সুখের দিন শেষ! আজ থেকেই বন্ধ হয়ে যাচ্ছে সরকারি কর্মীদের একগুচ্ছ সুযোগ সুবিধা

 

কোভিড বিপর্যয় শুরু হতেই বাতিল হয়েছিল সরকারি কর্মচারিদের অফিস যাওয়া। সরকারি ভাবে জানানো হয়েছিল, অফিসে আসবে কম সংখ্যক কর্মচারী এবং কাজের সময়ও কমবে। উপস্থিতি জানানোর ক্ষেত্রে, বায়োমেট্রিক সিস্টেমও বন্ধই থাকবে। কিন্তু জীবন এবং জীবিকা সবই যখন উত্তর করোনা পরিবেশের ছয়া পাচ্ছে তখনই কোভিড অতিমারীর সময় সরকারি কর্মচারিদের প্রদেয় সুযোগ সুবিধা এখন শেষ হয়ে যাচ্ছে।

সরকারি নোটিফিকেশনে জানানো হয়েছে, আগামী ৮ নভেম্বর থেকে সরকারি কাজের ক্ষেত্রে প্রদেয় ছাড় বন্ধ হচ্ছে। এখন সরকারি কর্মচারীদের অফিসে পুরো সময় উপস্থিত থাকতে হবে। এই উপস্থিতি নথীভুক্ত করার জন্য সোমবার থেকে বায়োমেট্রিক সিস্টেম (Biometric Attendance) আবারও বহাল করা হচ্ছে।

সরকারি কর্মচারিদের প্রদেয় সুযোগ সুবিধা,বায়োমেট্রিকে নথীভুক্ত করতে হবে উপস্থিতি,কেন্দ্রীয় কার্যালয়ে নোটিফিকেশন জারি,কর্মচারীদের মুল্যবৃদ্ধি ভাতা,Facilities provided to government employees,biometrics must be recorded in attendance,notification issued at central office,value added allowance for employees

বায়োমেট্রিক অ্যাটেনডেন্স নিয়ে সমস্ত কেন্দ্রীয় কার্যালয়ে নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। ভারত সরকারের ডেপুটি সেক্রেটারি উমেশ কুমার ভাটিয়ার অফিস থেকে একটি প্রেস বিবৃতি সহ নোটিফিকেশন জাড়ি করা হয়েছে। নোটিফিকেশন অনুসারে, করোনা মহামারীকে মাথায় রেখে অফিসে কম সংখ্যক কর্মচারিদের ডাকা এবং কাজের সময় কম করার মতো ছাড় আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন ৮ নভেম্বর থেকে প্রত্যেক কর্মচারিকে বায়োমেট্রিকে উপস্থিতি নথীভুক্ত করতে হবে।

কেন্দ্রীয় সরকার এই বিষয়ে সম্পূর্ণ গাইডলাইন জারি করে দিয়েছে। গাইডলাইন মোতাবেক, বায়োমেট্রিক মেশিনের সামনে স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক। সমস্ত কর্মীচারীদের উপস্থিতি নথীভুক্ত করার আগে আর পরে স্যানিটাইজার দিয়ে নিজেদের হাত পরিস্কার করতে হবে। কর্মচারীদের বায়োমেট্রিকে উপস্থিতি নথীভুক্ত করার সময় নিজেদের মধ্যে ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে। সমস্ত কর্মচারীদের সবসময় মাস্ক পড়তে হবে বা নিজেদের মুখ বাধ্যতামূলকভাবে ঢেকে রাখতে হবে।

সরকারি কর্মচারিদের প্রদেয় সুযোগ সুবিধা,বায়োমেট্রিকে নথীভুক্ত করতে হবে উপস্থিতি,কেন্দ্রীয় কার্যালয়ে নোটিফিকেশন জারি,কর্মচারীদের মুল্যবৃদ্ধি ভাতা,Facilities provided to government employees,biometrics must be recorded in attendance,notification issued at central office,value added allowance for employees

বায়োমেট্রিক মেশিনের টাচপ্যাডকে বারবার পরিস্কার করার জন্য একজন কর্মীকে রাখা হবে। এই কর্মী বায়োমেট্রিকে নিজেদের উপস্থিতি নথীভুক্ত করাতে আসা সরকারি কর্মচারীদের কোভিড অনুকূল আচরণ বজায় রাখতে সাহায্যও করবেন। বায়োমেট্রিক মেশিনকে রাখতে হবে খোলা পরিবেশে। যদি মেশিন ভেতরে রাখা হয়, তাহলে পর্যাপ্ত প্রাকৃতিক ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে।

এদিকে আবার, কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকে কেন্দ্রীয় কর্মচারীদের মুল্যবৃদ্ধি ভাতা আর পেনশনধারীদের জন্য মুল্যবৃদ্ধি ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মুল্যবৃদ্ধি ভাতায় ৩ শতাংশ বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় কর্মচারীদের মূল বেতনে এখন ডিএ বেড়ে ৩১ শতাংশ হয়ে গিয়েছে। এই বৃদ্ধি পাওয়া ভাতা ১ জুলাই ২০২১ থেকে চালু হবে বলে জানানো হয়েছে।




Back to top button