Breaking News: জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়লো সেনা হেলিকপ্টার

বুধবার তামিলনাডু(Tamilnadu)র কুনুরে(Kunur) ভেঙে পড়লো একটি সেনা হেলিকপ্টার। এই মুহূর্তে দাঁড়িয়ে দেশে সবচেয়ে চাঞ্চল্যকর খবর, সেই হেলিকপ্টারটিতেই উপস্থিত ছিলেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত(General Bipin Rawat)। তাঁর সঙ্গে ছিলেন আরও চার উচ্চপদস্থ অফিসার। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, এখনও পর্যন্ত তিনজনকে উদ্ধার করা গিয়েছে এবং চতুর্থ ব্যাক্তির খোঁজ চলছে। উদ্ধার হওয়া তিনজনকে গুরুত্বর আহত অবস্থায় নীলগিরি জেলার(Nilgiri District) ওয়েলিংটন সেনানিবাসে নিয়ে যাওয়া হয়েছে। জেনারেল বিপিন রাওয়াত তাদের মধ্যে আছেন কি না? কিংবা তিনি সুস্থ আছে কি না? এই নিয়ে এখনও কোনোরকম খবর মেলেনি।

উল্লেখ্য, সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বিপিন রাওয়াতের স্টাফ ও পরিবারের সদস্যরা এমআইসিরিজ হেলিকপ্টারটিতে ছিলেন। তামিলনাডুর কোয়েম্বাটর এবং সুলুরের মধ্যে এক জায়াগায় হেলিকপ্টারটি ভেঙে পড়ে। সেনা সূত্রে খবর, জেনারেল বিপিন রাওয়াত হেলিকপ্টারে করে কোয়েম্বাটরের কাছে ভারতীয় বায়ুসেনার ঘাটি কুনুরের ওয়েলিংটন ক্যান্টনমেন্টেই যাচ্ছিলেন। ঘটনাস্থলের একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি হেলিকপ্টার ভেঙে পড়ে রয়েছে এবং স্থানীয় ও উদ্ধারকারী দল উদ্ধারকার্য ও খোঁজের কাজ চালাচ্ছে।

আরও পড়ুন……Armed Forces Flag Day: আপনিও যোগ দিতে পারেন বাহিনীতে, জেনে নিন কিভাবে

প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনা তরফে একটি টুইট করে প্রতিরক্ষা প্রধানের দুর্ঘটনার কবলে পড়ার সত্যতা স্বীকার করা হয়েছে। বায়ুসেনা জানিয়েছে, কপ্টারটি ছিল একটি এমআই১৭ভি৫(Mi-17V5) হেলিকপ্টার। সিডিএস জেনারেল বিপিন রাওয়াত-সহ তামিলনাডুর কুনুরের দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ করেছে।

সূত্রের খবর, স্থানীয় সামরিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। জানা যাচ্ছে, স্থানীয়রা প্রায় ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় দুইজনের দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন। দুর্ঘটনাস্থলে আরও বেশ কয়েকজনের মৃতদেহ পড়ে রয়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা। সেই দেহগুলি উদ্ধার ও শনাক্তকরণের কাজ চলছে। তবে মৃত্যুর কোনো খবরের সত্যতা এখনও যাচাই করা যায়নি। উল্লেখ্য, ঘটনাস্থলে থাকা এক সূত্রের দাবি, সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের অবস্থা আশঙ্কাজনক। তবে তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। অবশ্য বায়ুসেনা তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনোরকমের সরকারি বিবৃতি আসেনি। লোকসভায় দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী(Defence Minister) রাজনাথ সিং এই বিষয়ে বিবৃতি দেবেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদী(Narendra Modi)ও জরুরি ভিত্তিক একটি মন্ত্রীসভা বৈঠক ডেকেছেন।

প্রসঙ্গত, এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসা মাত্রই দেশ জুড়ে একটা বিষণ্ণতার পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন, “কুনুর থেকে অত্যন্ত দুঃখজনক একটি খবর এসেছে। আজকে গোটা দেশকে সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর পরিবার ও তাঁদের সঙ্গে থাকা স্টাফদের সুস্থতার জন্য প্রার্থনা করা উচিত। পাশাপাশি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

এই দুর্ঘটনার খবরে শোকাহত গান্ধী পরিবারও। দুর্ঘটনায় জখমদের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন রাহুল গান্ধী। তিনি লেখেন, কপ্টার দুর্ঘটনায় আহত বিপিন রাওয়াত ও অন্যান্য জখমদের দ্রুত আরোগ্য লাভের কামনা করি।




Back to top button