Corona Case Update- নিম্নগামী সংক্রমণ, কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও

এক ধাক্কায় বেশ খানিকটা কমলো সংক্রমণ(Infaction)। পাল্লা দিয়ে কমেছে মৃত্যুর(Death) সংখ্যাও। এদিনের স্বাস্থ্য ও পরিকল্যাণ মন্ত্রকের(Health Department) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা(Corona) আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৮৮ জন। আক্রান্তের এই পরিসংখ্যান ৫৩৮ দিনের মধ্যে সর্বনিম্ন। পাশপাশি, এদিন করোনা(Corona) বলির সংখ্যা আরও ২৪৯ জন।

India Corona,Coronavirus,Health Ministry,Covid 19,করোনাভাইরাস,করোনা আপডেট,করোনা,আজকের করোনা আপডেট,স্বাস্থ্যমন্ত্রক,corona news,covid 19 update,bengali news,the bengali chronicle,corona update news,corona kolkata,kolkata covid update,বাংলা খবর,খবর,করোনার খবর

ধীরে ধীরে করোনামুক্তির পথে দেশ। প্যান্ডেমিক থেকে এখন এন্ডেমিকে। এদিন স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান দেখে বেশ বড়সড় স্বস্তি মিলেছে চিকিৎসক মহলের। গত ২৪ ঘণ্টায় করোনায় কাবু হয়েছেন ৮ হাজার ৪৮৮ জন। এই সময়কালের মধ্যে মৃত্যু হয়েছে ২৪৯ জনের। পাশাপাশি, এদিন করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৫১০ জন। কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। পরিসংখ্যান বলছে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ১৮ হাজার ৪৪৩ জন। করোনা অ্যাক্টিভ কেসের পরিসংখ্যানও গত ৫৩৪ দিনের সর্বনিম্ন।

আরও পড়ুন……Acid Attack- প্রেম প্রস্তাবে গররাজী যুবক, অ্যাসিড ছুঁড়ে মারল দুই সন্তানের মা

উৎসবের মরশুমে দেশ জুড়ে দেখা গিয়েছিল মানুষের অসচেতনতা। এই পরিস্থিতি বেশ ভয়ে ভয়েই ছিল চিকিৎসক মহল। তবে উৎসব শেষে দেখা গেছে সংক্রমণ সেরকম বৃদ্ধি পায়নি। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৭২৭ জন। করোনা থেকে মুক্ত হয়েছেন ৭৪৫ জন। তবে দেশের অধিকাংশ রাজ্য ও বাংলায় পরিস্থিতি হাতের মুঠোয় থাকলেও কেরলে করোনা পরিস্থিতি খুবি উদ্বেগজনক। এই মুহূর্তে দেশে মোট সংক্রমণের অধিকাংশ করোনা রোগী কেরলের বাসিন্দা। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় কেরলে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৫,০৮০ জন। করোনামুক্ত হয়েছেন ৭,৯০৮ জন। মৃত্যু হয়েছে ৪০ জনের।




Back to top button