IAF chopper crash: বায়ুসেনা দুর্ঘটনার কবলে মৃত্যু হয়েছে যেসব খ্যাতিমান ব্যক্তিত্বের, দেখে নিন তালিকা

বায়ুসেনার কপ্টার দুর্ঘটনায় (Air Force Chopper Crash) প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত (CDS Bipin Rawat)। বুধবার বেলা ১২.২০ মিনিটে দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ে বায়ুসেনার কপ্টার। সূত্রের খবর অনুযায়ী, ঐ কপ্টারে বাপিন রাওয়াত ছাড়াও ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং সিডিএস-এর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা ন’জন সেনাকর্মী।
বুধবার ‘ডিফেন্স স্টাফ কলেজ’এর একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বিপিন রাওয়াত। ঘটনাস্থলে পৌঁছনোর ৫ মিনিটি আগে তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ের ঘেরা জঙ্গলে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কপ্টারে থাকা ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে এবং গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ চিকিৎসাধীন থাকলেও তাঁর অবস্থাও বেশ সঙ্কটজনক।
এর আগেও বহুবার হেলিকপ্টার ভেঙে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বহু বিখ্যাত ব্যক্তিত্বের।
১) ২০০৯ সালের ২ রা সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডি (YS Rajasekhar Reddy)-এর হেলিকপ্টার ক্রাশের কারণে মৃত্যু হয়েছিল। তিনি যে হেলিকপ্টারে যাচ্ছিলেন সেটি অন্ধ্রপ্রদেশের কুরনুলে রুদ্রকোণা পাহাড়ের কাছে ভেঙে পড়েছিল।
২) তামিল অভিনেত্রী সৌন্দর্যার (Soundarya) মৃত্যুও হয়েছিল হেলিকপ্টার ক্র্যাশের কারণে। ২০০৪ সালের ১৭ ই এপ্রিল বিজেপির ভোট প্রচারে বেঙ্গালুরু থেকে করিমনগরে যাচ্ছিলেন অভিনেত্রী। সেই সময়েই ভেঙে পড়েছিল তাঁদের হেলিকপ্টার। হেলিকপ্টারে তাঁর ভাই অমরনাথ (Amarnath) ও ছিলেন বলে জানা যায় এবং কপ্টারে থাকা প্রত্যেকেরই মৃত্যু হয়।
৩) ১৯৮০ সালের ২৩ শে জুন নয়া দিল্লির সাফদরজং বিমানবন্দরের কাছে ভেঙে পড়েছিল ইন্দিরা গান্ধির ছোটো ছেলে রাজনীতিবিদ সঞ্জয় গান্ধীর (Sanjay Gandhi) হেলিকপ্টার এবং বিমান দুর্ঘটনায় মৃত্যুও হয় তাঁর। ৪) জাতীয় কংগ্রেসের নেতা মোহন কুমারমঙ্গলমের (প্রথম জীবনে সিপিএম করতেন) মৃত্যু হয়েছিল ১৯৭৩ সালে ৩১ মে। ভয়ানক এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তাঁর। তাঁর পকেটে থাকা একটি পার্কার পেন ও কানে হিয়ারিং এইড দেখে তাঁকে সনাক্ত করা সম্ভব হয়েছিল।৫) ২০০১ সালের ৩০ শে সেপ্টেম্বর ৫৬ বছর বয়সে কংগ্রেসের মন্ত্রী মাধবরাও সিন্ধিয়া (Madhav Rao Sindhiya) বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছিলেন। উত্তরপ্রদেশের জেলা মণিপুরির একেবার সীমান্তে আকাশপথেই বিমানটিতে আগুন ধরে যায় এবং বিমানটি ভেঙে পড়ে। ৬) অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দোরজি খানদু (Dorji Khandu) যে হেলিকপ্টারে ছিলেন সেটি ২০১১ সালের ৩০ এপ্রিল থেকে নিখোঁজ হয়ে গেছিলো। বহু ওল্লাশির পরেও সেই কপ্টারটি আর খুঁজে পাওয়া না গেলেও ৫ ই মে দেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম এই মৃত্যু নিশ্চিত করেন। ৭) ২০০২ সালের ৩ মার্চ অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ জেলায় কাইকালুর অঞ্চলে হেলিকপ্টার ক্রাশে লোকসভার প্রাক্তন স্পিকার জিএমসি বালা যোগীর (GMC Bala Yogi) মৃত্যু হয়।