রাজধানীর বুকে গুলির বর্ষণ, মানুষের কাতর আর্তনাদ, গুলিবিদ্ধ এক দুষ্কৃতি
দিল্লির রোহিনি আদালতের কথা স্মরণ করিয়ে দিয়ে ফের খোদ রাজধানীর বুকে চলল পুলিশ আততায়ীয়ের গুলির লড়াই। দিল্লির এইমস (AIIMS)-এর সামনে গুলির লড়াইয়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। দুষ্কৃতীদের পাকড়াও করতে গেলে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের অভিযোগ ওঠে। এক দুষ্কৃতীর গুলিতে জখম হওয়ার খবরও পাওয়া গিয়েছে। পুলিশের হাতে ধরাও পড়ে দু’জন। জানা গিয়েছে, কোটলা মোবারকপুর থেকে দুষ্কৃতীদের তাড়া করছিল দিল্লি পুলিশ। অভিযোগ, এরপরই এইমস ঘিরে শুরু হয় গুলির বর্ষণ। লাগাতর গুলি চলার কারণে এক দুষ্কৃতি গুলিবিদ্ধ হয়। গুরুত্বর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।
দেশের রাজধানী দিল্লির এই বড় হাসপাতালের সামনে গুলির লড়াইয়ের অভিযোগ ঘিরে স্বভাবতই প্রশ্ন উঠছে সুরক্ষা নিয়েও। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস-এর (AIIMS) কাছে এদিন ভোর ৫টা নাগাদ এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে যে খবর পাওয়া গিয়েছে, গোপন সূত্রে দিল্লি পুলিশ জানতে পেরেছিল ওই দুষ্কৃতীরা কোটলা মোবারকপুরে লুকিয়ে রয়েছে। এরপরই তারা অভিযান চালায়। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। দুষ্কৃতীদের কাছ থেকে দু’টি পিস্তলও উদ্ধার করেছে পুলিশ।
দিল্লি পুলিশের ডিসিপি (সাউথ) জানান, ‘আমরা ওদের গতিবিধি নজরে রেখেছিলাম। কিন্তু ওদের আটকানো যায়নি। পুলিশ টিম এরপরই পিছু নেয়। এরই মধ্যে একজন বন্দুক বের করে গুলি চালাতে শুরু করে। এর মধ্যেই একজনের পায়ে আঘাত লাগে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃতদের নাম অভি সৌরভ, গুরুদেব সিং। তৃতীয় জন নাবালক। আহতকে এইমস-এর ট্রমা সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে তাঁদের ‘ক্রিমিনাল রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে।’
আরও পড়ুন…করোনা আবহে স্বস্তির নিঃশ্বাস, কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা
এর আগে দিল্লিতে প্রতিপক্ষ গ্যাংস্টারকে খতম করতে রোহিণী আদালতের ভিতরে ঢুকেই গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। ভর দুপুরে উত্তর দিল্লির রোহিণী আদালতে কুখ্য়াত গ্যাংস্টার জিতেন্দ্র গোগিকে আনা হয়েছিল। সেখানে তাঁকে কাঠগড়ায় তুলতেই খুব কাছ থেকে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরাও গুলিবিদ্ধ হন। ওই গ্যাংস্টার-সহ তিনজনের মৃত্যু হয়।