IAF chopper crash : এখনও সঙ্কটজনক অবস্থায় গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ, কেমন ছিল তাঁর দুর্বিষহ অভিজ্ঞতা

গত ৮ ই ডিসেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় (Air Force Chopper Crash) প্রয়াত হন জেনারেল বিপিন রাওয়াত (CDS Bipin Rawat)। বুধবার ‘ডিফেন্স স্টাফ কলেজ’ (Defense Stuff College) এর একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বিপিন রাওয়াত (Bipin Rawat)। ঘটনাস্থলে পৌঁছনোর ৫ মিনিটি আগে তামিলনাড়ুর নীলগিরি (Tamilnadu Nilgiri) পাহাড়ের ঘেরা জঙ্গলে হেলিকপ্টারটি ভেঙে পড়ে মৃত্যু হয় কপ্টারে থাকা ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনের এবং বর্তমানে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ চিকিৎসাধীন থাকলেও তাঁর অবস্থাও বেশ সঙ্কটজনক।
বুধবার তামিলনাড়ুর ওয়েলিংটনের সেনা হাসপাতালে (Wallington Military Hospital) আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহকে। সংকটজনক অবস্থায় থাকার কারণে বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনে বেঙ্গালুরুতে (Bengaluru) স্থানান্তরিত করা হতে পারে ক্যাপ্টেন বরুণ সিংহকে। একটুর জন্য ভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে গেলেও তামিলনাড়ুর ওয়েলিংটন মিলিটারি হাসপাতালের চিকিৎসকরা এখনও নিশ্চিতভাবে কিছুই জানিয়ে উঠতে পারেননি।
ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বায়ুসেনার পক্ষ থেকে। কপ্টারটি কীভাবে ভেঙে পড়েছিল, কোন যান্ত্রিক ত্রুটির (Technical Fault) কারণে এত বড়ো দুর্যোগ কিনা তা নিয়েও খতিয়ে দেখার নির্দেশ মিলেছে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঐ হেলিকপ্টারটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগার পর তাতে আগুন ধরে যায় এবং তারপরেই আরও একটি গাছে ধাক্কা মেরে মাটিতে আছড়ে পড়ে হেলিকপ্টারটি।
আরও পড়ুন……CDS Bipin Rawat: ভারতের বক্ষ জুড়ে স্বর্ণাক্ষরে থাকবে তাঁর নাম, ফিরে দেখা সেই প্রতিটি বিজয়ী মুহূর্ত
এক স্থানীয় বাসিন্দা দাবী করেন, দুর্ঘটনাগ্রস্ত কয়েকজনকে ঐ হেলিকপ্টার থেকে বেরোনোর চেষ্টা করতে দেখেছিলেন তিনি। তাদের প্রত্যেকেরই শরীরে পোড়া ক্ষতর দাগ ছিল বলেও জানিয়েছেন তিনি। সেই কয়েকজন ব্যক্তিদের মধ্যেই ছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। চলতি বছরের স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির কাছ থেকে শৌর্য চক্র পেয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। ২০২০ সালের অক্টোবর মাসে তেজস যুদ্ধ বিমানকে রক্ষার জন্য তিনি এই বিশেষ পদক পান। এছাড়াও তামিলনাডুর ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের ডাইরেক্টিং স্টাফ তিনি। ঘটনার দিন ঐ কলেজেরই একটি অনুষ্ঠানে যোগ দিতে বিপিন রাওয়াত সঙ্গে এম আই-১৭ ভি ৫ চপারে (MI-17V5 Chopper) ছিলেন তিনিও।