Birsa Munda- পাখির চোখ আদিবাসী ভোটব্যাঙ্ক, মধ্যপ্রদেশ নির্বাচনে ঠিক কোন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে পদ্ম শিবির

আসন্ন বছরেই দেশের পাঁচ রাজ্যের বিধানসভা(Legislative Assembly) নির্বাচন(Election)। আর আগামী দুবছরের মধ্যেই ভোটের নির্ঘণ্ট বাজতে চলেছে মধ্যপ্রদেশেও। এই পরিস্থিতি পদ্ম শিবিরের পাখির চোখ এখন মধ্যপ্রদেশের আদিবাসী ভোট ব্যাঙ্ক(Tribal Vote Bank)। আজ বিরসা মুন্ডার(Birsa Munda) শুভ জন্ম তিথিতে পদ্ম শিবিরকে মধ্যপ্রদেশে(Madhya Pradesh) এক ধাপ তুলে ধরতে, সেখানে পৌঁছে গেলে দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদী(Narendra Modi)। বিরসা মুন্ডার জন্মদিনে লক্ষ্য আদিবাসী ভোট ব্যাঙ্ক। পালন হবে “জনজাতি গৌরব দিবস”।

নরেন্দ্র মোদী,বিজেপি,গেরুয়া শিবির,মধ্যপ্রদেশ,বিরসা মুন্ডা,জনজাতি গৌরব দিবস,খবর,বিজেপি খবর,নির্বাচনী খবর,মধ্যপ্রদেশ নির্বাচন,PM Modi,Bhopal,PM Modi in Bhopal,Rani Kamlapati Railway Station,Habibganj Railway Station,Madhya Pradesh

উল্লেখ্য, মূলত পুনর্নির্মিত রেল স্টেশন রানি কমলাপতি স্টেশনের(Station) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি, তাঁর ঝুলিতে রয়েছে একাধিক জনজাতি উন্নয়ন প্রকল্প ও ভারতীয় রেলের(Indian Railway) উন্নয়ন প্রকল্প। প্রধানমন্ত্রী কার্যালয়(PMO) তরফে এক বিবৃতি তরফে জানানো হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের জাম্বরি ময়দানে “জনজাতি গৌরব দিবসঃ মহাসম্মেলনে অংশগ্রহণ করবেন। এছাড়াও সেখানে তিনি “রেশন আপকে গ্রাম” প্রকল্পের সূচনা করবেন। পিএমও তরফে আরও জানানো হয়েছে, “এই প্রকল্প মাধ্যমে লক্ষ্য করা হবে যেন প্রতি মাসের রেশন তাঁদের জনজাতি সম্প্রদায়ের গ্রামে পৌঁছে যায়। তাঁদেরকে গ্রাম ছেড়ে রেশন দোকান না আসতে হয়।”

আরও পড়ুন…..Weather Update- সকাল থেকেই বৃষ্টি, কতদিন থাকছে এই স্যাঁতসেঁতে আবহাওয়া

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তরফে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওডিশা, ত্রিপুরা এবং দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ জুড়ে একলব্য প্রকল্পের মাধ্যমে ৫০টি আবাসিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর করা হবে। এছাড়াও, পিএমও তরফে জানা গিয়েছে, “মহাসম্মেলন চলাকালীন প্রধানমন্ত্রী জনজাতি সম্প্রদায় আয়োজিত হস্তশিল্প প্রদর্শনীতে যাবেন।”

আয়োজিত এই মহাসম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত থাকবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্যপাল মাঙ্গুভাই সি প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ ভিরেন্দ্র কুমার, নরেন্দ্র সিং তোমর এবং জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া।




Back to top button