Omicron – আবারও একবার লকডাউনের মুখে মুম্বাই! আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে

এবার ওমিক্রন (Omicron) আতঙ্ক ভারতের মহারাষ্ট্র (Maharastra) রাজ্যে। এমনকি ফের লকডাউনের (Lockdown) আশঙ্কা মুম্বইবাসীর জীবনে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে ফেরত আসা এক যাত্রীর শরীরে করোনা (Corona) সংক্রমণ ধরা পড়েছে মহারাষ্ট্রে। দিল্লি (Delhi) হয়ে মুম্বই বিমানবন্দরে এসেছিলেন তিনি। দিল্লিতে নমুনা পরীক্ষার পরেই তাঁকে মুম্বইয়ে বিমান ধরার অনুমোদন দেওয়া হয়। মুম্বই বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁর করোনা পরীক্ষা হয়। তখনই করোনা ভাইরাসের সংক্রমণ (Viral Infection) ধরা পড়ে তাঁর শরীরে। করোনা পজিটিভ রিপোর্ট হাতে আসার পরেই মুম্বই পৌরসভার পক্ষ থেকে ঐ ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যদিও সূত্র মারফত জানা যায়, কোনও উপসর্গ নেই সেই করোনা আক্রান্ত রোগীর। সেকারণে আপাতত তাঁকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে।

এই ঘটনার পর গত শনিবারেই মুম্বই পৌরসভার থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল যে, দক্ষিণ আফ্রিকা থেকে যে বা যাঁরা আসবেন তাঁদের আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক। এমনকি কেন্দ্রের পক্ষ থেকেও ১১ দফায় গাইডলাইন জারি করা হয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রে। দক্ষিণ আফ্রিকার যে কোনো দেশ থেকে আসা যে কোনো ব্যক্তিকেই ৮ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ জারি মহারাষ্ট্র সহ কেন্দ্রীয় সরকারের। ইতিমধ্যেই বিশ্বের যেসব দেশে ওমিক্রনের থাবা পড়েছে, সেসব দেশ থেকে গত ১৫ দিনে মুম্বই শহরে এসেছেন মোট ৪৬৬ জন ব্যক্তি। মুম্বই পৌরসভার পক্ষ থেকে তাঁদের সবাইকেই আরটিপিসিআর টেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। এই  ৪৬৬ জনের মধ্যে এখন পর্যন্ত ৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাঁদের একজনের শরীরেও করোনা সংক্রমণের কোনো আভাস পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ omicron: করোনা গ্রাফ নিম্নমুখী, কিন্তু আতঙ্ক ছড়াচ্ছে নয়া স্ট্রেন

এই বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)  জানিয়েছেন, “রাজ্য আরেকটি লকডাউনের ক্ষতি বহন করার মতো অবস্থায় নেই। তাই লকডাউন যাতে না জারি করতে হয়, সেই জন্য রাজ্যের প্রত্যেককে অবশ্যই কোভিড-১৯ মহামারির উপযুক্ত আচরণ অনুসরণ করতে হবে। ফেস মাস্কের নিয়মিত ব্যবহার, ভিড় এড়ানো, শারীরিক দূরত্ব বজায় রাখার মতো বিষয়গুলি অনুসরণ করলেই আরেকটি লকডাউনের হাত থেকে মহারাষ্ট্রকে রক্ষা করা যাবে।” করোনা সংক্রমণের ক্ষেত্রে দেশে সর্বদাই প্রথম স্থানে থেকেছে মহারাষ্ট্র। ফলে এবার করোনার এই নতুন রূপ থেকে রাজ্যবাসীকে রক্ষা করতে জরুরীকালীন অবস্থার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্যের সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যবাসী আগাম সতর্ক থাকলে ও রাজ্য সঠিকভাবে আগাম প্রস্তুতি নিলেই রাজ্যে ওমিক্রনের থাবাতেও তেমন কিছুই হবে না বলে বিশ্বাস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর।




Back to top button