Corona cases in India: দেশে করোনা আক্রান্তের বাড়ছে হার, এরই মাঝে মাইলস্টোন ছুলো ভারত

কোভিডের থাবা এখনও শিথিল হয়নি।নতুন কোভিড ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ঘটেছে দেশে। বহু জায়গায় ওমিক্রনে আক্রান্ত হয়েছে অনেকেই। এখনও অবধি মোট ওমিক্রনে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২৩জন। এরই মধ্যে যদিও এখনও পরীক্ষাগারে নানারকম টেস্ট করে নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টকে বোঝার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা। করোনার নতুন ভাবে ফিরে আসা নিয়ে আতঙ্ক চারপাশে। এই অবস্থায় গত ২৪ঘণ্টায় রাজ্যে ফের বাড়ল সংক্রমনের হার। একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছে ৮৩০৬ জন। এবং মৃত্যু হয়েছে ২১১জনের।
২০২১-র শুরুতে করোনার প্রকোপ খানিকটা কমলেও এপ্রিল ও মে মাস নাগাদ সংক্রমণ বেড়ে গিয়েছিল অতিরিক্ত। তাই বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই সমস্ত গণপরিবহন বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। বাজার ও বিভিন্ন দোকান খোলা ও বন্ধের সময় বেঁধে দেওয়া হয়েছিলো সরকারের পক্ষ থেকে। পরে সংক্রমনের হার কমলে ধাপে ধাপে তুলে নেওয়া হয় সমস্ত বিধিনিষেধ। ফলে গণপরিবনসহ বাজার,দোকান সবই খুলে দেওয়া হয় অবাধ ভাবেই। স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই আরম্ভ হয়েছে। চলছে লোকাল ট্রেনও।

আরও পড়ুনঃCoronavirus: ওমিক্রন আতঙ্কের জের, পুরো পরিবারকে খুন করে পলাতক ডাক্তার
রাত্রিকালীন কারফিউ জারী থাকলেও কমছেনা সংক্রমণ উপরন্তু বেড়ে চলেছে। দেশে এখনও অবধি মোট আক্রান্তের সংখ্যা ৩৫,৬৫৬,৫০৬। একদিনে রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৬৫ জন। এবং কলকাতায় করোনা আক্রান্ত ১৫৪ জন। দেশে দৈনিক মৃত্যু হয়েছে ২২০ জনের। অর্থাৎ সুস্থতার হার ৯৮.৬৩। এবং মৃত্যুর হার ১.৩৭ শতাংশ। রাজ্যে এখনও অবধি মোট মৃতের সংখ্যা ৪৭৩,৭৫৭ জন। গত একদিনে দেশে করোনাকে হারিয়ে নিজের স্বাভাবিক জীবনে ফিরেছেন ৮,৮৩৪ জন। এবং গত ২৪ঘণ্টায় নতুন ভাবে আক্রান্ত হয়েছে ৬,৪২২জন। দেশে এখনও অবধি করোনার সক্রিয় কেস আছে ১০৫,০১৮ টি। রাজ্যে বর্তমানে সেফ হোম ২০০ টি। দেশে মোট করোনাকে পরাস্ত করে সুস্থ হয়ে
ঘরে ফিরেছেন ৩৪,০৭৯,৬১২জন।
উল্লেখ্য একটি বিশেষ ভারতের জন্য তা হলো দেশজুড়ে গণটিকাকরণ শুরুর এক বছরের মধ্যেই মাইলস্টোন ছুঁতে পেরেছে ভারত৷ রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন, ‘আমাদের কাছে অত্যন্ত গর্বের একটি মুহূর্ত৷ প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫০ শতাংশের সম্পূর্ণ টিকাকরণ করতে পেরেছি আমরা।’ সোমবার স্বাস্থ্যমন্ত্রীর ট্যুইট ট্যাগ করেই নরেন্দ্র মোদী লেখেন, ‘ ভারতের টিকাকরণ প্রক্রিয়া আরও একটি মাইলস্টোন ছুঁল। কোভিডের বিরুদ্ধে লড়াইতে এই গতিময়তা বজায় রাখতেই হবে৷ আর হ্যাঁ, মাস্ক পরা, সোশ্যাল ডিস্ট্যান্সিং সহ সমস্ত স্বাস্থ্যবিধি পালন করুন।’