‘হিন্দির বিরুদ্ধে জারি থাকবে লড়াই’, বাংলার জয়গান গাইতে গিয়ে কেন এমন বললেন Anindya Chatterjee

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি”, কাল ছিল ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ( International Mother Language Day)। গর্ব ও বেদনা এই দুই আবেগ যেন মিলে মিশে এক হয়ে যায় এইদিন। বহু নামকরা ( Anindya Chatterjee ) তারকারাও এদিন বাংলা ভাষার প্রতি নিজেদের ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। এবার বাংলা ভাষা নিয়ে মুখ খুললেন টলিউড অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ( Anindya Chatterjee ) । বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে “গাঁটছড়া” নামক বাংলা ধারাবাহিকে অভিনয় করতে। উত্তর কলকাতার বুকে বড়ো হয়েছেন তিনি। পড়াশোনা করেছেন স্কটিশ চার্চ স্কুলে বাংলা মাধ্যমে। তাই বাংলা মাধ্যমের অন্যান্য ছাত্র ছাত্রীদের মতোন অনিন্দ্যও বাংলা ভাষাতেই পড়েছেন এবং লিখেছেন। আর পাঁচটা বাঙালির মতোই অনিন্দ্যও ( Anindya Chatterjee) ইংরেজিতে ভেবে বাংলায় অনুবাদ করে না কখনও। কেবলই বাংলায় ভাবে। প্রয়োজনে ইংরেজিতে অনুবাদ করে কথা বলেন কিংবা লেখেন।
Anindya Chatterjee : বাংলা তাঁর রক্তে বহে
বাংলা তাঁর রক্তে বহে। তাই বাঙালি হিসেবে গর্বিত তিনি, জানালেন অনিন্দ্য ( Anindya Chatterjee ) । আর তাই আজ এরকম দিনে তাঁর মনে পরে যায় ইংরেজি মাধ্যমে পড়া ছাত্রছাত্রীর অভিভাবকদের অবহেলিত করা চোখে চোখ পড়লেও বাংলায় বসে খিস্তিখেউড় করা অথবা বাংলা গদ্য পড়ার মধ্যে বিরাট এক স্বাধীনতা ছিল। যা তুলনা করা যায় না। অনিন্দ্য মনে করেন, আজ যদি বাংলার প্রত্যেকটি ভাষাকে উৎযাপন করা যায় তাহলে বাংলার খিস্তিখেউড়কেও উৎযাপন করা উচিত। আজও বন্ধুরা একসাথে বসলে খিস্তিখেউড় দিয়েই কথা বলা হয়ে থাকে। তাতে মনের অভিব্যক্তি প্রকাশে খানিকটা সুবিধা হয় বলেই মনে করেন তিনি। গাড়ি চালানোর সময়ে কোনও গাড়ি চেপে দিলে জানলার কাঁচ খুলে প্রথমে খিস্তিখেউড় দিয়েই কথা বার্তা শুরু হয়। তবে অভিনেতা হওয়ার পর সবার কাছে পরিচিত মুখ হয়ে ওঠার জন্য রাস্তাঘাটে শব্দ চয়নে সাবধানী হয়েছেন অনিন্দ্যকে ( Anindya Chatterjee ) । কিন্তু মনের মধ্যে এই সব তথাকথিত অশ্লীল শব্দগুলিই সর্বদা বিচরণ করে বেড়ায়।
Popular Bengali Serial : এবার সিনেমা চুরির অভিযোগ উঠছে মিঠাইয়ের বিরুদ্ধে , ক্রমশ কমছে টিআরপি
Anindya Chatterjee : অনিন্দ্যর টিউশন ক্লাস
অনিন্দ্য বলেন, ছোটবেলায় টিউশন ক্লাসে বেশির ভাগ ছাত্রছাত্রী ইংরেজি ভাষায় পড়াশোনা করত বলে শিক্ষক শিক্ষিকারাও ইংরেজিতে পড়াতেন। ফলে বেশ অসুবিধা হতোই। কিন্তু তাঁরা যে ভাবে এবং যে বয়সে অমিত্রাক্ষর ছন্দ শিখছিল, সেইসব অক্ষর তো ইংরেজি মাধ্যমের ( English Medium) ছাত্র ছাত্রীরা অনেক পরে বুঝেছে। সেই গর্ব তো ছিলই। তাঁর মতে, ইংরেজি ভাষা জানা দরকার, তা ঠিক। তাই উচ্চমাধ্যমিক পর্যন্ত বাংলায় পড়াশোনা করার পরে ইংরেজি খবরের কাগজ বা বই পড়ে পড়ে নিজেকে তৈরি করেছিলেন তিনি। তাই ইন্ডাস্ট্রিতে পা রাখার পরে, সকলের সঙ্গে তাল মেলাতে অসুবিধা হয়নি। এখন ইংরেজি ভাষার সঙ্গে আর দ্বন্দ্ব নেই তাঁর।
মেটাভার্সে গান গাইলেন বাংলার সিরিয়াল অভিনেত্রী, আন্তর্জাতিক স্বীকৃতির পথে “মেম বউ”
Anindya Chatterjee : বাংলা ভাষার জয়গান গাইতে গাইতে লড়াই জারি থাকবে
কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে অনিন্দ্য ( Anindya Chatterjee) বলেন, দ্বন্দ্ব কেবল হিন্দি ভাষার সঙ্গে। হিন্দি ভাষার সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়েছে বাংলার ফলে অপমানিত হচ্ছে বাংলা ভাষা। গায়ের জোরে কোনও ভাষা কারও উপর চাপিয়ে দেওয়া উচিত নয় বলে মনে করেন তিনি। হিন্দি ভাষা প্রয়োগের জন্য চোখরাঙানি মেনে নেওয়া যাবে না কোনো মতেই। কেবল হিন্দি কেন? ঊর্দু, ওড়িয়া, ইংরেজি, সমস্ত ভাষার ক্ষেত্রেই সহিষ্ণুতা থাকা দরকার। ভারতে সব ভাষার সহাবস্থান থাকা জরুরি। তাই হিন্দি ভাষার বিরুদ্ধে এখন লড়াই জারি থাকবে। বাংলা ভাষার জয়গান গাইতে গাইতে।