মাত্র ৩৬ দিন প্রধান বিচারপতির দায়িত্বে, মহিলা হিসাবে করলেন নয়া রেকর্ড! চিনুন দেশের এই প্রবাদপ্রতিম আইনজ্ঞকে

গত ১৭ অগাস্ট সুপ্রিম কোর্টের কলেজিয়ামের পক্ষ থেকে ৯ জনের নাম সুপারিশ করা হয়। তার পর থেকেই নেটমাধ্যমে শুরু হয় জল্পনা। কলেজিয়ামের সুপারিশ মতো ৯ জনের মধ্যে ৮ জন দেশের বিভিন্ন উচ্চ আদালতের বিচারপতি কিংবা প্রধান বিচারপতি। বাকি একজন হলেন সুপ্রিমকোর্টে প্রাকটিস করা সিনিয়র অ্যাডভোকেট। তাত্পর্যপূর্ণভাবে এই ৯ জনের মধ্যে ৩ জনই মহিলা। এই তিনজন হলেন বিচারপতি হেমা কোহলি, বিচারপতি বি ভি নাগরত্না এবং বিচারপতি বেলা ত্রিবেদী। কলেজিয়াম মনোনীত এই ৯ জন চূড়ান্ত ছাড়পত্র পেলে
প্রধানবিচারপতির আসনে বসবেন তিন জন মহিলা। বাকি দুই মহিলা বিচারপতির থেকে সিনিয়র হওয়ার নিরিখে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হবেন বিচারপতি বি ভি নাগরত্না। কিন্তু, তা হলেও মাত্র ৩৬ দিনের জন্য এই পদে থাকতে পারবেন তিনি।

কিন্তু কেন এই সংক্ষিপ্ত সময়কাল? আসুন জেনে নেওয়া যাক…

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্বাচন হয় সিনিয়রিটির সুবাদে। আর সেই সিনিয়রিটি ঠিক হয় কোন বিচারপতি, কবে শপথগ্রহণ করেছেন, সেই ভিত্তিতে। তবে একইদিনে যদি একের বেশি বিচারপতি শপথ গ্রহণ করেন সেক্ষেত্রে শপথগ্রহণ ঠিক হয় সেই বিচারপতির হাইকোর্টে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে। কিন্তু সেটাও যদি এক হয়, তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণের তারিখটা হয় প্রধান নির্ণায়ক ফ্যাক্টর।

 

First woman CJI,Supreme Court of India,Lawyers in India,Law news,Law news in Bengaliপ্রথম মহিলা প্রধানবিচারপতি,ভারতের সুপ্রিম কোর্ট,বাংলায় আইনের খবর

আপাতত, ২০২৭ অবধি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নামের তালিকা ঠিক করা আছে। বর্তমান প্রধান বিচারপতি এম ভি রামানার মেয়াদ ২৬ অগাস্ট ২০২২ অবধি। সেই বছর ২৭ অগাস্ট থেকে ৮ নভেম্বর অবধি প্রধান বিচারপতির দায়িত্বভার সামলাবেন বিচারপতি কেউ ইউ ইউ ললিত। ২০২০ এর ৯ নভেম্বর থেকে ২০২৪ এর ১০ নভেম্বর অবধি প্রধান বিচারপতি হবেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ১১ নভেম্বর ২০২৪ থেকে ১৩ মে ২০২৫ অবধি প্রধান বিচারপতি হিসেবে থাকবেন বিচারপতি সঞ্জীব খান্না। ১৪ মে ২০২৫ থেকে সেই বছরের ২৩ নভেম্বর অবধি প্রধান বিচারপতির আসন সামলাবেন বি আর গাভাই। এবং সবশেষে, ২৪ নভেম্বর ২০২৫ থেকে ৯ ফেব্রুয়ারী ২০২৭ অবধি এই পদে থাকবেন বিচারপতি সূর্যকান্ত। ওনার অবসরের পর কলেজিয়ামের সুপারিশ মতো নামগুলির প্রধান বিচারপতির আসনে বসতে পারবেন।

First woman CJI,Supreme Court of India,Lawyers in India,Law news,Law news in Bengaliপ্রথম মহিলা প্রধানবিচারপতি,ভারতের সুপ্রিম কোর্ট,বাংলায় আইনের খবর

তবে, তাত্পর্যপূর্ণভাবে ৯ জনের মধ্যে মাত্র ৩ জন হতে পারবেন প্রধান বিচারপতি। বাকি ৬ জন বিচারপতির অবসর হয়ে যাবে ৯ ফেব্রুয়ারী ২০২৭ এর আগেই। বাকি যে তিনজন প্রধান বিচারপতি হবেন, সেই তিনজন হলেন বিচারপাতি বিক্রম নাথ, বিচারপতি বি ভি নাগরত্না এবং সিনিয়র অ্যাডভোকেট পি এস নরসিমা। বিচারপতি বিক্রম নাথ প্রধান বিচারপতির দায়িত্বভার বহন করবেন ১০ ফেব্রুয়ারী ২০২৭ থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৭ অবধি। তারপরই আসবে বিচারপতি নাগরত্নার পালা। যদিও ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর অবধি, মাত্র ৩৬ দিনেই শেষ হবে তাঁর মেয়াদ। তিনিই হবেন সুপ্রিম কোর্টের সর্বপ্রথম মহিলা প্রধান বিচারপতি। এরপর ৩০ অক্টোবর থেকে প্রধান বিচারপতির দায়িত্বভার সমলাবেন সিনিয়র অ্যাডভোকেট পি এস নরসিমা।




Back to top button