মাত্র চৌদ্দ সেকেন্ডে পাজেল সমাধান, বিশ্ববাসীকে তাক লাগালেন চেন্নাইয়ের যুবক

প্রতিটি মানুষের মধ্যেই প্রতিভার ভাণ্ডার রয়েছে। কারো প্রতিভা সুপ্ত থাকে কারোও বা আবার সুযোগ বুঝে বিকশিত হয়। এবার বিশেষ প্রতিভার প্রতিফলন ঘটিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে গিনিস বুকে জায়গা পেল চেন্নাইয়ের যুবক। জয়দর্শন ভেঙ্কটেশন ( Jayadharshan Venkatesan ) পনেরো বছরের এই মাত্র চৌদ্দ সেকেন্ডে পাজেল মিলিয়ে তাক লাগালেন সকলকে। চৌদ্দ সেকেন্ড শুনে আশ্চর্য হওয়ার কিছুই নেই। সত্যিই এই অসাধ্য সাধন করেছেন এই যুবক। জানা গেছে দু’বছর ধরেই নাকি জয়দর্শন এই জয় হাসিলের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে গেছেন। অবশেষে জয়ের মুকুট পড়েই নিল বছর পনেরোর এই কিশোর। কিশোরের অদম্য ইচ্ছে দেখে হতবাক নেট দুনিয়া।
আরও পড়ুন………ঋষি কাপুরের শর্মাজি নামকিন-এর ট্রেলারের মুক্তিতেই বাজিমাত, অপেক্ষায় ঋষিভক্তরা
ছোটবেলা থেকেই জটিলতার সমাধান খুঁজতে ভালোবাসে জয়দর্শন। জয়দর্শন বড় হয়ে অনেক বড় একজন ইঞ্জিনিয়ার হতে চায়। বুক করার ক্ষেত্রেও সে অভিনব কায়দা অবলম্বন করেছে। এমনিতে এই পাজেল সামাধান কড়া খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার। সহজেই এই পাজেল সমাধান করতে পারেন না। তার উপর জয়দর্শন ( Jayadharshan Venkatesan ) চ্যালেঞ্জের উপর চ্যালেঞ্জ দিয়েছে নিইকেজে। এই কিশোর তার পাজেল সমাধান করেছে সাইকেলের উপর বসে। সাইকেলে প্যাডেল মেরেই মিয়েছে পাজেল।
View this post on Instagram
আরও পড়ুন……‘হর হর মহাদেব, জয় ভজরঙ্গবলি’, এভাবেই নাগরদোলায় কেঁদে ভাসালেন এক কিশোর, নেট দুনিয়ায় ভাইরাল সেই দৃশ্য
গিনিস বুক থেকে জয়দর্শনকে সেরার স্বীকৃতি দিয়ে তাকে সম্মাননা জানিয়েছে। গিনিস বুক থেকে জয়দর্শনের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার করার পর থেকেই বিশাল সংখ্যক ভিউস হয়েছে। প্রচুর কমেন্ট জমা পড়েছে ভিডিওটির নীচে। অনেকেই বলছেন এমন প্রতিভা অল্প বয়সে সত্যিই তাক লাগার মত। গিনিস বুকের পক্ষ থেকে জানান হয় যে এর আগেও অনেকে এই প্রতিযগিতায় নাম দিয়েছিলেন। তবে অনেকে হেরে গিয়ে হতাশাগ্রস্ত হয়ে চেষ্টা করাই বন্ধ করে দেয়। অপরদিকে জয়দর্শন সেদিক থেকে একেবারে আলাদা। জয়দর্শন হাল ছাড়েনি। বরং সে জেতার লক্ষ্যে ছুটে গিয়েছে। জয়দর্শনের এই সাফল্যে তার পরিবার খুব খুশি। তাকে ভবিষ্যতে আরও অনেক জয় হাসিল করার জন্য তার পরিবার অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে। শুধু পরিবার নয় চেন্নাই সরকারও এই কিশোরকে অভিনন্দন জানিয়েছেন। তার সুন্দর ভবিষ্যতের জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ছেন।