কৃষক বিক্ষোভের মুখে অক্ষয় কুমারের “সূর্যবংশী”, প্রেক্ষাগৃহগুলিতে চলছে ভাঙচুর
গত শুক্রবারেই বড় পর্দায় মুক্তি পেয়েছে অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফ অভিনীত এবং রোহিত শেট্টি পরিচালিত ছবি “সূর্যবংশী”। করোনা পরিস্থিতি খানিক স্বাভাবিক হওয়ার পর এটিই বক্স অফিসে মুক্তি পাওয়া প্রথম বলিউড সিনেমা। দীপাবলির মরসুমে মুক্তি পাওয়ার প্রথম দিনেই এই ছবি বিশ্বজুড়ে মোট ২৬ কোটি টাকার ব্যবসা করেছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গেছে অজয় দেবগণ এবং রণবীর সিংকেও। এমনকি এই ছবি নিয়ে দর্শকমহলে এতটাই উত্তেজনার সৃষ্টি হয়েছে যে কোথাও কোথাও সারারাত হলে এই সিনেমা চালানোর পরেও আবার ভোর সাড়ে চারটে থেকেই এই ছবির শো চালু করতে হয়েছে হলের মালিকদের।
তবে পাঞ্জাব রাজ্যে বিষয়টা সম্পূর্ণটাই আলাদা। শনিবার হোশিয়ারপুরের একটি প্রেক্ষাগৃহে এই ছবি বন্ধ করার জন্য ছবির পোস্টার ছিঁড়ে হলে বিক্ষোভ করেছে একদল কৃষক। এই বিক্ষোভে কেন্দ্রের কৃষক আইনের বিরুদ্ধে স্লোগান তুলেছিল আন্দোলনকারী কৃষকেরা। এই আন্দোলনকারীদের দাবী, ছবিতে কৃষক আন্দোলন দেখানো হয়েছিল, তবে এর সমর্থনে একটি ডায়ালগ ছিল না অক্ষয় কুমারের। ছবিতে ছিল না কোনো দৃশ্যও।
আরও পড়ুন..“এখন আর ভালো স্ক্রিপ্ট নেই” অমিতাভকে অবসর নেওয়ার পরামর্শ সেলিমের!
পিটিআই থেকে পাওয়া সূত্র অনুযায়ী, হোশিয়ারপুরের উধম সিং পার্ক থেকে ঐ সিনেমা হল পর্যন্ত বিক্ষোভ করেছিল এই কৃষকেরা, যার নেতৃত্বে ছিলেন ‘ভারতীয় কিষাণ ইউনিয়ন’-এর জেলা সভাপতি স্বরণ দুগ্গা। এরপর হলের সামনে ভীড় করে, ছবির পোস্টার ছিঁড়ে বিক্ষোভ করে কৃষকরা। তাঁদের দাবি, যতদিন না পর্যন্ত তাদের সমর্থনে অক্ষয় কোনো ডায়ালগ বলছেন, ততদিন পর্যন্ত তাঁরা অক্ষয়ের কোনও ছবি সিনেমা হলে চলতে দেবে না।