Omicron update: বাংলায় এবার ওমিক্রনের থাবা! আক্রান্ত সাত বছরের শিশু

অহেলিকা দও, কলকাতা: বাংলাতেও (bengal) শেষরক্ষা হলো না ওমিক্রনের (omicron) হাত থেকে। এতদিন করোনা ভাইরাসের (corona virus) তৃতীয় ঢেউয়ের (3rd wave) থেকে মুক্ত ছিল বাংলা। ব্রিটেন (British) ফেরত কোভিড পজিটিভ (covid positive) তরুণীর টেস্টের (test) রিপোর্ট (report) ওমিক্রন নেগেটিভ (negative) আসায় স্বস্তি ফিরেছিল। কিন্তু শেষমেশ রক্ষা পেললো না পশ্চিমবঙ্গও (West Bengal)। ঘটনা সূত্রের খবর, হায়দরাবাদ (Hyderabad) ফেরত এক সাত বছরের শিশুর দেহে ধরা পড়েছে ওমিক্রন। যদিও রাজ্যে স্বাস্থ্য দফতরের (State department of Health) তরফ থেকে এখনও কোনো বিতর্কিত জানানো হয়নি। তবে কলকাতায় (kolkata) এখনও পর্যন্ত ওমিক্রনের হদিশ পাওয়া যায়নি। এছাড়া দিল্লিতে(delhi) ও মহারাষ্ট্রে(Maharashtra) নতুন করে ৪ জন থেকে ৮ জনের করোনা আক্রান্তের নমুনায় ওমিক্রন ভাইরাসের খোঁজ পাওয়া যায়। দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। দেখে নিন করোনা ও ওমিক্রন সংক্রান্ত যাবতীয় তথ্য(information)-

প্রথমত, ওমিক্রনে আক্রান্ত হয়েছে মুর্শিদাবাদের সাত বছরের এক শিশু। আবু ধাবি থেকে হায়দরাবাদ হয়ে মুর্শিদাবাদে ফিরেছিল এই শিশু। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ অনুসারে হায়দরাবাদে নামার পর ওই শিশুর পরিবারের প্রত্যেক সদস্যের করোনা আক্রান্ত কিনা জানতে আরটি-পিসিআর (RT-PCR) টেস্ট করা হয়। করোনা পরীক্ষা করার পরই সদস্যদের সকলের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু সাত বছরের ওই শিশুটির রিপোর্ট পজিটিভ আসে। জিনোম পরীক্ষা অনুযায়ী তাঁর দেহে ওমিক্রনের উপসর্গ পাওয়া যায়। সূত্রের খবর অনুসারে, শিশুটির শরীরে সেরকম কোনও উপসর্গ পাওয়া যায়নি। তবে আপাতত শিশুটিকে মুর্শিদাবাদের মাতৃ সদনে রাখা হবে বলে জানানো হয়েছে।

ওমিক্রনের নতুন খবর,আজকের খবর,ওমিক্রনের ফলে মৃত্যুর সম্ভাবনা,ওমিক্রনের ফলে হাসপাতালে ভর্তির আশঙ্কা,করোনা ভাইরাসের থেকে ওমিক্রন ভয়ানক?,বাংলার কোথায় ওমিক্রন মিলল?,মোট ওমিক্রন মিলল কতজনের দেহে?,টিকা নিলে কি ওমিক্রনের সংক্রমণ হবে না?,কোন কোন দেশে ওমিক্রন মিলেছে?,ওমিক্রনের ফলে কোন কোন দেশে কি কি সতর্কতা জারি করেছে?,Omicron's latest news,today's news,Omicron's death is possible,Omicron's risk of hospitalization,Omicron is more dangerous than corona virus? Where is Omicron found in Bengal? Omicron matched ?,What warnings have been issued in some countries as a result of Omicron?

