Indian Politicians : এখনও কাটেনি রহস্যের মেঘ! অস্বাভাবিক ভাবে মারা গিয়েছিলেন ভারতের এই রাজনৈতিক নেতারা

ভারতের রাজনীতিতে বর্ণময় চরিত্রের সংখ‍্যা কিছু কম নয়। তাদের মৃত‍্যু অনেক সময়েই শূন‍্যস্থান সৃষ্টি করেছে ভারতীয় রাজনীতিতে। ঠিক যেমনটি সৃষ্টি হয়েছে গতকাল বিশিষ্ট কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ‍্যায়ের ক্ষেত্রেও। তবে সুব্রত মুখোপাধ‍্যায়ের মৃত‍্যু শারীরিক কারণে হলেও অনেক ক্ষেত্রেই রাজনীতিকদের মৃত‍্যু জন্ম দিয়েছে অস্বাভাবিকতার। রইলো ভারতের এমনই নয়জন রাজনীতিবিদের অস্বাভাবিক মৃত‍্যুর নজির( Indian Politicians )

Indian Politicians

১. মহাত্মা গান্ধী

ভারতের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম নিঃসন্দেহে জাতির জনক মহাত্মা গান্ধী। অহিংস অসহযোগের পথকেই তিনি বেছে নেন বৃটিশ শাসকের বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে। কিন্তু ১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি গোঁড়া হিন্দুত্ববাদী নাথুরাম গডসে গুলি চালিয়ে হত‍্যা করে গান্ধীজিকে। ভারত পাক বিভাজনের জন‍্য গান্ধীজিকেই দায়ী করতেন হিন্দু মহাসভার সদস‍্য নাথুরাম গডসে।

২. ইন্দিরা গান্ধী

ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত‍্যু ছিল যথেষ্ট অস্বাভাবিক‌‌। ১৯৮৪ সালের জুন মাসে তার আদেশে পাঞ্জাবের স্বর্ণমন্দিরে হামলা চালায় ভারতীয় সেনা। তারই প্রতিশোধ নিতে সেই বছরের ৩১শে অক্টোবর ইন্দিরার দুই শিখ দেহরক্ষী গুলিতে ঝাঁঝরা করে দেয় ইন্দিরা গান্ধীকে।

৩. রাজীব গান্ধী

ইন্দিরা গান্ধীর মতোই একই পরিণতি ঘনিয়ে আসে বড় ছেলে রাজীব গান্ধীর ভাগ‍্যেও। ১৯৯১ সালের ২১শে মে রাজীব যখন তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে প্রচার চালাচ্ছিলেন কংগ্রেস প্রার্থীর হয়ে তখনই তাকে আত্মঘাতী মানব বোমা ধানুর মাধ‍্যমে হত‍্যা করা হয়। এই হত‍্যাকান্ডের মূল হোতা ছিল লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম বলে একটি সংস্থা।

৪. প্রমোদ মহাজন

বিজেপির অন‍্যতম জনপ্রিয় নেতা প্রমোদ মহাজনকে তার নিজের ভাই প্রবীণ মহাজনই হত‍্যা করেন। ২০০৬ সালের ৩রা মে প্রবীণ গুলি করে খুন করেন দাদাকে। শোনা যায় চরিত্রগত কারণেই দাদার সঙ্গে বিবাদ ছিল ভাইয়ের। তার জেরেই ভাইয়ের হাতে খুন হতে হয় প্রমোদ মহাজনকে।

৫. বিদ‍্যাচরণ শুক্লা

কংগ্রেসের সফল নেতা বিদ‍্যাচরণ শুক্লা একটি দলীয় শোভাযাত্রায় আহত হন ২০১৩ সালের ২৫শে মে। ছত্তিশগড়ের এই সভায় আহত হবার পর তার চিকিৎসা চলছিলো হাসপাতালে। সেখানেই ১১ই জুন তার মৃত‍্যু হয়।

৬. মহেন্দ্র কর্মা

ছত্তিশগড়ের কংগ্রেস নেতা মহেন্দ্র কর্মার মৃত‍্যু হয় মাওবাদীর গুলিতে। ২০১৩ সালের ২৫শে মে এক রাজনৈতিক মিছিলে আক্রমণ হয় এই নেতার ওপর। যদিও এর আগে একাধিক মাওবাদী আক্রমণ থেকে তিনি বেঁচে গেছিলেন তবে এবার আর শেষ রক্ষা হল না।

৭. হরেন পান্ডোয়া

গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হরেন পান্ডোয়াকে হত‍্যা করা হয় তারই নিজের গাড়িতে ২০০৩ সালে। আমেদাবাদের ল গার্ডেনে প্রাতঃভ্রমণের পর গাড়িতে বসতেই হত‍্যাকারী খুব কাছ থেকে গুলি চালায়।

৮. গোপীনাথ মুন্ডে

ভারতের কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী তথা বিজেপি নেতা গোপীনাথ মুন্ডের মৃত‍্যু হয় পথ দুর্ঘটনায়। মুম্বাইয়ের বিমান ধরতে ইন্দিরা গান্ধী বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন তিনি। দিল্লীর পৃথ্বীরাজ রোড থেকে যখন বিমানবন্দরের রাস্তায় যাচ্ছিলো তার গাড়ি তখনই হঠাৎ উল্টো দিকের সিগন্যাল ভেঙে আসা একটি ছোট গাড়ি ধাক্কা মারে তার গাড়িতে। ২০১৪ সালের ৩রা জুন হাসপাতালে মৃত্যু হয় তার।

৯. ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি

ওয়াইএসআর নামে পরিচিত ছিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন এই মুখ‍্যমন্ত্রী। ২০০৯ সালের২রা সেপ্টেম্বর তার হেলিকপ্টার অন্ধ্রপ্রদেশের নাল্লামালা জঙ্গলের কাছে নিখোঁজ হয়ে যায়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অন‍্যান‍্য আরোহীদের সঙ্গে রাজশেখর রেড্ডীর মৃত‍্যুর সত‍্যতাও স্বীকার করে নেওয়া হয়।

 




Leave a Reply

Back to top button