‘হর হর মহাদেব, জয় ভজরঙ্গবলি’, এভাবেই নাগরদোলায় কেঁদে ভাসালেন এক কিশোর, নেট দুনিয়ায় ভাইরাল সেই দৃশ্য

নেট দুনিয়ায় কত কিছুই না আজকাল ভাইরাল ( Assam Viral Video ) হয়। আনন্দের মুহূর্তও যেমন ভাইরাল হচ্ছে তেমনই ভাইরাল হচ্ছে দুঃখের মুহূর্ত। আজকাল অল্প সময়ের মধ্যেই সবই নেটে চলে আসে। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি চরম হাস্যকর ভিডিও। ভিডিওটিতে অবশ্য যাকে বিয়ে হাসাহাসি কড়া হচ্ছে তার অবস্তা যে বড়ই কাহিল ও দুঃখের সে কথা আর বলার অপেক্ষা রাখেনা। এই ক্ষুদে ভাইরাল ( Assam Viral Video ) হয়েছে তার মিষ্টি কাতর আর্তনাদের জন্য। ভিডিওটিতে দেখা যাচ্ছে ছোট্ট বছর ১২ এর এক যুবক নাগরদোলায় চড়ছে। বেশ অনেকক্ষণ চড়ার পর নাগরদোলার গতি ও উচ্চতা বাড়ার পর পরই বাচ্চাতি ভয়ে আঁতকে উঠে। আর তারপর আর যাই কোথায়। সমস্ত খুশি এক নিমেষে উধাও।
আরও পড়ুন…………………Child Violence: সাত বছরের শিশুকে ধর্ষণ করে খুন, পরপর এনকাউন্টারে মৃত দুই ধর্ষক
আর ঠিক সেই বাঁচার জন্য বাচ্চাটি কাতর ঈশ্বরকে স্মরণ করতে থাকে। তাকে বলতে শোনা যায় যে, ‘হর হর মহাদেব’ ও ‘জয় ভজরঙ্গবলি’। এছারাও সে প্রার্থনা কর বলে যে সে কখনও নাগরদোলায় চড়বে না। ব্যস নেটিজেনরাও বা যায় কোথায়? ছোট্ট বাচ্চাটির সেই ভয়যুক্ত কিউট ভিডিওটি ভাইরাল করে দেয়। ভাইরাল হওয়ার সাথে সাথেই বেশ ভিউস উঠে যায় ভিডিওটিতে। ভাইরাল হওয়া ভিডিওটি আসামের। আসামের এই ছোট্ট ছেলেটি তার ভাইরাল ( Assam Viral Video ) হওয়া ভিডিও এর দৌলতে অনেক জনপ্রিয়। দেখে নিন সেই ভিডিওটি –
View this post on Instagram
আরও পড়ুন………………Child Violence: সাত বছরের শিশুকে ধর্ষণ করে খুন, পরপর এনকাউন্টারে মৃত দুই ধর্ষক
আসলে আজকাল কোনও কিছুই আর গোপন থাকে না। সবকিছুই এক প্রকারভাবে পাবলিক প্রপার্টি হয়ে যাচ্ছে। রানু মণ্ডল থেকে শুরু জরে কাঁচা বাদাম। এরা সময়ের সঙ্গে উঠে এসে আবার সময়ের সঙ্গে নেমে যায়। আর তাই নেট দুনিয়ায় আজ ভাইরাল কাল টা ব্রাত্য বলে বিবেচিত হয়। এখন তো আসামের এই ক্ষুদের ভিডিও নেট জনতার মুখে মুখে। অনেকেই ভিডিওটির নিচে হাস্যকর সব কমেন্ট করেছে। কেউ কেউ লিখেছে, বিপদে ঈশ্বরই কেবমাত্র রক্ষা করতে পারেন। আবার কেউ কেউ লিখেছেন এই কারণেই তারা নাগরদোলায় ওঠার বা ছড়ার কথা ভাবেননা।