Indian Railways: শুধু বিমান নয়, এবার ট্রেনেও থাকবে মহিলা রেল সেবিকা, কবে থেকে চালু হচ্ছে নয়া পরিষেবা

বিমানে বিমানসেবিকা (Air hostess) দেখতে আমরা কম-বেশি সকলেই অভ্যস্ত। তবে এবার রেলের নতুন উদ্যোগে ট্রেনেও দেখা যাবে রেলসেবিকা (Train Hostess)। বহুকাল আগে ট্রেনেও রেলসেবিকা দেখা যেত, তবে সেটা নির্দিষ্ট কিছু ট্রেনের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। কিন্ত এবার পাকাপাকিভাবে বেশ কয়েকটি ট্রেনের ক্ষেত্রেই দেখা যাবে রেলসেবিকা। সূত্রের খবর অনুযায়ী, যে সমস্ত ট্রেনগুলি মূলত দিনের বেলাতেই চলে, সেগুলোর ক্ষেত্রেই থাকবে রেলসেবিকারা এবং রাতে চলে এমন ট্রেনের জন্য এখনের মতন পুরুষ সেবকই থাকবেন।

চিন সহ আরো কয়েকটি দেশেই এই ব্যবস্থা চালু আছে। ভারতে এর আগেও বাছাই করা রেলে রেলসেবিকা থাকতেন। অনেকদিন আগে, ভারতের ‘তেজশ এক্সপ্রেস’ (Tejash Express)-এ এই ব্যবস্থা চালু ছিল। বর্তমান ‘শতাব্দী’ (Shatabdi Express), ‘গতিমান’ (Gatiman Express), ‘তেজস’-এর পাশাপাশি আরও কয়েকটি প্রিমিয়াম ট্রেনে (Premium Train) রেলসেবিকা নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেলের নতুন নির্দেশিকার খবর,আইআরসিটিসি-র নতুন উদ্যোগের খবর,রেলসেবিকা নিয়োগের খবর,ভারতীয় রেলের বাংলা আপডেট,News of new railway guidelines,news of new initiatives of IRCTC,news of recruitment of Railways,Bangla Update of Indian Railways

আইআরসিটিসি (Indian Railway Catering & Tourism Corporation) সিদ্ধান্ত অনুযায়ী, কেবল দিনের বেলাতেই নিযুক্ত করা হবে রেলসেবিকা। বিমানসেবিকাদের মতনই ট্রেনে ওঠার সময়ে যাত্রীদের স্বাগত (Welcome) জানানো থেকে তাঁদের খাবার পরিবেশন (Catering) , যাত্রীদের অভিযোগ (Complaints) শোনা সমস্ত কাজগুলিই করবেন রেলসেবিকারা। অন্যদিকে, যেই ট্রেনগুলি রাতে চলবে সেগুলির জন্য সব ব্যবস্থা অপরিবর্তিতই (Same) থাকছে অর্থাৎ সেগুলির ক্ষেত্রে পুরুষসেবকরাই থাকবেন। ঠিক এই কারণেই ‘প্রিমিয়াম ট্রেন’ হওয়া সত্ত্বেও ‘রাজধানী’ (Rajdhani Express)  ও ‘দুরন্ত এক্সপ্রেস’ (Duranta Express) এ রেলসেবিকা নিয়োগ করা  হবে না বলেই জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে।

আরও পড়ুন- সৌন্দর্যে কাবু করেছেন গোটা বিশ্ব, রইল পৃথিবীর হটেস্ট মহিলাদের তালিকা

আইআরসিটিসি সূত্রে জানা গিয়েছে, এই পরিকল্পনার  বাস্তবায়ন রূপ খুব শীঘ্রই দেখা যাবে দেশের বিভিন্ন প্রিমিয়াম ট্রেনে। ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু করা হয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফ থেকে। ভারতবর্ষের ২৫টি প্রিমিয়াম ট্রেনের পাশাপাশি বেসরকারী উদ্যোগের ‘বন্দেভারত এক্সপ্রেস’ (Vanbharat Express) এর ক্ষেত্রেও এই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। শোনা যাচ্ছে, পরিষেবার ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদেরই (Trained Lady) নিয়োগ করা হবে রেলসেবিকা হিসাবে। সব ট্রেনেই একই ধরনের হতে চলেছে রেলসেবিকাদের পোশাক।

আরও পড়ুন- চেনাই দায়! বলিউডের এই ৬ তারকাদের মেকআপ লুকস নজর কেড়েছে নেটিজেনদের

তবে আইআরসিটিসির (IRCTC) এই নতুন সিদ্ধান্তে প্রশ্ন উঠে এসেছে অনেকগুলোই। ঠিক কি কারণে পুরুষের পরিবর্তে মহিলা সেবিকা নিয়োগের সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ? নতুন কিছু করার সাথে সাথে  যাত্রীদের আকর্ষিত করাই কি আসল উদ্দেশ্য আইআরসিটিসি-র? তবে আইআরসিটিসি-র পক্ষ থেকে বলা হয়েছে, পরিষেবার ক্ষেত্রে মহিলা কর্মীরা পুরুষের তুলনায় অনেকাংশেই ভালো কাজ করেন এবং মহিলা সেবিকাদের বিরুদ্ধে যাত্রীদের অভিযোগও তুলনায় অনেক কম থাকে।




Back to top button