ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কত সম্পদের মালিক? মোট সম্পত্তির নিরিখে মুকেশ আম্বানি কত নম্বরে
করোনা মন্দার জেরে গত বছর থেকেই যখন একটানা ভেঙে পড়ছে ভারতীয় অর্থনীতির ভীত আর ঠিক সেই সময়েই কিন্তু সবথেকে বেশি লাভবান হতে দেখা গিয়েছে দেশীয় ধনকুবেরদের। তবে এই চিত্র শুধু ভারতের নয়। গোটা বিশ্বের প্রতিটা দেশেই করোনাকালেই কমবেশি ফুলেফেঁপে উঠতে দেখা গিয়েছে কোটিপতিদের। এদিকে বর্তমানে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেডের শেয়ার রয়েছে ৪৯.১৪ শতাংশ। আর তাতেই বড় ছক্কা হাঁকাতে চলেছেন খোদ মুকেশ আম্বানী।
ওয়াকিবহাল মহলের ধারণা, শীঘ্রই ১০ হাজার কোটি ডলার সম্পত্তির মালিক হতে চলেছেন মুকেশ অম্বানী। এদিকে গত চার বছরে রিলায়্যান্স গোষ্ঠীতে অম্বানী পরিবারের শেয়ার তড়তড়িয়ে বেড়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ে সবথেকে বেশি লাভবান হয়েছেন মুকেশ। পাল্লা ভারী হয়েছে রিলায়েন্স গোষ্ঠীর। পরিসংখ্যান বলছে ২০২০ সালের মার্চ মাস থেকে শুরু করে এখনও পর্যন্ত প্রায় ১২৫ শতাংশ বেড়েছে রিলায়্যান্সের শেয়ার। এমনকী ২০২১-২২ অর্থবর্ষে তা বেড়েছে প্রায় ২২ শতাংশ।
আর তার জেরেই ১০ হাজার কোটি ডলার ছুঁতে চলেছে মুকেশ অম্বানীর মোট সম্পত্তির পরিমাণ। প্রথম ভারতীয় হিসাবে এই নয়া শিরোপা উঠতে চলেছে আম্বানির মাথায়। এদিকে গত এক সপ্তাহেই নতুন করে প্রায় ৮ বিলিয়ন ডলার সম্পত্তির অধিকারি হয়েছেন তিনি। গত শুক্রবার রিলায়্যান্স গোষ্ঠীর শেয়ার দর হু হু করতে বাড়তে দেখা যায়। আর তাতেই ৩৭০ কোটি ডলারের মুনাফা করে অম্বানীর সংস্থা। বড় লাফেই এবার বিশ্বের তাবড় ধনীদের তালিকায় আরও উপরের দিকে উঠে এলেন এশিয়ার সবচেয়ে বড় ধনকুবের।
এদিকে বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে রয়েছেন অ্যামাজন কর্তা জেফ বেজো। তাঁর মোট সম্মত্তির পরিমাণ দাঁড়িয়েছে ২০ হাজার ৭০ কোটি ডলার। ওই তালিকায় দ্বাদশ স্থানে রয়েছেন অম্বানী। এই মুহূর্তে মোট সম্পত্তির পরিমাণ ৯ হাজার ২৬০ কোটি ডলার। যা ভারতীয় মূল্যে দাঁড়ায় প্রায় ৬ লক্ষ ৭৭ হাজার কোটি টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এল মাস্ক। তাঁর মোট সম্মত্তির পরিমাণ ১৯ হাজার ৮৯০ কোটি ডলার। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে বার্নড আর্নল্ট।