Gujrat – গুটখা ব্যবসায়ীর বাড়িতে হানা আইটি সেলের, উদ্ধার একশো কোটি টাকার সম্পদ
প্রায় এক বছরের কাছাকাছি সময় ধরে দেশের বিভিন্ন রাজ্যে গুটখা নিষিদ্ধ করার পরিকল্পনা (Project planning) চালাচ্ছিল কেন্দ্রীয় সরকার। যদিও রাজ্য সরকারগুলি সাধারণত এই জাতীয় সামগ্রী বিক্রি থেকে প্রচুর পরিমাণে ট্যাক্স আদায় করে। তবু গোটা দেশেই ধীরে ধীরে গুটখাসহ একাধিক তামাকজাত সামগ্রী নিষিদ্ধ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Bandyopadhyay) সরকার ২০১৯ সালে প্রথমবারের মতো গুটখাসহ একাধিক তামাকজাত দ্রব্য বিক্রির ওপর নিষেধাজ্ঞা (Restriction) জারি করেছিল। ২০১৩ সালে এই রাজ্যে এক বছরের জন্য খৈনি, গুটখা ও পান মশলা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল।
কেন্দ্রীয় সরকারের ‘গুটখামুক্ত দেশ’ (Gutkha Free Country) গড়ে তোলার পরিকল্পনাকে সাফল্যমন্ডিত (Successful) করে ইতিমধ্যেই দেশের বহু রাজ্যকে সম্পূর্ণভাবে গুটখা মুক্ত (Gutkha free) করাও গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য রাজ্যগুলি হল বিহার, উত্তরাখণ্ড, রাজস্থান প্রভৃতি। কিন্ত তা সত্ত্বেও সম্পূর্ণ দেশ থেকে গুটখার ব্যবসা পুরোপুরি বন্ধ করা যায়নি। উপরন্তু গত সপ্তাহেই সামান্য এক গুটখা ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অর্থ (Huge amount of money)।
সম্প্রতি গুজরাটের (Gujrat) এক গুটখা ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে হিসাব বর্হিভূত ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আয়কর দপ্তর। গত ১৬ ই নভেম্বর গুজরাটের মোট ১৫ জন ব্যবসায়ীর (Businessman) বাড়িতে হানা দিয়েছিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা (IT officers)। ঐদিনকেই সেই ১৫ জন ব্যবসায়ীর মধ্যেই একজন ছিলেন এই গুটখা ব্যবসায়ী। যদিও আয়কর দফতর (IT Cells) বা পুলিশ আধিকারিকরা (Police Officers) কেউই এখন পর্যন্ত এই ব্যক্তির নাম বা অন্যান্য বিবরণ প্রকাশ্যে আনেননি।
আয়কর দপ্তর সূত্র মারফত খবর, তল্লাশি অভিযান চালিয়ে আধিকারিকেরা নগদ সাড়ে সাত কোটি টাকা, চার কোটি টাকার গয়না ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি (Important documents) মিলিয়ে মোট ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত (Confiscated) করা হয়েছে ঐ ব্যবসায়ীর বাড়ি থেকে। এছাড়াও ঐ ব্যবসায়ীর অন্যান্য লেনদেন (transactions) সংক্রান্ত বহু তথ্য-প্রমাণও (Proofs) উদ্ধার করেছে তদন্তকারী দল (Investigators)।
আরও পড়ুন…….Lilua Toto driver: প্রশ্নের সঠিক উত্তর দিলেই মুকুব ভাড়া, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল লিলুয়ার টোটো চালক
আয়কর বিভাগের তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, আয়কর বিভাগের চোখে ধুলো দিতে ভিন্ন ভিন্ন নামে বহু সম্পত্তি কিনে রেখেছিলেন এই গুটখা ব্যবসায়ী। এছাড়া আর কোথায় কোথায়, কি কি ভাবে এই অর্থ বিনিয়োগ (Investment) করা হয়েছে তা খুঁটিয়ে দেখছেন আয়কর বিভাগের তদন্তকারী দল। বর্তমানে ঐ ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্টসহ (Bank Accounts) অন্যান্য লেনদেনের মাধ্যম সম্পূর্ণরূপে সিল (Seal) করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আয়কর দফতর সূত্রে।