Farm Laws Repealed- এটা একটা জিহাদি জাতি’র জয়, কৃষি আইন প্রত্যাহার নিয়ে বললেন কঙ্গনা

রাখী পোদ্দার, কলকাতা-  সামনেই ২০২২ এবং ২০২৩ সালে রয়েছে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন , বিশেষ করে ২০২৪ সালে রয়েছে দেশে নিজেদের ক্ষমতা দখলের লড়াই। আর তার ঠিক আগেই মাস্টার-স্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী (Prime minister)। আজ ১৯শে নভেম্বর গুরু নানকের (Guru Nanak) জন্মদিন। এই শুভদিনেই জাতীর উদ্দেশ্যে ভাষণে মোদী (Narendra Modi) সরকার ঘোষণা করলেন বাতিলের খাতায় যাচ্ছে বিতর্কিত ৩ কৃষি আইন (Farm Law)। এদিন জাতীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন,“হয়তও আমাদের তপস্যায় কিছু ভুল ছিল। যে কারণে আমরা কৃষকদেরকে এই আইন সম্পর্কে বোঝাতে পারিনি। তবে আজ কাউকে দোষারোপ করার সময় নয়। আজ আমি দেশকে বলতে চাই যে আমরা তিনটি কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি”।

কৃষি বিল আইন বাতিলের ঘোষণার পর থেকেই তুমুল আনন্দ উপচে পড়ে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ দেশের সব অংশের মধ্যেই। কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণার পরেও আন্দোলন না থামানোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত। তিনি স্পষ্ট জানিয়েছেন যে আন্দোলন এখনই থামবে না। এদিন শুক্রবারই নরেন্দ্র মোদী জানিয়েছেন, সামনের অধিবেশনেই তিন আইন বাতিল করা হবে। সেজন্য সাংবিধানিক পদক্ষেপও নেওয়া হবে।

আইন কি,কেন কৃষি আইন নিয়ে বিতর্ক,What is farm law,why debate about farm law,কৃষি আইন বাতিলের ঘোষণা নরেন্দ্র মোদীর,কেন বাতিল করলেন কৃষি আইন,Narendra Modi announces repeal of agriculture law,why did he repeal agriculture law,কৃষি আইন প্রত্যাহার নিয়ে বললেন কঙ্গনা,Kangana says about Farm Laws Repealing,কৃষি আইন প্রত্যাহার নিয়ে বলছে বলিউড,What Bollywood says about Farm Laws Repealing

কৃষি বিল প্রত্যাহারের ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় বন্যা রাজনৈতিক নেতা থেকে শুরু করে তারকা সকলের।  এই সিদ্ধান্তকে অনেকে যেমন সমর্থন করে স্বাগত জানিয়েছে তেমনি অনেকে এর বিরোধিতাও করেছে। এই কৃষি আইন বাতিলের তীব্র প্রতিবাদ করেন “বলিউড কুইন”। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “দুঃখজনক, লজ্জার এবং অন্যায়। সংসদে নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও যদি রাস্তার মানুষ আইন প্রণয়ন শুরু করে, তাহলেও এটা একটা জিহাদি জাতি। অভিনন্দন সকলকে যারা এটা চেয়েছেন।” তার আর একটি স্টোরিতে তিনি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি ছবি শেয়ার করে তার নিচে কঙ্গনা লেখেন, “জাতির বিবেক যখন গভীর ঘুমে থাকে, তখন লাঠিই একমাত্র সমাধান এবং স্বৈরাচারই একমাত্র সমাধান… শুভ জন্মদিন ম্যাডাম প্রধানমন্ত্রী”।

আরও পড়ুন…Farm Law Repealed- অবশেষে কৃষক আইন প্রত্যাহার, কৃষকদের প্রতি শুভেচ্ছাবার্তা জানিয়ে ট্যুইট বিরোধীদের

এর আগে যখন আইন প্রণয়ন করা হয়েছিল তখন সরকারকে সমর্থন করেছিলেন কঙ্গনা। এই সমর্থনের জেরেই দিলজিৎ দোসাঞ্জের মত একাধিক বলিউড তারকাদের সঙ্গে বিবাদে জড়িয়েছেন তিনি।  এমনকি কৃষকদের সমর্থন করার জন্য কিছু দিন আগে তিনি আমেরিকান গায়িকা  রিহানা সঙ্গেও বিবাদে জড়িয়ে ছিলেন। তার সম্পর্কে টুইটও করেছিলেন কঙ্গনা।




Back to top button