Gold Rate: নতুন বছরে সোনার দামে দেখা যাবে এক নতুন মাইলফলক, জেনে নিন এক্ষুনি

নতুন বছরের (New Year) সূচনা হতে হাতে মাত্র আর কয়েক ঘণ্টা। একটা গোটা বছর পেরিয়ে আরও এক নতুনের পথে এগোচ্ছে মানুষ। এই পরিস্থিতি আগামী বছরে লাভের মুখ কি দেখাতে পারে সোনা(Gold)? বা বলা যেতে পারে, আগামী বছরে কি সোনার মাধ্যমেই লাভের মুখ দেখতে চলেছে বিনিয়োগকারীরা(Investors)?- এই প্রসঙ্গে বিশেষজ্ঞদের মতামত, মহামারীর(Pandemic) ভীতি, মূল্যস্ফীতির উদ্বেগ এবং শক্তিশালী মার্কিন ডলারের প্রভাবে ২০২২ সালে সোনার দাম প্রতি ১০ গ্রামে ছাড়িয়ে যেতে পারে ৫৫ হাজার টাকা। ২০২১ সালের দ্বিতীয়ার্ধে সোনার দামে (Gold Rate) দেখা গিয়েছিল দুর্বলতা।
২০২০ সালের অগস্টে সোনা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ(MCX) ৫৬,২০০ টাকার রেকর্ড(Record) স্তর স্পর্শ করেছিল এবং এই বছরের অগস্টে দামগুলি প্রতি ১০ গ্রামে কমে ৪৮ হাজার টাকা হয়েছিল। সামগ্রিকভাবে বলা যেতে পারে, এটি তার সর্বকালের সর্বোচ্চ থেকে ১৪ শতাংশ কম দাম এবং ২০২১ সালের জানুয়ারির দাম থেকে ৪ শতাংশ কম। উল্লেখ্য, ৯ ডিসেম্বর আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড(Spot Gold) প্রতি আউন্স ১,৭৯১ ডলারে(Doller) দাঁড়িয়েছে, যেখানে ভারতে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৭ হাজার ৭৪০ টাকা। বিশেষজ্ঞদের মতে, শেয়ারবাজারে পতন ও সোনার মূল্যস্ফীতি এটাকে নেতিবাচক দিক থেকে অনেকটাই সমর্থন করেছে। এছাড়াও, যদি কোনও ধরনের আন্তর্জাতিক-রাজনৈতিক উত্তেজনা থাকে, তাহলে সে বিষয়ে মনোভাব উন্নত হতে পারে।
প্রসঙ্গত, আগামী বছরটিও এ জন্য ভালো হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে মূল্যস্ফীতি বাড়ছে। বিশ্বের অন্য দেশে মূল্যস্ফীতি বিগত এক দশকের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ভারতে খুচরা মূল্যস্ফীতি খুব বেশি না হলেও, পারকারি মূল্যস্ফীতির হাড় বিগত কয়েক দশকে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। মুদ্রাস্ফীতির সময়ে সর্বদা সোনার দাম বাড়তে দেখা গিয়েছে। ফলে বাজার বিশ্লেষকদের অনুমান, ২০২২ সালে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫৫ হাজার টাকা ছাপিয়ে যেতে পারে।
আরও পড়ুন…..টাকার দরকার, গোল্ড লোন নেবেন ভাবছেন! নূন্যতম এই কাগজপত্র থাকলে সহজেই মিলবে ঋণ
উল্লেখ্য, ভারতীয় বাজারে সোনার পাশাপাশি জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতেও লেগে গেছে মূল্যবৃদ্ধির ছোঁয়া। বিগত এক বছরেরও বেশি সময় ধরে হু হু করে বৃদ্ধি পেয়েছে জ্বালানির দাম। এছাড়াও, জ্বালানির দামের পাশাপাশি মূল্যবৃদ্ধির আগুনে পুড়ে ছাইখাই হয়েছে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এই পরিস্থিতিতে আগামী বছরে মূল্যবৃদ্ধি থেকে খানিক নিস্তার পাওয়ার আশায় অপেক্ষারত সাধারণ মানুষ। তবে একাংশের দাবি, সাধারণত যেসব সামগ্রীর দাম একবার আকাশ ছুঁয়ে ফেলে তারপর তা আর মাটিতে নামতে চায় না।