কাশ্মীর ফাইলসের জন্য জীবনে আমূল পরিবর্তন ঘটেছে- চাঞ্চল্যকর দাবি অনুপমের

অনীশ দে, কলকাতা: মুক্তি পাওয়ার ২১ দিনের মধ্যে বিশ্বব্যাপী প্রায় ৩০০ কোটি টাকা আয় করেছে দ্যা কাশ্মীর ফাইলস। বড়ো বাজেটের সিনেমা(The Kashmir Files) না হয়েও বক্স অফিসে যে এভাবে ঝড় তুলবে দ্যা কাশ্মীর ফাইলস(The Kashmir Files) তা কেউ কল্পনা করতে পারেনি। এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে দর্শন কুমারকে, কৃষ্ণ পণ্ডিতের ভূমিকায় এছাড়াও রয়েছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের(Anupam Kher)- এর মত তারকারা।

ইতিমধ্যেই দর্শক অনুপম খের ও মিঠুন চক্রবর্তীকে তাদের অভিনয়ের জন্য বাহবা দিয়েছে। বিশেষ করে অনুপম খের(Anupam Kher) যে চরিত্রে অভিনয় করেছেন সেই পুষ্কর নাথ পণ্ডিত- এর সাথে যেনো নিজেদের মিল খুঁজে পাচ্ছেন অনেক কাশ্মীরি হিন্দু। ছবিটির পরিচালনা করেছেন বিবেক অগ্নিহত্রি।১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের পলায়নের উপর বোনা হয়েছে ছবির প্রেক্ষাপট(The Kashmir Files)। যদিও কাশ্মীরি হিন্দু পলায়নের উপর ভিত্তি করে আগে আরও অনেক ছবিই তৈরি হয়েছে বলিউডে, কিন্তু কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার মত কড়া বাস্তবকে পর্দায় ফুটিয়ে তোলার নিরিখে এই ছবিকেই শ্রেষ্ঠ বলে মানছেন দর্শকরা।

Anupam Kher

আরও পড়ুন: পর্দায় অসমবয়সী প্রেম মানতে নারাজ দর্শক, লজ্জাজনক রেটিং’এ পিছিয়ে রইল ‘গোধূলি আলাপ’

ইতিমধ্যেই অনেক কাশ্মীরি হিন্দু পণ্ডিত সংগঠন থেকে অনুপম খেরকে ধন্যবাদ জানানো হয়েছে এরকম একটি ছবির(The Kashmir Files) সাথে যুক্ত থাকার জন্য। সম্প্রতি অনুপম খের(Anupam Kher) নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেন যেখানে দেখা যায় কয়েকজন তাকে ফুল দিয়ে পুজো করছেন। অনুপম নিজের মনোভাব প্রকাশ করে লেখেন, “গত কয়েকদিন ধরে বা দ‍্য কাশ্মীর ফাইলস ছবিটি মুক্তির পর থেকেই তিন চারদিন অন্তর আমার  বাড়ির নীচে পণ্ডিত কিংবা পুরোহিতরা এসে উপস্থিত হন এবং এসে পুজো করে কিছু না নিয়েই চলে যান। ওঁদের আশীর্বাদ পেয়ে আমি কৃতার্থ ও কৃতজ্ঞ। হর হর মহাদেব!”।

 

View this post on Instagram

 

A post shared by Anupam Kher (@anupampkher)

এছাড়াও কয়েকদিন আগে অনুপম খের(Anupam Kher) আরেকটি ভিডিও আপলোড করেন এবং জানান ১৯৯৩ সালে কাশ্মীরি হিন্দুদের গনহত্যার পর এটি প্রথম সভা ছিল কাশ্মীরি পণ্ডিতদের। এই অনুষ্ঠানটি দিল্লিতে হয়েছিল যেখানে অনুপমও উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে অনুপম খের(Anupam Kher) যে ভাষণ দিয়েছিলেন তারই কিছুটা অংশ তিনি নিজের ইনস্টাগ্রামে আপলোড করেছেন(The Kashmir Files)।

 

View this post on Instagram

 

A post shared by Anupam Kher (@anupampkher)

 ১৯৯০ সালের এই বিভৎস ঘটনায় বেশিরভাগ কাশ্মীরি হিন্দু মারা গেলেও আমাদের মনে রাখতে হবে অনেক ইসলাম ধর্মালম্বী মানুষদের মৃত্যুও ঘটে, যা পরিচালক প্রায় দেখাননি বললেই চলে। এই ঘটনার জন্য পরিচালক দায়ী করেছেন বিট্টা কারাটে এবং ইয়াসিন মালিককে। কাশ্মীরি পণ্ডিতদের পলায়নের সময় কেন্দ্রে ভিপি সিংয়ের সরকার থাকলেও এই ছবিতে বারংবার রাজিব গান্ধীকে দায়ী করা হয়েছে।




Leave a Reply

Back to top button