্তগণ! শুনে অবাক হয়ে গেলেন? ভারতবর্ষের এই মন্দিরের মাহাত্ম্য জানার পর রীতিমতো হতবাক হবেন আপনিও। সাধারণত ভারতবর্ষের যেকোনও প্রান্তে গেলেই আপনি দেখতে পাবেন মন্দিরে ছড়াছড়ি। যাদের মধ্যে এক একটা মন্দিরের বৈশিষ্ট্য এক একরকমের। তবে পুরাণ মতে বলা আছে, হিন্দু ধর্মে দেবদেবীর সংখ্যা প্রায় তেত্রিশ কোটি। যার মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের দেবদেবীর আরাধনা করা হয়ে থাকে, এদের মধ্যে অন্যতম হল দেবী দূর্গা এবং কালী। আবার দেশের দক্ষিণ প্রান্তে গেলে দেখতে পাবেন সেখানে তিরুপতি পূজিত হন।

দেশের পশ্চিমাঞ্চলে গেলে আপনি দেখতে পাবেন সেখানে গণপতি পূজোর প্রচলন রয়েছে। আর এই প্রতিটি দেবদেবীর একজন করে বাহন থাকেন। যারা কিনা এই দেবতাদের সঙ্গেই পূজিত হয়ে থাকেন। কারণ ভক্তদের কাছে দেবদেবীর বাহনও দেবতা স্বরূপ। তবে আজ রাজস্থানের যেই মন্দিরের কথা এখানে বলা হবে, সেই মন্দিরে দেবতাজ্ঞানে পূজিত হন ইঁদুর। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই মন্দিরের ইঁদুর গুলি ‘কর্ণী মাতার’ ( Karni Mata ) আশীর্বাদ ধন্য। ভক্তদের বিশ্বাস, এই ইঁদুরগুলি নাকি কর্ণী মাতার পরিবারের সদস্য এবং তারা অত্যন্ত পবিত্র।

27c31

এই কর্ণী মাতার মন্দিরে ( Karni Mata Temple ) প্রবেশ করলে লক্ষ্য করা যায়, মন্দিরের আশেপাশে ছড়িয়ে রয়েছে অসংখ্য বিরল প্রজাতির ইঁদুর। যাদের মধ্যে রয়েছে একাধিক সাদা ইঁদুর-ও। পুরাণ মতে, এই সাদা ইঁদুর নাকি কর্ণী মাতার ( Karni Mata ) পুত্র সন্তান। আর সেই উক্তি ভক্তরা বিশ্বাস করে থাকেন। তবে এই মন্দিরে একটি জিনিস ভীষণ ভাবে লক্ষ্য করা গিয়েছে, প্রায় দশকের পর দশক ধরে এই মন্দিরে ইঁদুরেরা ঘুরে বেড়ালেও সেগুলি কোনও দিন কোনও ধরনের রোগ ছড়ায়নি। জানা গিয়েছে, এই কর্ণী মাতার মন্দিরে ( Karni Mata Temple ) বর্তমানে ইঁদুরের সংখ্যা প্রায় তিরিশ হাজার।

27c34

তবে শুধু মাত্র এই কর্ণী মাতার মন্দির নয়, কর্নাটকের ‘চন্নাপতনার অগ্রাহরার ভালাগেরেহালি’ গ্রামের এক মন্দিরে ভগবান স্বরূপ পূজিত হন স্বয়ং কুকুর। স্থানীয় সূত্রে দাবি, কুকুর অত্যন্ত অনুগত এবং বিশ্বস্ত প্রাণী। তাঁরা গ্রামকে রক্ষা করেন। তাই সেই কারণে গোটা গ্রামবাসিরা এই মন্দিরে কুকুরের আরাধনা করে থাকেন। এমনকি দেবতা স্বরূপ পূজিত হন স্বয়ং সাপও। কেরলের মান্নারাসালার শ্রী নাগরাজ মন্দির ( Mannarasala Sree Nagaraja Temple ) বিশ্বের সবচেয়ে বৃহত্তম স্বর্প মন্দিরের মধ্যে একটি। জানা গিয়েছে, এই মন্দিরটির অন্দরমহলে যত্রতত্র ছড়িয়ে রয়েছে সাপ এবং ভক্তগন তাদের স্বজ্ঞানে পূজো করে থাকেন। জনসমক্ষে এই মন্দিরটির আরও একটি পরিচিতি রয়েছে। শোনা যায়, যে সমস্ত নারীরা সন্তানহীন রয়েছেন। তাঁরা এই মন্দিরে আরাধনা করলে খুব শীঘ্রই সন্তান সম্ভবা হয়ে যান। দেশের অভ্যন্তরে এই ধরনের আরও একাধিক মন্দির রয়েছে যেখানে দেবতা স্বরূপ পূজিত হন পশুরা।




Leave a Reply

Back to top button