Fire at Wedding: লঙ্ঘিত হচ্ছে হিন্দু ধর্মের রীতি, “জয় শ্রী রাম” স্লোগান দিয়ে বিয়ের মন্ডপে গুলি নিক্ষেপ

দেশ এখন রঙিয়ে উঠেছে সাম্প্রদায়িক রঙে। একদিকে, বারাণসী সফরে গিয়ে গঙ্গায় ডুব দিচ্ছেন প্রধানমন্ত্রী(PM) নরেন্দ্র মোদী(Narendra Modi), অপরদিকে, বিয়ের মন্ডপেই “জয় শ্রী রাম” ধ্বনি তুলে গুলি চালাচ্ছে দুষ্কৃতি। ঘটনা মধ্যপ্রদেশের(Madhya Pradesh)। অভিযোগ একদল যুবক “জয় শ্রী রাম” স্লোগান দিয়ে বিয়ে বাড়িতে ঢুকে গুলি চালিয়েছে। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। রবিবার(Sunday) মধ্যপ্রদেশের(Madhya Pradesh) মন্দসৌরে একটি বিয়ে বাড়িতে হামলা করে বসে কিছু যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবকরা হিন্দুত্ববাদী(Hindutva) সংগঠনের সদস্য।
উল্লেখ্য, এদিন হরিয়ানা ‘গডম্যান(Godman)’ রামপালের অনুগামীরা আয়োজন করেছিল একটি বিয়ে বাড়ি অনুষ্ঠানের। রামপালের এক অনুগামী সূত্রে জানা গিয়েছে, তাঁরা ভিন্ন বিবাহ পদ্ধতি অনুসরণ করেন। যার জেরে মাত্র ১৭ মিনিটেই বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। আর এই পদ্ধতির বিরোধিতা করতেই সেখানে হাজির হয়েছিল ওই যুবকের দল। তাঁদের দাবি, এ ধরনের বিয়ে হিন্দুধর্মের রীতির পরিপন্থী। প্রসঙ্গত, সেই দিনের গোটা ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখা যায়, হামলাকারীদের তান্ডবে কিরকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে বিয়ের মন্ডপে। তান্ডবের জেরে গুলি লাগে দেবীলাল মীনা নামে একজনের গায়ে। তাঁকে নিয়ে যাওয়া হয় রাজস্থানের একটি হাসপাতালে। অবশেষে, সেখানেই মৃত্যু হয় তার। তিনি ওই এলাকার প্রাক্তন সরপঞ্জ ছিলেন।
আরও পড়ুন…..Serial Killer: ‘ময়লা পরিষ্কার করছি’ বলে ২০০রও বেশি খুন করল এই সিরিয়াল কিলার, চিনে নিন ঘাতককে
ভিডিও মাধ্যমে দেখা যায়, একটি লাল জামা পরা ব্যাক্তিকে বন্দুক উঁচিয়ে থাকতে দেখা যায়। তবে সেই ব্যাক্তিকে এখনও পুলিশ গ্রেফতার করেছে কি না এই নিয়ে কোনো খবর পাওয়া যায়নি। আপাতত, গ্রেফতার হয়েছে তিনজন যুবক। তবে ধৃতেরা কোন সংগঠনের এই বিষয়ে কিছু বিষদ জানায়নি পুলিশ। অমিত বর্মা নামে এক পুলিশ অফিসারের বক্তব্য, আয়োজন করা বিয়ের অনুষ্ঠানকে “অবৈধ” বলে হামলা চালানো হয়েছিল। আপাতত, গোটা ঘটনার নেপথ্যে কারা আছে সেই বিয়ে তদন্ত চলছে।