IAF chopper crash: যুদ্ধ শেষ! চপার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত

তামিলনাড়ুর কুন্নুরে দুপুরে ভেঙে পড়ল সেনার এমআই-১৭ কপ্টার। হেলিকপ্টারে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। সেখানে ছিলেন বিপিন রাওয়াতের পরিবারের সদস্যরাও। সিডিএস বিপিন রাওয়াত-সহ মোট ১৪জন ছিলেন সেনা কপ্টারে।সিডিএস বিপিন রাওয়াত কোয়েম্বাটোরের কাছে সুলুরে ভারতীয় বায়ুসেনার ঘাঁটি থেকে কুনুরের ওয়েলিংটনে ক্যান্টনমেন্টেই যাচ্ছিলেন কিন্তু সেই পথে এক জায়গায় কপ্টারটি ভেঙে পরে। তারপরই আগুন লেগে যায় তার মধ্যে। কপ্টার ভেঙে পড়ার পর সেই মুহূর্তে একের পর এক ১৪জনকে উদ্ধার করা সম্ভব হয়েছিলো। কিন্তু তাদের মধ্যে শুধুমাত্র সিডিএস বিপিন রাওয়াত ছাড়া সবাই মৃত বলে গণ্য হয়েছিলো । বিপিন রাওয়াত ছিলেন আহত, দগ্ধ।ওই অবস্থায় ওনাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। তখনও তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে হাত লাগান এলাকার মানুষজন। তারাই জানিয়েছেন ভয়ঙ্কর সেই দুর্ঘটনার বিস্তারিত। প্রত্যক্ষদর্শী কৃষ্ণস্বামী নামে এক ব্যক্তি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, “বিকট একটা শব্দ হল। মনে হল কোনও ট্রান্সফর্মার বিস্ফোরণ হয়েছে। ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখি গাছপালার উপরে ভেঙে পড়েছে কপ্টারটি। দাউদাউ করে আগুন জ্বলছে। দেখলাম দু-একজন কপ্টার থেকে বেরিয়ে আসছে। সবাই একেবারে পুড়ে গিয়েছে। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে আশপাশের লোকজনকে ডেকে জোগাড় করলাম। তারপর ফায়ার ব্রিগেড ও এমার্জেন্সি সার্ভিসকে খবর দিলাম।’
অন্য এক প্রতক্ষ্যদর্শী জানান “প্কপ্টারটি বেশ নিচু দিয়ে উঠছিল। মনে হল কুয়াশার কারণে কপ্টারটি নিচু দিয়ে উড়ছে। প্রথমে একটি গাছে এসে ধাক্কা মারে। পরে সেটি অন্য কয়েকটি গাছে ধাক্কা মেরে বিকট শব্দে বিস্ফোরিত হয়। গোটা এলাকা আগুনের গোলায় পরিণত হয়। অন্য একজনের কথায় আগুন লাগে আকাশেই।”
দুর্ঘটনাগ্রস্ত কপ্টারে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ছাড়াও ছিলেন লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, ল্যান্সনায়েক বিবেক কুমার, নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, ল্যান্সনায়েক বি সাই তেজা ও হাবিলদার সৎপাল।
এরূপ বড়ো দুর্ঘটনার কারণ কী প্রশ্নের উত্তরে প্রাক্তন এমআই-আই7 পাইলট অমিতাভ রঞ্জন বলেন, “প্রধান কারণ সবসময়ই আবহাওয়া ছিল। পাহাড়ের আবহাওয়া খারাপ ছিল। আবহাওয়া ছাড়াও আরেকটি হতে পারে। তা হল প্রযুক্তিগত ত্রুটি”
এবং অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জার লড়াইয়ে অবশেষে হেরে গেলেন। প্রয়াত হলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত। তার পরিবার সহ তিনিও চোখ বুঝলেন চিরতরে। বায়ুসেনার ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।