Abhishek Banerjee in Tripura- মিছিলের অনুমতি না পেয়ে পথসভা করার সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

রবিবার ত্রিপুরার(Tripura) আগরতলা(Agartala) এলাকায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ(Sayoni Ghosh) কে। তারপর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে আগরতলা। দফায় দফায় রাজনৈতিক অসন্তোষের আগুন জ্বলছে আগরতলার বিভিন্ন অঞ্চলে। সোমবার তাঁর পাশে দাঁড়াতেই  ত্রিপুরা পৌঁছান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Avishek Bandyopadhyay)। পুরভোটের পূর্বে সোমবার সেখানে একটি মিছিল করারও কথা ছিল অভিষেকের। তবে পুলিশ সূত্রে খবর, কোভিড পরিস্থিতিতে এই মিছিলের অনুমতি পাওয়া যায়নি ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে। মিছিলের অনুমতি না পেয়ে দলের তরফ থেকে পথসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার ত্রিপুরার আগরতলার একটি বেসরকারী হোটেলে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh), সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) এবং সায়নী ঘোষ সহ একাধিক তৃণমূল নেতৃবৃন্দ। ঐদিন সকাল ১১ টা নাগাদ ত্রিপুরা পুলিশের মহিলা বাহিনী ঐ হোটেলে গিয়ে উপস্থিত হন। তৃণমূল নেতৃবৃন্দের দ্বারা পুলিশবাহিনীর আগমনের কারণ জানতে চাওয়া হলে পুলিশ আধিকারিকরা বলেন, “সায়নী ঘোষকে একবার থানায় যেতে হবে, তাঁর সঙ্গে কিছু কথা বলার রয়েছে পুলিশের।”

ত্রিপুরার বাংলা খবর,সায়নী ঘোষের খবর,ত্রিপুরার পুরভোটের খবর,তৃণমূল-বিজেপি দ্বন্দ্বের খবর,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খবর,তৃণমূল নেতৃবৃন্দের খবরTripura Bangla Khabar,Saini Ghosh Khabar,Tripura Pre-Vote Khabar,Trinamool-BJP Conflict News,Abhishek Bandyopadhyay Khabar,Trinamool Leaders News
সায়নীর গ্রেফতারির পর রবিবার রাতেই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

সূত্র মারফত খবর, সায়নী ঘোষের বিরুদ্ধে পুলিশে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করেন বিশ্বজিৎ দেবনাথ নামের এক ব্যক্তি। মূলত এই অভিযোগের উৎস শনিবারের একটি ঘটনাকে কেন্দ্র করে। শনিবার ত্রিপুরার চৌমহনি এলাকায় বিজেপির  একটি সভার পাশ দিয়ে যাচ্ছিলেন সায়নী এবং সেই সময় ত্রিপুরার শাসক দলের উদ্দেশ্যে নাকি তৃণমূল যুব নেত্রী বলেছিলেন, “ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সভায় হাতে গুনে ৫০ জন লোক। এর থেকে বেশি আমাদের প্রার্থীদের সভায় দেখা যাচ্ছে।” এরপরই সেখানে উপস্থিত বিজেপি কর্মীদের সঙ্গে তাঁর বচসা শুরু হয় এবং  তখন ভিড়ের মধ্যে থেকে জোরে গাড়ি চালিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন সায়নী। এর ফলে ঐ গাড়ির ধাক্কায় জখম হন একাধিক বিজেপি কর্মী, এমনটাই দাবী ত্রিপুরা শাসক দলের। এই অভিযোগের ভিত্তিতেই রবিবার ঐ বেসরকারী হোটেল থেকে গ্রেপ্তার করা হয় সাংসদ-অভিনেত্রীকে।

আরও পড়ুন….TMC in Tripura- উত্তপ্ত ত্রিপুরা, নালিশ শুনতে নারাজ শাহ, বাতিল বৈঠক

তবে এই ঘটনার জের কেবল ত্রিপুরার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বরং এই ঘটনার প্রতিবাদে আজ দিল্লিতে একাধিক কর্মসূচীর পরিকল্পনা রয়েছে তৃণমূল শিবিরের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে চাওয়ার দাবী জানিয়েছে তৃণমূল। এই একই দিনে দুপুরে দিল্লির উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া আজ রাজ্যের পাশাপাশি রাজধানীর একাধিক জায়গায় ধর্নায় বসার পরিকল্পনা আছে তৃণমূলের। সূত্রের খবর, রবিবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করেন পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করেন ত্রিপুরা পুলিশ, বর্তমানে তাঁকে ত্রিপুরা মহিলা থানায় রাখা হয়েছে।




Back to top button