Coronavirus varient Omicron: ফের লকডাউনের মুখে ভারত, সংক্রমণের গতি বাড়াচ্ছে ওমিক্রন

অরুণিমা সরকার, কলকাতা: গত বছর(Last year) অর্থাৎ ২০২০ সালের মার্চ(march) মাসে আমাদের পৃথিবীতে থাবা বসিয়েছিল করোনা(corona) ভাইরাস(virus)। তারপর থেকেই বারেবারে রূপ বদল করে সে ফিরে এসেছে আমাদের মাঝে। কখনও কোভিড -১৯(covid 19), কখনও ডেল্টা(Delta) আবার কখনও ওমিক্রন(omicron)। করোনা বিধ্বংসী কবলে তছনছ হয়ে গিয়েছে আমাদের জীবনযাত্রা(lifestyle), প্রাণ হারিয়েছেন(died) বহু মানুষ(lots of people)। ওমিক্রন(Omicron) প্রথম থাবা বসিয়েছিলো দক্ষিণ আফ্রিকায়(South Africa)। তারপর সেখান থেকে তা ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে দেশে। এখনও পর্যন্ত বিশ্বের ৩৮ টি দেশে এই ওমিক্রন(omicron) ধরা পড়েছে। ভারতে এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ২১ জন(21 people)। পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে ফের দেশে লকডাউন জারি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।
কর্ণাটক(Karnataka), মহারাষ্ট্র(Maharashtra) বরাবরই করোনার(corona) প্রতিটা ভ্যারিয়েন্টেই আক্রান্তের সংখ্যার নিরিখে এগিয়ে। এবারও তার অন্যথা হয়নি। এর সাথে রয়েছে রাজস্থান(Rajasthan), গুজরাট(Gujarat), দিল্লির(Delhi) মতো জনবহুল রাজ্যগুলি। যদিও আমাদের পশ্চিমবঙ্গে(West Bengal) এখনও এসে পৌঁছায়নি এই ওমিক্রন(omicron)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা(world Health Organization) অর্থাৎ হু(WHO) ইত্যাদি মধ্যেই ওমিক্রন(Omicron) নিয়ে সতর্কবার্তা জারি করেছে। হু(WHO) -এর এই সতর্কতা জারির সঙ্গে সঙ্গেই চিন্তায় পড়ে গিয়েছে বিজ্ঞানীরা(Scientists), শুরু হয়েছে বিস্তর গবেষণা(Research)। বিজ্ঞানের এক বিশেষ জার্নাল ‘নেচার'(Nature) জানিয়েছেন, এখন করোনার(Corona) বুস্টার ডোজের(Booster Dose) ওপরই বেশী জোর দিচ্ছেন বিজ্ঞানীরা।
আরও পড়ুন- দাপট বাড়াচ্ছে ওমিক্রন, একাধিক রাজ্যে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা
জানা গেছে, যাদের কোভিডশিল্ড(Covishild) বা কো ভ্যাকসিনের(Co vaccine) -এর দুটি ডোজই নেওয়া হয়ে গেছে, তাদের শরীরেও হানা(Attack) দিতে পারে ওমিক্রন(Omicron)। কারণ ওমিক্রনের (Omicron) বিরুদ্ধে লড়ার মতো শক্তি এই দুটি ভাইরাসের (Virus) নেই বলেই মনে করা হচ্ছে। এই ভ্যারিয়েন্টের(Variant) মিউটেশন(Mutation) নিয়েও বাড়ছে উদ্বেগ(Anxiety)। এই ওমিক্রন (Omicron) নিয়ে রীতিমতো নাজেহাল অবস্থা বিজ্ঞানীদের (Scientists)। আমেরিকা(America), ব্রিটেন(Britain) প্রভৃতি দেশেও এই মুহূর্তে ক্রমশ বাড়ছে করোনা(Corona) আক্রান্তের সংখ্যা। ব্রিটেনে(Britain) এই মুহূর্তে মোট ওমিক্রন(Omicron) আক্রান্তের(Infected) সংখ্যা ২৪৬ জন(246 people)। মার্কিন যুক্তরাষ্ট্রের(United States) অন্যতম উপদেষ্টা অ্যান্টনি ফাউসির(Anthony Fauci) মতে, ওমিক্রন(Omicron) নিয়ে আতঙ্কের(Panic)কিছু নেই, প্রতিনিয়ত যেভাবে সতর্কতা(Alert) নেওয়া হচ্ছে, তাতে বিশেষ ক্ষতির হওয়ার কথা নয়।