দ্বিতীয়ত, করোনা টিকা না নিলে চাকরি খোয়াবেন গুগলের কর্মীরা। করোনা টিকা নিয়ে এখনও নানা প্রশ্ন এবং দ্বিধা অনেকের মনে। কিন্তু ওমিক্রন আতঙ্কের কথা ভেবে কড়া হল গুগলের কর্তৃপক্ষ। তাদের বলা হয়েছে, করোনা টিকা না নিলে কর্মীদের প্রথমে বেতন কেটে নেওয়া হবে এবং পরে চাকরিও খোয়াতে হতে পারে।

তৃতীয়ত, ভ্রমণে নির্দেশিকা জারি করতে পারে কানাডা। ওমিক্রন আতঙ্কের ফলে ভ্রমণের ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করতে পারে কানাডা সরকার। আগামীকাল প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ওমিক্রন ভাইরাসকে ‘ভয়ঙ্কর’ বলে উল্লেখ করেছেন। কানাডা সরকার সূত্রে খবর, শীঘ্রই প্রশাসনের তরফে ভ্রমণে নিষেধাজ্ঞা জারিকরার সম্ভাবনা রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া দেশের বাইরে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

চতুর্থত, নেদারল্যান্ডের সমস্ত স্কুল বন্ধ। ওমিক্রনের আতঙ্কে বন্ধ হতে চলেছে নেদারল্যান্ডের সমস্ত স্কুলগুলো। সামনেই ক্রিসমাস উপলক্ষ্যে ২৩ তারিখ থেকে স্কুল বন্ধ হওয়ার কথা ছিল কিন্তু ওমিক্রন সংক্রমণের আতঙ্কে আগামী ২০ তারিখ থেকেই স্কুলগুলিতে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৬৯৮৪, সুস্থতার হার বাড়লেও চিন্তায় ফেলছে সংক্রমণ

পঞ্চম, তেলঙ্গনাতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩। অন্ধ্র প্রদেশের পর এবার তেলঙ্গনাতেও খোঁজ মিলল ওমিক্রন আক্রান্তের। এদের মধ্যে আবার দুজন বিদেশী। ২৪ বছর বয়সী কেনিয়ার এক তরুণীর জিনোম সিকোয়েন্সিংয়ে প্রথম ওমিক্রন ভাইরাসের খোঁজ পাওয়া যায়। অপরজন সোমালিয়ার বাসিন্দা। অন্যদিকে, তৃতীয় যে ব্যক্তির শরীরে ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে, তাঁর পশ্চিমবঙ্গে ভ্রমণের ইতিহাস রয়েছে।

ষষ্ঠত, দিল্লিতে নতুন করে ৪ জন ওমিক্রন আক্রান্ত। গতকালই দিল্লিতে নতুন করে চারজনের দেহে ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছিল। এই নিয়ে রাজধানীতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনের। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওমিক্রনে আক্রান্ত চারজনের দেহে কোনো উপসর্গ নেই বলে জানা গিয়েছে।

সপ্তমত, একদিনে ৬ হাজারের কাছে সংক্রমণ করোনার কিন্তু কেরলেই সংখ্যাটা ৩ হাজার। দেশে স্থিতিশীল রয়েছে করোনার প্রভাব। করোনা গ্রাফে রয়েছে স্বস্তির ছায়া। তবে করোনাগ্রাফে সামান্য পরির্বতন লক্ষ্য করা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮৪ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ৫ হাজার ৭৮৪ জন অর্থাৎ একদিনে করোনার মারা গেছেন ২৪৭ জন।অষ্টম, ওমিক্রনে সুরক্ষা দিতে ব্যর্থ টিকাও। ওমিক্রন আতঙ্কের ফলে করোনা টিকার কার্যকারিতা নিয়েও প্রশ্ন করা হয়েছে। ল্যাবরেটরির পরীক্ষায় ব্যর্থ হল করোনা টিকা। জানা গিয়েছে, ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ে পর্যাপ্ত সংখ্যক অ্যান্টিবডি তৈরি করতে পারছে না এই করোনা টিকা।




Back to top button