দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী থেকে জনপ্রিয় প্রধানমন্ত্রী, জন্মদিনেই ফিরে দেখা মোদীর রাজনৈতিক উত্থান
সামলেছেন দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রীর কুরশি। কাটিয়েছেন ২০ বছরেরও বেশি প্রশাসক জীবন। বর্তমানে রাজ দিল্লির দরবারে। সেই নরেন্দ্র দমোদর দাস মোদীই (Narendra Modi) এবার পা দিলে ৭১ বছরে। আর পা দিয়েই করে ফেললেন একধিক রেকর্ড। মোদী দেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন। এমনকী জনপ্রিয়তার বিচারেও ইন্দিরা গান্ধীর পরেই মোদীই দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী (Prime Minister)।
এদিকে প্রধানমন্ত্রীর ৭১তম জন্মদিনকে স্মরণ করে রাখতে ইতিমধ্যেই একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির তরফে। একাধিক বড় কর্মসূচি নেওয়া হয়েছে কেন্দ্রের তরফেও। আজ সারাদিনে দেড় কোটি মানুষকে টিকাকরণেও লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এদিকে আগামী ৭ অক্টোবর প্রশাসক জীবনের ২০ বছর পূর্ণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। আর সেই উপলক্ষ্যেই আগামী ২০ দিনব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। চলবে সেবা ও সমর্পন সপ্তাহ।
অন্যদিকে বারাণসীতেো আয়োজন করা হয়েছে বড় অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর ৭১তম জন্মদিনে মাটির প্রদীপ জ্বালানো হয় বারাণসীতে। পাশাপাশি, ৭১ কেজি লাড্ডু এনে তা বিতরণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি দলের মেডিকেল সেলের তরফে ১৭ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি এই সপ্তাহ গুলির মধ্যেই কিষাণ সম্মান দিবসের আয়োজন করে ৭১ জন কৃষক ও ৭১ জন জওয়ানকে সম্মানিত করা হবে বলেও জানা যাচ্ছে।
এদিকে জন্মদিন উপলক্ষ্যে রাহুল গান্ধীর শুভেচ্ছা বার্তা এলেও সঙ্গে এসেছে কংগ্রেসের কটাক্ষবান। এই দিনটিকে জাতীয় বেকারত্ব দিবস (National Unemployment Day) হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে যুব কংগ্রেস (Indian Youth Congress)। যা নিয়ে জোরদার চর্চা চলছে রাজনৈতিক মহলে। যদিও টুইটারে খুবই সংক্ষেপে মোদীকে শুভেচ্ছাবার্তা জানাতে দেখা যায় রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। টুইটে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘শুভ জন্মদিন মোদী জী’।
Happy birthday, Modi ji.
— Rahul Gandhi (@RahulGandhi) September 17, 2021