Goa:’ঘাসফুল’ নয় ‘হাত’ ধরতেই আগ্রহী গোয়া, তৃনমূলের চাল নকল রাহুল গান্ধীর
নেহা চক্রবর্তী,কলকাতাঃ
রাজ্যে কংগ্রেসে(Congress) ভাঙন ধরিয়ে এতদিন একাধিক স্তরে নিজের পদ করে নিচ্ছিল তৃণমূল কংগ্রেস। একই চাল এবার চাললো রাহুল গান্ধীও(Rahul Gandhi) । এক কথায় বলা চলে তৃনমূলের চাল নকল করেই বাজিমাত করতে চাওয়ার চেষ্টা করছেন রাহুল। সম্প্রতি গোয়া ফরওয়ার্ড(Forward) পার্টি-র সুপ্রিমো বিজয় সরদেশাই-র সঙ্গে হাতে হাত মেলানোর মুহূর্তের ছবি পোস্ট করেন রাহুল। ছবির ইঙ্গিতে খানিক অনুমান করা যায় দুই দলের জোট একসাথে বেশ শক্ত হয়েছে ইতিমধ্যেই। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সমর্থন জানিয়েছেন বিজয় সরদেশাই। দিয়েছিলেন নতুন দলে যোগ দেওয়ার ইঙ্গিতও।
মঙ্গলবার গোয়ায় আগত রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন গোয়া ফরওয়ার্ড পার্টির সুপ্রিমো বিজয় সরদেশাই সহ গোয়ার বিধায়ক বিনোদ পালিয়েনকার। তারা রাহুলের সাথে ছবি তুলে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন “টিম গোয়া”। যদিও আনুষ্ঠানিক ভাবে দুই দলের মধ্যে কেউ কোনো মন্তব্য করেননি। তবে গোয়ার ইনচার্জ দীনেশ গুন্ডু রাও জানিয়েছেন,” সরদেশাই ও গোয়ার বিধায়ক বিনোদ পালিয়েনকার রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন এবং দুর্নীতিগ্রস্থ বিজেপির(BJP) হাত থেকে গোয়াকে রক্ষা করতে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।”
আরও পড়ুনঃTMC: নজরে গোয়া, ঘাসফুলের টিকিটে রাজ্যসভায় পা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
পাশাপাশি আনুষ্ঠানিক ভাবে কিছু না বললেও রাহুল গান্ধীর সাথে সাক্ষাতের পর গোয়া ফরওয়ার্ড পার্টির সুপ্রিমো বিজয় সরদেশাই নিজের ট্যুইটার অ্যাকাউন্ট-এ লেখেন “প্রসাদ গাওনকর ও বিনোদ পালিয়েকরের সঙ্গে আমরা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলাম। গোয়ার মানুষদের স্বার্থে, অযোগ্য ও অগণতান্ত্রিক বিজেপির বিরুদ্ধে আমরা একজোট হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি।বিজেপির অধীনে গোয়া পরিচালন অসম্ভব। সেই কারণেই রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলাম। ওনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে গর্বিত। সাম্প্রদায়িক ও গোয়া বিরোধী প্রমোদ সাওয়ান্তের সরকারের অভিশাপ থেকে এবার মুক্তি মিলবে।”
অন্যদিকে নির্দল বিধায়ক প্রসাদ গাওনকর, যিনি কিছু সপ্তাহ আগে ঘাসফুলে যোগ দেওয়ার ইঙ্গিত দিলেও সেদিন তিনি স্পষ্ট ভাবে জানান তিনি তৃণমূল নয় কংগ্রেসকেই সমর্থন করছেন। ইতিমধ্যেই গোয়া ফরওয়ার্ড পার্টির সুপ্রিমো বিজয় সরদেশাই বহুদিন ধরে কংগ্রেসের সাথে যুক্ত হওয়ার আগ্রহ দেখলেও তিনিও কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছিলেন।গত ১২ অক্টোবরই তৃণমূলের পক্ষে শ্লোগানে বলেছিলেন,“গোয়া নতুন সূর্যোদয়ের জন্য প্রস্তুত।” বিজেপির বিরুদ্ধে একসাথে হওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে মাস শেষ হওয়ার পরই যে পাল্টে গেলো প্রতিশ্রুতি তা আর বলার অপেক্ষা রাখেনা।
পাশাপাশি প্রসাদ গাওনকারের ভাইও গত ১৩ অক্টোবর তৃণমূলের দলে নাম লেখান। সেই পদের সময়কাল শেষ হলে তিনি নিজে পঞ্চায়েত সদস্যদের সাথে ঘাসফুলে যোগ দেবেন বলে জানান। অতএব বিজেপির বিরুদ্ধে গোয়ায় যে দল বা জোট গঠন হচ্ছে তাতে পদ্মফুল ‘পিষে’ যাওয়ার ইঙ্গিত থাকছে প্রবলভাবেই।