সোনায় সোহাগা বাপ্পি লাহিড়ী, কোথায় রাখবেন এত্তো সোনা, জানালেন বাপ্পা

রাজকুমার মণ্ডল, কলকাতা : সোনায় সোহাগা। সোনার প্রতি সোহাগ ছিল বরাবরই। যেখানেই যেতে পছন্দসই সোনার গহনা কিনে সংগ্রহে রাখতেন বাপ্পি লাহিড়ী ( Bappi Lahiri ) । সোনার গহনা পরার শখ তো ছিলই। পাশাপাশি সোনা সংগ্রহে রাখতে পছন্দ করতেন বাপ্পি লাহিড়ী। হাতের সবকটি আঙুলেই সোনার আংটি। গলায় ওনেকগুলো সোনার চেন সাথে সারা শরীর জুড়ে ভরি ভরি সোনার বাহার। বিশ্বের নানান দেশে গেলেই সংগ্রহ করতেন সোনা। সোনার প্রতি আকর্ষণে সারা বিশ্বে ঘুরে বেরিয়েছেন বাপ্পি লাহিড়ী। ভারতের প্রতিটি রন্ধ্রে ছাড়াও হলিউড থেকে ভ্যাটিকান সিটি, কোথাও বাদ রাখেননি বাপ্পি। পছন্দসই গয়নাকে সোনা দিয়ে তৈরী করে নিতেন। ছেলে বাপ্পার কথায় ‘সোনার সাথে বাবার একটা আধ্যাত্মিক যোগ ছিল। কখনোই সোনা ছাড়া বাইরে বেরোতেন না।ভোর ৫টার সময় ফ্লাইট থাকলেও গায়ের সমস্ত সোনা পরেই বেরোতেন’। সোনা হীন বাপ্পি লাহিড়ী যেন অসম্পূর্ণ। এই বিপুল পরিমাণ গয়নার সম্ভার। কিভাবে ব্যাবহার করা হবে, কোথায় রাখা হবে? বললেন বাপ্পি লাহিড়ীর ( Bappi Lahiri ) ছেলে বাপ্পা লাহিড়ী।

১৫ই ফেব্রুয়ারি বাপ্পি লাহিড়ীর চলে যাওয়া মেনে নিতে পারেননি অনেক অনুরাগী। দ্য গোল্ডেন ম্যান সবদিক থেকেই স্বর্ণখচিত। সঙ্গীতানুরাগীরা আজও বিহ্বল চিত্তে অপেক্ষারত। হয়তো আবার তিনি ফিরে আসবেন কোনো এক স্বর্ণালী সন্ধ্যায় ( Bappi Lahiri )। সংগীত জীবনের লম্বা সপরে অগনিত কালজয়ী গানের সৃষ্টি করেছে এই কিংবদন্তি স্রষ্ঠা বাপ্পি লাহিড়ী। গান আর সোনা এই দুইয়ের মেলবন্ধর ছিলো সকলের প্রিয় বাপ্পি-দার কাছে। সম্পত্তির বৃদ্ধির তাগিদ বা ফ্যাশনের জন্য নয়। সোনা ভাগব্যানের অঙ্গ বলতেন তিনি। কঠোর পরিশ্রমে অর্জন করা বিপুল পরিমাণ স্বর্নভান্ডার রেখেই সুরের জগতে পাড়ি দিয়েছেন চিরকুমার সঙ্গীতজ্ঞ বাপ্পি লাহিড়ী।
আরও পড়ুন আইপিএল আগে না দেশ! ক্রিকেটের লাভ-ক্ষতির তরজা তুঙ্গে
কালো সানগ্লাস পরিহিত ‘দ্য গোল্ডেন ম্যান’ বাপ্পি দা। বাপ্পি লাহিড়ীর জমানো সোনার ব্যাবহার করা হবে কীভাবে? বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী ( Bappi Lahiri )বলেন, বাবার সঙ্গে সোনার একটা আধ্যাত্মিক ও আত্মার যোগ ছিল। তাই আমরা ওই সোনার গয়নাগুলোকে সংরক্ষণ করব। যাতে মানুষ সেগুলো দেখার সুযোগ পেতে পারেন। সোনার গয়না মিউজিয়ামে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোনার গয়না ছাড়াও বাপ্পি লাহিড়ীর বহুমূল্যবান সম্মান একই সাথে মিউজিয়ামে রাখা হবে। বাপ্পি লাহিড়ীর ব্যবহার করা জুতো, সানগ্লাস থেকে টুপি, সোনার ঘড়ি থাকবে মিউজিয়ামে।