তৈরী হবে নতুন দল! বিজেপির সঙ্গে আসন সমঝোতার পথে যেতে পারেন ক্যাপ্টেন
পাঞ্জাবে রাজনৈতিক তরজা বহাল রয়েছে। অমরিন্দর-ক্যাপ্টেন (Amrindar-Captain) দ্বন্দ্ব আরও দৃঢ় হল। কারণ, কংগ্রেসের সঙ্গে আর কোনোরকম আলোচনায় বসবেন না জানিয়ে দিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amrindar Singh)। মুখ্যমন্ত্রী পদে থেকে ইস্তফা কংগ্রেস থেকে সরে গিয়ে জল্পনা বাড়িয়েছিলেন তিনি। সেই জল্পনার আগুনে তার মতামত ঘি ঢেলে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
অমরিন্দর সিং নতুন দল গড়বেন বলে আগেই জানিয়েছিলেন। এবার তাঁর নিজস্ব দল বিজেপির সঙ্গে আসন সমঝোতার পথে হাঁটতে পারে বলে জানিয়েছেন। যা কার্যত জল্পনা উস্কে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এমনকি ক্যাপ্টেনের নতুন দল আকাশি দলের বিচ্ছিন্ন নেতাদের সঙ্গেও আসন ভাগাভাগি করে নির্বাচনের ময়দানে টেক্কা দিতে পারেন।
সম্প্রতি কংগ্রেসের কিছু উচ্চ পর্যায়ের নেতা দলে থেকে অনুরোধ করেছেন বলে জানান ক্যাপ্টেন অমরিন্দর সিং। দু’বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “কংগ্রেসের সঙ্গে সমঝোতার পথ শেষ হয়ে গিয়েছে। সোনিয়া গান্ধীকে কৃতজ্ঞতা জানাই কিন্তু এখন কংগ্রেসে থাকব না।” আলোচনার পথ যে বন্ধ তা স্পষ্ট করে বলেছেন ক্যাপ্টেনের মিডিয় উপদেষ্টা রাভিনা থুকরাল।
বিজেপি (BJP) এবং বিচ্ছিন্ন আকাশি দলের সঙ্গে আলোচনায়বসার আগে কৃষক সমস্যা সমাধান করে নিতে চাইছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, ক্যাপ্টেন নিজেও জানেন কৃষক সমস্যা না মিটলে বিজেপির সঙ্গে জোট করা আদতে মানুষ ভালোভাবে নেবে না। ক্যাপ্টেন বলেন, “আমি কৃষকদের স্বার্থে একটি শক্তিশালী যৌথ দল গড়ে তুলতে চাই। প্রতিবাদী কৃষকদের সাথে যে কোনো আলোচনাকে স্বাগত জানিয়েছেন অমরিন্দর সিং।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ করে চলেছেন পাঞ্জাবের বহু কৃষক। প্রাক্তন মুখ্যমন্ত্রী এও যোগ করেন যে, রাজ্যের ভবিষ্যত সুরক্ষা না করা পর্যন্ত বিশ্রাম নেবেন না। এদিকে একদা মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির আঁতাত হলে তারা তা কীভাবে নেবেন সেইদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।