মোদীর জন্মদিন উপলক্ষ্যে ৩ সপ্তাহব্যাপী বিশাল কর্মযজ্ঞের আয়োজন বিজেপির, রয়েছে একাধিক বড় চমক

 

হাতে আর মেরে কেটে সপ্তাহ খানেকের কাছাকাছি সময়। আর তা মাথায় রেখেই আড়ম্বরে কোনও ক্রুটি দিতে নারাজ পদ্ম সমর্থকেরা। কারণ ১৭ সেপ্টেম্বর আসছে দিন খোদ প্রধানমন্ত্রীর জন্মদিন। আর সেই উপলক্ষ্যে ৩ সপ্তাহব্যাপী বিশালাকার কর্মযজ্ঞের আয়োজন করেছে সেখানে। কি নেই সেখানে। দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া শ্রেণি, কৃষকদের জন্য বিশেষ পদক্ষেপ করা হচ্ছে দলের তরফে। এছাড়াও নেওয়া হচ্ছে একাধিক সমাজিক উন্নয়নমূলক কর্মসূচিও।

এদিকে ২০১৪ সালের লোকসভা নির্বাচন থেকে মোদী-ই হলেন বিপির সমস্ত আশা-ভরসা। দিল্লি জয়ের পাশাপাশি তাঁকে সামনে রেখেই একাধিক রাজ্যেও বাজিমাত করেছে পদ্ম শিবির। দীর্ঘ রাজনৈতিক জীবনে ২০ বছর ধরে প্রশাসনিক প্রধান হিসাবে দায়িত্ব ভার সামলেছেন মোদী। ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বর্তমানে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বও সামলাচ্ছেন তিনি। এদিকে অতীতে মোদীর জন্মদিনের সপ্তাহকে ‘সেবা সপ্তাহ’ হিসাবে পালন করেছে বিজেপি। এবার তিন সপ্তাহ ব্যাপী চলবে সেবা ও সমর্পন অভিযান।

Modi's Birthday,Prime Minister Narendra Modi,BJP Organizing,'seva and Samarpan' Campaign,Names of BJP Leaders,Birthday Partyমোদীর জন্মদিন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,বিজেপির আয়োজন,'সেবা ও সমর্পণ' অভিযান,বিজেপি নেতাদের নাম,জন্মদিনের পার্টি

সূএের খবর,এই অভিযান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মদিন ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত চলবে। এদিকে আগামী বছরই উত্তরপ্রদেশ, পাঞ্জাব-সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। আর সে কথা মাথায় রেখেই সমস্ত বিজেপি শাসিত রাজ্যের পাশাপাশি বাকি রাজ্যগুলিতেও এই অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ৭১ তম জন্মদিন উপলক্ষ্যে শের ৭১টি জায়গায় নদীবক্ষ সাফাই অভিযান চালাবেন বিজেপি নেতা-কর্মীরা।

Modi's Birthday,Prime Minister Narendra Modi,BJP Organizing,'seva and Samarpan' Campaign,Names of BJP Leaders,Birthday Partyমোদীর জন্মদিন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,বিজেপির আয়োজন,'সেবা ও সমর্পণ' অভিযান,বিজেপি নেতাদের নাম,জন্মদিনের পার্টি

অন্যদিকে ১৪ কোটি মানুষকে মোদীর ছবি দেওয়া খাদ্যদ্রব্য-রেশন সামগ্রীর ব্যাগ বিতরণ করা হবে বলে খবর। অন্যদিকে  পিএম গরিব কল্যাণ যোজনার অন্তর্গত প্রকল্পে জন প্রতি ৫ কেজি রেশনও দেওয়া হবে। সেই সঙ্গে যাবে ৫ কোটি ধন্যবাদ মোদীজি লেখা পোস্টকার্ড। একইসাথে পিএম কেয়ার্সের অধীনে করোনায় অনাথ শিশুদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াও শুরু করা হবে বলে শোনা যাচ্ছে। পাশাপশি সাধারণ মানুষের কাছে মোদী সরকারের নীতি এবং বিভিন্ন প্রকল্পের বার্তা পৌঁছে দেওয়ার কাজও করবে গেরুয়া স্বেচ্ছাসেবকেরা। ৩ সপ্তাহব্যাপী সোশ্যাল মিডিয়ায় চলবে মোদী-স্তুতি।




Back to top button