“অনেক মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছি…”! বাঙালি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ শিখর ধাওয়ানের

বিয়ে ভাঙল শিখর-আয়েষার। ছেলে থাকবে কার কাছে?

পূর্বাশা, হুগলি: ধওয়ানের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তে শিলমোহর দিল আদালত। অবশেষে বিয়ে ভাঙার পথে শিখর-আয়েষা। এর আগেই স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের মামলা দায়ের করেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। সেই অভিযোগ -এর বিরুদ্ধে কোনোও শক্ত প্রমাণ খাড়া করতে পারেন নি আয়েষা। গোটা বিষয়টি পর্যবেক্ষণ করে বিচারক সিদ্ধান্ত জানিয়েছেন যে, স্ত্রীর দ্বারা মানসিক নির্যাতনের শিকার ধাওয়ান।

India,Cricketer,Indian Cricket Team,Sikhar Dhawan,Aesha Mukerji,Divorce

২০১২ সালে বাঙালি কন্যা আয়েষার সঙ্গে গাঁটছড়া
বাঁধেন ধাওয়ান। পরবর্তীতে ১০ বছরের পুত্র সন্তান হয় তাঁর। বিয়ের পর বেশ কিছু বছর ঠিক চললেও
একটা সময় পর থেকে পরিস্থিতি বদলাতে থাকে।
স্ত্রী আয়েষা ধাওয়ানের উপর মানসিক নির্যাতন চালিয়েছেন বলে জানান তিনি। কেরিয়ারের কারণে
অস্ট্রেলিয়ায় গিয়ে থাকা সম্ভব ছিল না তাঁর পক্ষে।
সে সময় নিজের সন্তানকেও ধাওয়ানের থেকে দূরে রাখেন আয়েষা। স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ডিসটেন্স ম্যারেজে ছিলেন বলেও জানান তিনি।

India,Cricketer,Indian Cricket Team,Sikhar Dhawan,Aesha Mukerji,Divorce

এর পাশাপাশি অস্ট্রেলিয়ায় ধাওয়ানের কেনা তিনটি সম্পত্তির মালিকানা দাবি করেছিলেন তাঁর স্ত্রী। পুত্র ও কন্যার ভরণপোষণের অর্থ দেওয়ার জন্য ক্রমাগত তাঁকে চাপ দিতে থাকেন আয়েষা। সবমিলিয়ে শিখরের বাঙালি স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগে মান্যতা দিয়েছে আদালত। পাশাপাশি, ধাওয়ান যাতে তাঁর পুত্রের সঙ্গে দেখা করতে পারেন তার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে ধাওয়ানের প্রাক্তন স্ত্রী আয়েষা মুখার্জিকে।




Leave a Reply

Back to top button