PREITY ZINTA – ৪৬ বয়সে যমজ সন্তানের মা প্রীতি জিন্টা, হইচই সোশ্যাল পাড়ায়

বৃহস্পতিবার দুপুরে ইনস্টাগ্রামে(Instagram) নিজের অনুরাগীদের জন্য খুশির খবর দিলেন ৪৬ বছর বয়সী অভিনেত্রী প্রীতি জিন্টা(Preity Zinta)। তিনি জানালেন তাঁর এবং তাঁর স্বামী জিন গুডএনাফের(Jean Goodenough) ঘর আলো করে এসেছে যমজ সন্তান। জয়(Joy) এবং জিয়া(Jiya) নামের একটি ছেলে ও একটি মেয়ের মা হয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী এই মাতৃত্বের স্বাদ গ্রহন করেছে স্যারোগেসির মাধ্যমে।

ডাক্তার,নার্স এবং স্যারোগেটকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, “হ্যালো সবাই, আমি আজকে আপনাদের সকলের সাথে একটি অসাধারণ খবর ভাগ করতে চাই। জিন এবং আমি খুব আনন্দিত এবং আমাদের হৃদয় এত কৃতজ্ঞতায় এবং এত ভালবাসায় পরিপূর্ণ। আমরা আমাদের যমজ সন্তান জয় জিন্টা গুডেনাফ এবং জিয়া জিন্টা গুডেনাফকে স্বাগত জানাই। পরিবার. আমরা আমাদের জীবনের এই নতুন পর্বটি নিয়ে খুব উত্তেজিত।”

Actress Preity Zinta Became Mother

এই দুই যমজ সন্তানের মা হওয়ার অনেক আগেই বলিউডের ‘ডিম্পল গার্ল’ প্রীতি জিন্টা নিজের ৩৪ তম জন্মদিনে ৩৪ জন অনাথ ছেলেমেয়েকে দত্তক নিয়ে অনুরাগীদের মন জয় করে নিয়েছিলেন। এখনও পর্যন্ত এই ৩৪ জন ছেলেমেয়ের সমস্ত রকমের দায়িত্ব পালন করেন তিনি নিজেই। এই ধরনের বিভিন্ন মানবদরদী কাজের জন্য লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট সম্মানে ভূষিতও করা হয় অভিনেত্রীকে অর্থাৎ তিনি ডঃ প্রীতি জিন্টা।

২০১৬ সালের ২৯ শে ফেব্রুয়ারি জিন গুডএনাফকে বিবাহ করে লস অ্যাঞ্জেলসে গিয়ে থাকতে শুরু করেন অভিনেত্রী। তারপর থেকে বেশিরভাগ সময়টাই তিনি ওখানেই থাকেন। বলিউডে সারোগেসির চল প্রায় অনেক বছর ধরেই দেখা যাচ্ছে। শিল্পা শেট্টি থেকে শাহরুখ খান অনেকেই এই পদ্ধতিতে সন্তানের বাবা-মা হয়েছেন।




Back to top button