Children’s Day- ১৪ নভেম্বর দিনটিকেই কেন ‘শিশু দিবস’ হিসাবে পালন করা হয়, জানেন কি সেই ইতিহাস

বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে পালন করা হয়ে থাকে ‘শিশু দিবস’ বা ‘চিলড্রেন’স ডে’। তবে ‘আন্তর্জাতিক শিশু দিবস'( international Children’s Day  ) পালন করা হয়ে থাকে ১লা জুন। পূর্বে ভারতে ২০ শে নভেম্বর দিনটিতে ‘শিশু দিবস’ উদযাপন করা হলেও বর্তমানে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর(Jawaharlal Nehru) জন্মদিবসের দিনটিতেই অর্থাৎ ১৪ ই নভেম্বর পালন করা হয়ে থাকে ‘শিশু দিবস’।

১৯৫৪ সালে রাষ্ট্রসংঘ(united nations) ২০ শে নভেম্বর দিনটিকে ‘শিশু দিবস’ হিসাবে ঘোষণা করেছিল। কিন্ত ১৯৬৪ সালের ২৭ শে মে প্রধানমন্ত্রী(prime minister) জওহরলাল নেহেরুর মৃত্যুর পর থেকে তাঁর জন্ম দিনটিতেই ‘শিশু দিবস ‘ পালিত হয়ে আসছে। জওহরলাল নেহেরু শিশুদের মধ্যে খুব জনপ্রিয় ছিল। তিনি শিশুদের কাছে ‘চাচা নেহেরু’ নামে পরিচিত ছিলেন। শিশুদের প্রতি তাঁর অপার ভালোবাসা ও স্নেহশীলতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

দিবস'এর ইতিহাস,'শিশু দিবস'এর অজানা কাহিনী,দেশের বাংলা খবর,জওহরলাল নেহেরুর বাংলা খবর,History of 'Children's Day',Unknown story of 'Children's Day',Bangla News of the country,Bangla News of Jawaharlal Nehru,childrens day,childrens day 2021,happy childrens day,childrens day images,happy childrens day 2021,childrens day images hd,childrens day images download,happy childrens day card,happy childrens day quotes,happy childrens day status,happy childrens day pics,happy childrens day pictures,childrens day pictures,childrens day quotes,childrens day images hd download,childrens day status

জওহরলাল নেহেরু বলতেন, “শিশুরাই আমাদের দেশের ভবিষ্যত, আগামী দিনের আলো।” এই দিনটি মূলত বিদ্যালয়গুলিতেই পালন করা হয়ে থাকে। শিশুদের সার্বিক উন্নয়ন, তাদের শিক্ষার প্রসার ঘটানো , তাদের পুষ্টি বিকাশে খেয়াল রাখার উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচী এই দিনটিতে করা হয়ে থাকে। দেশের ভবিষ্যত গঠনে শিশুদের ভূমিকা অপার, তাই তাদের ভবিষ্যত সুন্দরভাবে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন….Municipal Polls- বেজে গিয়েছে পুরভোটের দামামা, কেমন ছিল শেষ পাঁচটি পুরভোটের ফলাফল

বিভিন্ন বিদ্যালয়(schools) ও শিক্ষাকেন্দ্রগুলিতে এই দিনটিতে পড়াশোনার পরিবর্তে শিশুদের জন্য ক্যুইজ শো ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। গত দুবছর ধরে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার জন্য  ভার্চুয়ালভাবেই এই দিনটিকে উদযাপন করা হচ্ছে। ফলে অনলাইন প্ল্যাটফর্মেই এই দিনটির আস্বাদন নিতে হচ্ছে শিশুদের। যদিওবা বর্তমানে বিভিন্ন রেস্টুরেন্টে আজকের দিনে আলাদা আলাদা কিডস আইটেম বিক্রি হয় ও তার ওপর দেওয়া হয় বিশেষ ছাড়। বিভিন্ন শপিংমলে বাচ্চাদের পোশাক, খেলনা বা অন্যান্য প্রয়োজনীয়র ওপরে থাকে বিশেষ ছাড়। কোথাও কোথাও শিশুদের বিনামূল্যে উপহার, খাবার ও চকলেট দেওয়াহয়ে থাকে। পাশাপাশি বিদ্যালয়গুলিতে পালন করা হয়ে থাকে ‘চাচা নেহেরু’র জন্মোৎসবও।




Back to top button