Indian Railways: জানেন কি, কেন ভারতীয় রেলের দূরপাল্লার বগি নীল হলেও রাজধানীর বগি হয় লাল

অনেককাল আগে ভারতীয় দূরপাল্লার ট্রেনগুলির বগির রঙ হত লালচে পোড়া ইটের রঙের। তবে বর্তমানে তা পরিবর্তিত হয়ে বেশির ভাগ দূরপাল্লার ট্রেনের রঙ হয়েছে নীল। ভারতীয় মেল বা ভারতীয় এক্সপ্রেস দুয়ের ক্ষেত্রেই একই রকমের নীল রঙের বগি লক্ষ্য করা যায়। সাধারণ বগিই হোক কিংবা এসি বগি সব ক্ষেত্রেই জানলার কাছে হালকা নীল ও বাকি বগিতে গাঢ় নীল খেয়াল করা যায়। কেবল রাজধানী এক্সপ্রেসের বগির রং বর্তমানেও পুরোটাই লাল।

ভারতীয় রেলের বেশিরভাগ বগির রঙ নীল কেন সেই ইতিহাস খুঁজতে গেলে জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিক থেকে ভারতীয় রেলে দূরপাল্লার ট্রেনে নীল বগির ব্যবহার শুরু করা হয়। আসলে নীল রঙের বগি দেখলেই বোঝা যায় এগুলি ’আইসিএফ’ কোচ অর্থাৎ চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (Integral Coach Factory) তে এগুলি তৈরি হয়েছে। এই কোচগুলির বিশেষত্ব হল,এই কোচগুলি মূলত লোহার তৈরি এবং ভারী। এই কোচগুলি ঘণ্টায় ৭০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারে।

রেলের বগির ইতিহাস,ভারতীয় রেলের ইতিহাস,রাজধানী এক্সপ্রেসের বগির রঙ লাল হওয়ার ইতিহাস,ভারতের রেলের বাংলা খবরThe history of railway coaches,the history of Indian Railways,the history of Rajdhani Express coaches turning red,the Bengali news of Indian Railways

রাজধানী এক্সপ্রেসের লাল বগি অর্থাৎ ’এলএইচবি’ (লিঙ্কে হফম্যান বুশ) -তৈরী কোচ। এই কোচগুলি ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত গতিতে চলা যায়। সাধারণ বগির তুলনায় এগুলি অনেকটাই হালকা হয়ে থাকে। বর্তমানে পাঞ্জাবের কাপুরথালায় এই বগি তৈরী হলেও আগে এগুলি জার্মানি একটি কোম্পানি থেকে আনানো হত।

যদিওবা বর্তমানে ভারতে নীল আর লাল ছাড়াও অন্য অনেক রঙের বগির প্রিমিয়াম ট্রেন দেখতে পাওয়া যায় এবং এই বগিগুলির প্রত্যেকটি বগিই এলএইচবি। কারণ, প্রিমিয়াম ট্রেন সাধারণত বেশি গতির ট্রেন হয়ে থাকে, তাই সেক্ষেত্রে হালকা বগির প্রয়োজন হয়ে থাকে। এই ট্রেনগুলিকে আলাদা আলাদাভাবে চিহ্নিতকরণের জন্যই এই ব্যবস্থা।

আরও পড়ুন…..Indian Railways: শুধু বিমান নয়, এবার ট্রেনেও থাকবে মহিলা রেল সেবিকা, কবে থেকে চালু হচ্ছে নয়া পরিষেবা

শতাব্দীর ক্ষেত্রে নীল ও ধুসর রং মিলিয়ে রঙিন হয় বগি। আবার তেজস-এর বগির ক্ষেত্রে উজ্জ্বল কমলা রং। তার উপরে মেরুন দিয়ে নকশা করা। হামসফর এক্সপ্রেসের ক্ষেত্রে বগির মূল রং নীল হলেও তা নকশা করা। সেই সঙ্গে থাকে হলুদ ও কমলা রঙের ব্যবহার। দুরন্ত এক্সপ্রেসের বগিতে থাকে হলুদ ও সবুজ রঙের ব্যবহার। তবে গরীব রথ মানে গাঢ় সবুজ এবং জানলার কাছগুলি হলুদ। অন্ত্যোদয় এক্সপ্রেসের ক্ষেত্রে লাল-হলুদ। মহামান্য এক্সপ্রেসের ক্ষেত্রের বগির রং বেগুনি।




Back to top button