করোনা আবহে স্বস্তির নিঃশ্বাস, কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা

করোনার সঙ্গে লড়াইয়ে একের পর এক সাফল্য ভারতের। গত মাসেই একশো কোটি টিকাকরণের মাইলফলক ছুঁয়েছে ভারত। চলতি মাসেও অনেকটাই কমেছে করোনার প্রকোপ, কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা এবং বেড়েছে সুস্থতার হার। বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও কমেছে। স্বাস্থ্যমন্ত্রকের থেকে পাওয়া সূত্র অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০,১২৬ জন। সোমবারের তুলনায় যা ১১% কম। গত ২৬৬ দিনের মধ্যে মঙ্গলবারেই এই আক্রান্তের সংখ্যা ছিল সর্বনিম্ন।

করোনার খবর,করোনা ভ্যাকসিনের খবর,দেশে করোনায় সুস্থতার হার,করোনা যুদ্ধে দেশের লড়াই,করোনা ভ্যাকসিনে দেশে ১০০কোটির মাইলফলক,করোনা যুদ্ধে লড়াই,Corona news,corona vaccine news,corona recovery rate in the country,corona war fight country,corona vaccine 100 billion milestone country,corona war fight

একই সঙ্গে কমেছে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেসগুলিও। পরিসংখ্যান অনুযায়ী, দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১,৪০,৫৩৮ জন। এই সংখ্যাও গত ২৬৩ দিনের মধ্যে সর্বনিম্ন। গত ২৪ ঘন্টায় সুস্থ রোগীর সংখ্যা ১১,৯৮২ জন। স্বাস্থ্যমন্ত্রক থেকে পাওয়া পরিসংখ্যানের হিসাবে, বর্তমানে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ্য ৭৫ হাজার ৮৬ জন। তবে উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যুর সংখ্যা ৩৩২ জন, তা সোমবারের পরিসংখ্যানের তুলনায় অনেকটাই বেশি।

করোনার খবর,করোনা ভ্যাকসিনের খবর,দেশে করোনায় সুস্থতার হার,করোনা যুদ্ধে দেশের লড়াই,করোনা ভ্যাকসিনে দেশে ১০০কোটির মাইলফলক,করোনা যুদ্ধে লড়াই,Corona news,corona vaccine news,corona recovery rate in the country,corona war fight country,corona vaccine 100 billion milestone country,corona war fight

এই অতিমারীর থেকে মুক্তি পেতে গণটিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত কোভ্যাক্সিন ও কোভিশিল্ড মিলিয়ে ইতিমধ্যেই মোট ১০৭ কোটি মানুষের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে ভারতে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে মোট টিকাকরণ হয়েছে ৫৯ লক্ষ ৮ হাজার ৪৪০ জন মানুষ।

আরও পড়ুন…..FCI Recruitment 2021: অষ্টম শ্রেণি পাশে মিলবে ২৩,০০০ টাকা বেতনের চাকরি! আবেদন করুন আজই

এর মধ্যেই ফের সুখবর ভ্যাকসিন নিয়ে, বাজারে আসতে চলেছে সূঁচবিহীন টিকা। জাইডাস ক্যাডলার নামক সংস্থার তৈরী “জাইকভ-ডি” নামক সূঁচবিহীন করোনার টিকা আসতে চলেছে ভারতে। এই তিন ডোজের ভ্যাকসিনের মূল্য (কেন্দ্রের হিসাবে) ১১২৮ টাকা। কেন্দ্রের সূত্রে খবর, আপাতত ১০ মিলিয়ন ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই টিকা হাতে পেয়ে গেলেই আগামী বছরেই সম্ভবত শুরু হবে টিকাকরণ। দেশের মতন রাজ্যেও করোনাতে স্বস্তির আবহ। গত ২৪ ঘন্টায় কমেছে দৈনিক সংক্রমণের হার। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬০৩ জন ও মৃতের সংখ্যা ১৪ জন।




Back to top button