Abhishek Banerjee- উত্তপ্ত রাজনীতি, সায়নীর গ্রেফতারির পর রবিবার রাতেই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক
পরিকল্পনা মোতাবেক কথা ছিল সোমবার ত্রিপুরা যাবেন তিনি। ওই দিনই আগরতোলার পুরভোটের প্রচারে সভাও করবেন। কিন্তু রবিবার তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ ত্রিপুরায় গ্রেফতারের পরই পরিস্থিতিতে ঘটলো বদল। তৃণমূল তরফে জানানো হল, সোমবার নয়, রবিবার রাতেই ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Our National General Secretary Shri @abhishekaitc will be reaching Tripura today to stand beside all our workers who were brutally attacked by @BJP4Tripura goons. We will fight till the last drop of our blood to oust the autocratic @BJP4India government.
— All India Trinamool Congress (@AITCofficial) November 21, 2021
প্রসঙ্গত, পুরভোটের আগেই ত্রিপুরায় উত্তেজনা তুঙ্গে। গ্রেফতার করা হয়েছে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে। রবিবার বিকালে তাঁকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করে আগরতলা পুলিশ। তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে ৩০৭,১৫৩ এবং ১২০ বি ধারা। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের ঠিক ২৪ ঘণ্টা আগে আগরতলা পূর্ব মহিলা থানা ঘিরে বিজেপি-র তান্ডবের অভিযোগ করেছে তৃণমূল। তাঁদের অভিযোগ, বিজেপির আশ্রিত দুষ্কৃতিদের হামলায় রক্তাক্ত বহু তৃণমূল কর্মী এবং নেতা। এই পরিপ্রেক্ষিতে টুইট করে সরাসরি বিপ্লব দেবের সরকারকে কটাক্ষ করেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
.@BjpBiplab has become so UNABASHEDLY BRAZEN that now even SUPREME COURT ORDERS DOESN'T SEEM TO BOTHER HIM.
He has repeatedly sent goons to attack our supporters & our female candidates instead of ensuring their safety! DEMOCRACY BEING MOCKED under @BJP4Tripura. #NotMyINDIA pic.twitter.com/E9JA4HgTf9
— Abhishek Banerjee (@abhishekaitc) November 21, 2021
উল্লেখ্য, ‘হিট এন্ড রান’-এর অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সায়নী ঘোষকে নিয়ে তৃণমূল নেতারা আগরতলা মহিলা থানায় ঢোকার পর থেকেই উত্তেজনা ছড়ায়। তৃণমূল তরফে অভিযোগ, তাঁদের থানায় ডেকে এনে পরিকল্পিত হামলা চালানো হয়। শেষমেশ রবিবার বৈকাল নাগাদ গ্রেফতার হন সায়নী ঘোষ। আপাতত তাঁর গ্রেফতারিকে ঘিরে উত্তপ্ত ত্রিপুরার রাজনীতি।