corona daily cases: ফের করোনা বাড়াচ্ছে দুশ্চিন্তা, আশার আলো অ্যাক্টিভ কেসের হার

গত কয়েকদিনে করোনা সংক্রমণের জেরে মৃত্যুর সংখ্যা ৫০০-এরও বেশি। যা নিয়ে উদ্বেগ বাড়ছে দেশ জুড়ে। তবে, দৈনিক সংক্রমণের হার প্রায় রোজই কমছে। নিম্নমুখী অ্যাক্টিভ কেসও।

শনিবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৮৫০ জন। এই সময়ের মধ্যেই মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। শুক্রবার দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ৫১৬ জন। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১২ হাজার ৪০৩ জন। গত বছরের মার্চ মাস থেকে এখনও পর্যন্ত দেশে মোট করোনা মুক্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ২৬ হাজার ৪৮৩ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.২৬ শতাংশ।

এই পরিস্থিতিতে আশার আলো অ্যাক্টিভ কেসের নিম্নমুখী হার। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা  ১ লক্ষ ৩৬ হাজার ৩০৮ জন। যা গত ২৭৪ দিনে সর্বনিম্ন। বিশেষজ্ঞদের মতে, করোনা রুখতে প্রয়োজন দ্রুত টিকাকরণ। এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ১১১ কোটি ৪০ লক্ষ ৪৮ হাজার ১৩৪ ডোজ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হার ১২ লক্ষের ৬৬ হাজার ৫৮৯টি।

রাজ্যের অবস্থা: গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬০ জন। এদিন কোভিড মুক্ত হয়েছেন ৮১৯ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। উৎসবের মরশুমে এক বিরাট অংশের মানুষের মধ্যে দেখা গেছে করোনা নিয়ে অসচেতনতা। যার জেরে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৮৫৪ জন।

উল্লেখ্য, এরই মধ্যে আবার আগামী ১৬ই নভেম্বর থেকে রাজ্যে খুলে যাচ্ছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। শিক্ষা প্রাঙ্গণগুলিতে শুরু হয়ে গিয়েছে জীবাণুমুক্তিকরণ প্রক্রিয়া। সমস্ত করোনাবিধি মেনেই শুরু হতে চলেছে পড়াশোনা।




Back to top button