Acid Attack- প্রেম প্রস্তাবে গররাজী যুবক, অ্যাসিড ছুঁড়ে মারল দুই সন্তানের মা
রাখী পোদ্দার, কলকাতা- আজকের সমাজে দাঁড়িয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক, এই কথাটি রোজদিন তথা প্রায়শই কানে আসে। কিছু সময় দেখা যায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক ভয়ঙ্কর ঘটনার পরিণতি বা প্রাপ্তি। আবারও একবার এই ভয়ঙ্কর পরিণতির শিকার এক যুগল। ঘটনা কেরলের তিরুবন্তপুরম-এর। বছর ৩৫-এর মহিলার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। ইতিমধ্যেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। শুরু হয়েছে তদন্তও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মহিলার নাম শিবা। প্রেম যে কোনো বাঁধা মানে না তা আবারও প্রমাণ করে দিলেন শিবা। তাই বিবাহিত এবং দুই সন্তানের মা হওয়া সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়ায় যুবককে প্রেম নিবেদন করে বসেছিলেন তিনি। আর সেই প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় সোজা অ্যাসিড ছুড়ে মারলেন যুবকের মুখে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর আঠাশের অরুণ কুমার তিরুবন্তপুরমের বাসিন্দা। তাঁর সঙ্গে ফেসবুকে আলাপ হয় শিবা নামে বছর পঁয়ত্রিশের এক মহিলার। বেশকিছু দিন দুজনের মধ্যে কথা হয়। ঘনিষ্ঠও হয়ে পড়েন তাঁরা। এর পরই অরুণকে প্রেম প্রস্তাব দেয় শিবা। সম্ভবত প্রথম দিকে তিনি যে বিবাহিত এবং তার যে দুই সন্তান রয়েছে এই বিষয়টি চেপে যান শিবা। কিন্তু পরে যখন তাঁর ব্যাক্তিগত জীবন সম্পর্কে জানতে পারেন অরুণ। তখন সম্পর্ক শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আর এই সিধান্ত শিবার কাছে পেশ করার সঙ্গেই সূচনা হয় অশান্তির।
আরও পড়ুন……Dhaba Style Egg Tadka – রাতের রুটির সাথে তৈরী করে ফেলুন ধাবা স্টাইল ডিম তড়কা, রইল সহজ রেসিপি
উল্লেখ্য, অরুণের পরিবারের অভিযোগ, সম্পর্ক শেষ করা কথা বলতেই আক্রমণত্মক হয়ে পড়ে শিবা। এমনকী, অরুণকে ব্ল্যাকমেল করে টাকা চাইতে থাকে শিবা। ১৬ নভেম্বর মঙ্গলবার জামাইবাবুকে সঙ্গে নিয়ে নিকটবর্তী একটি চার্চে আসেন অরুণ। সেখানে শিবাও আসে। কথা ছিল, চাহিদামতো টাকা দিয়ে সম্পর্কে ইতি টানবেন অরুণ। কিন্তু দেখা হওয়ার পরই অরুণের মুখে অ্যাসিড ছোঁড়ে শিবা। ঘটনাটির একটি সিসিটিভি ফুটেজ পাওয়া যায় রবিবার নাগাদ। সেখানে দেখা যায়, গির্জা চত্বরে অরুণ তাঁর জামাইবাবুকে সাথে নিয়ে অপেক্ষা করছিলেন এমন সময়ে শিবা আচমকাই পিছন দিকে তাঁকে আক্রমণ করেন। অ্যাসিড ছুড়তে গিয়ে জখম হয় শিবা নিজেও। কিন্তু গুরুতর জখম হন অরুণ। আহত অরুণকে এর পর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে তিরুবন্তপুরমের সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানান, অ্যাসিডে অরুণের গোটা মুখ ঝলসে গিয়েছে। ক্ষতি হয়েছে চোখেরও। চিরকালের মতো দৃষ্টিশক্তি হারাতে পারেন তিনি। আপাতত অরুণ চিকিৎসারত। গ্রেফতার করা হয়েছে শিবাকে।