Bank Strike: সাধারণের ভোগান্তির নেই কোনো অন্ত, তালা বন্ধ হতে পারে ব্যাঙ্ক, এটিএম পরিষেবা

বছর শেষের আগেই ফের একবার ব্যাঙ্ক(Bank) পরিষেবায় দেখা যেতে পারে সমস্যা। বৃহস্পতি ও শুক্রবার দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটের(Strike) ডাক দিয়েছে প্রায় সব ব্যাঙ্ক কর্মী সংগঠন। এর ফলে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া(State Bank of India)-সহ সমস্ত রাষ্ট্রায়ত ও বেসরকারি(Private) ব্যাঙ্কের(Bank) পরিষেবা(Service) ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও, বুধবার একটি টুইট(Tweet) মাধ্যমে স্টেট ব্যাঙ্ক তাঁর সমস্ত কর্মীদের কাজ যোগদানের করতে বলেছে।
অতীতে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের(United Forum of Bank Union) ডাকা ধর্মঘটে(Strike) সম্পূর্ণ ব্যাঙ্ক পরিষেবা(Banking Service) বন্ধ(Closed) হতে দেখা গিয়েছে। সেই অভিজ্ঞতার(Experience) ভিত্তিতেই আগামী দু’দিন দেশে আর্থিক(Financial) লেনদেন(Transactions) বড়সড় রকমের ধাক্কা খাবে। তবে তৃতীয় সপ্তাহ হওয়ায় এই শনিবার ব্যাঙ্ক খোলা থাকবে। উল্লেখ্য, ব্যাঙ্ক বেসরকারিকরণ করা নিয়ে বহুদিন ধরেই কণ্ঠ উঁচু করেছে ব্যাঙ্কের কর্মীরা। তাঁদের তরফে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ব্যাঙ্ক বেসরকারিকরণ রুখতে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের পথে নামতেও পিছপা হবেন না তাঁরা। এ বার সেই পথের দিকেই যে তাঁদের যাত্রা শুরু হয়ে গিয়েছে এমন ইঙ্গিত সুস্পষ্ট।
১৬ ও ১৭ ডিসেম্বর দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটে শামিল হচ্ছে ন’টি ইউনিয়ন। যথাক্রমে সেগুলি হল অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন, ন্যাশনাল কনফেডারেশন অব ব্যাঙ্ক এমপ্লয়িজ, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ কনফেডারেশন অব ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন, ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাঙ্ক অফিসার্স কংগ্রেস, ন্যাশনাল অর্গানাইজেশন অব ব্যাঙ্ক ওয়ার্কার্স এবং ন্যাশনাল অর্গানাইজেশন অব ব্যাঙ্ক অফিসার্স-এর আওতাভুক্ত।
বুধবার স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, এসবিআই কর্মীদের ব্যাঙ্ক ধর্মঘটের দিনে সব শাখা ও অফিসে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে কর্মীদের অনুরোধ করলেও ধর্মঘটের রেশ পড়তে পারে। আর তাতে ব্যাঙ্কের কাজ প্রভাবিত হতে পারে। ধর্মঘটের প্রথমদিন এটিএমগুলিতে টাকা থাকলেও, দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার সমস্যা দেখা যেতে পারে।
আরও পড়ুন….Bank- SBI-তে অ্যাকাউন্ট থাকলেই বিনামূল্যে পেয়ে যেতে পারেন ২ লক্ষ টাকা, জেনে নিন
বিভিন্ন ব্যাঙ্কের পক্ষ থেকে কর্মীদের কাজ করার নির্দেশ দেওয়া হলেও ধর্মঘট নিয়ে অনড় কর্মী সংগঠনগুলি। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কটাচলম সংবাদমাধ্যমকে বলেছেন, “গত ২৫ বছর ধরে ইউএফবিইউ-এর ব্যানারে আমরা ব্যাঙ্কিং সংস্কারের নীতিগুলির বিরোধিতা করে আসছি যা সরকারি ক্ষেত্রের ব্যাঙ্কগুলিকে দুর্বল করার লক্ষ্যে তৈরি করা। কোনও মূল্যেই ধর্মঘট থেকে পিছু হটা যাবে না।”