জঙ্গি হামলায় কেঁপে উঠল মণিপুর সীমান্ত, কমান্ডিং অফিসারের স্ত্রী-পুত্র সহ নিহত ৭

মায়ানমারের পার্শ্ববর্তী মণিপুরের চূড়াচন্দ্রপুর জেলায় অসম রাইফেলসের কনভয়ে ফের জঙ্গি হামলা। এই হামলায় কমান্ডার অফিসার সহ তাঁর পরিবারের মৃত্যু ঘটেছে বলে জানা যায়। মৃত কমান্ডার অফিসারের নাম বিপ্লব ত্রিপাঠী। কমান্ডার অফিসার, তাঁর স্ত্রী, ছেলে এবং এক জওয়ানসহ মোট চারজনের মৃত্যু হয়েছে এই আক্রমণে। বেহিয়াং থানার অন্তর্গত সিয়ালসি গ্রামে প্রায়শই জঙ্গিদের গুলি চলছে বলে খবর সংবাদসূত্রে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ৪৬ অসম রাইফেলসের কমান্ডার বিপ্লব ত্রিপাঠী শুক্রবার তাঁর বেহিয়াং কয় পোস্টে গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার পথে শনিবার সকাল ১০ টায় কনভয়তে হামলা চালায় জঙ্গিরা। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে মণিপুরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন পিএলএ(পিপলস লিবারেশ আর্মি) -এর ভূমিকা রয়েছে এই হামলার নেপথ্যে।

মণিপুরে জঙ্গি হামলা,অসম রাইফেলসের কনভয়ে জঙ্গি হামলা,জঙ্গি আক্রমণের খবর,জঙ্গি আক্রমণের বাংলা খবর,জঙ্গি হামলার আপডেট Militant attack in Manipur,militant attack on convoy of Assam Rifles,news of militant attack,Bangla news of militant attack,update of militant attack

ক্যুইক রেসপন্স টিমের একজন জওয়ানের পাশাপাশি আহত হয়েছেন আরও অনেক জওয়ানরাই। বর্তমানে তাঁদের বেহিয়াং প্রাথমিক চিকিৎসাকেন্দ্র চিকিৎসাধীনে রাখা হয়েছে। সূত্র মারফত জানা গেছে, নিরাপত্তা কর্মীরা চূড়াচন্দ্রপুর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে যে কনভয়তে যাচ্ছিলেন সেই কনভয়তেই হামলা চালিয়েছিল পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলা করেছিল এই জঙ্গি সংগঠন। এই হামলার চরম নিন্দা করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। এই হামলাকে “কাপুরুষোচিত হামলা” বলে অভিহিত করেছেন তিনি।

আরও পড়ুন – ৭০ বছরে এই শহরে কেউ মারা যায়নি, কারণ জানলে অবাক হবেন আপনিও

এই হামলার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে জানান, “৪৬ অসম রাইফেলসের কমান্ডিং অফিসার ও বাকি সেনা জওয়ানদের এই আত্মত্যাগ বিফলে যাবে না। তাদের এই আত্মত্যাগ কখনই ভুলে যাবে না দেশ। নিহত সেনা জওয়ানদের পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা।”এই ঘটনার চরম নিন্দা ও মোদী সরকারকে নিশানা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ট্যুইট করে জানান, “এই জঙ্গি হামলা আবারও প্রমাণ করল মোদী সরকার দেশ ও দেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।”




Back to top button