একসময়ের বলিউড হার্টথ্রব করিশ্মা কাপুর, জি ফাইভ সিরিজে নজরকাড়া ভুমিকায়

রাজকুমার মণ্ডল, কলকাতা : জি ফাইভ সিরিজের শিরোনামে করিশ্মা কাপুর ( Karisma Kapoor ) । দিল্লি বেলি পরিচালক অভিনয় দেও-এর প্রথম জি ফাইভ সিরিজের শিরোনামে কারিশমা কাপুর। প্রবীণ অভিনেত্রী কারিশমা কাপুর ১৯৯০ থাকে ২০০০ সাল পর্যন্ত জনু্রিয় অভিনেত্রী( Karisma Kapoor ) ছিলে। নব্বইএর দশকের শুরুতে বলিউড ফিল্মের হার্টথ্রব করিশ্মা কাপুর। বলিউড হাঙ্গামা নিউজ নেটওয়ার্ক নিবেদিত জি ফাইভ সিরিজের শিরোনামে বলিউড ভেটারেন করিশ্মা কাপুর।
করিশ্মা কাপুর কুলি নং ওয়ান, রাজা বাবু, রাজা হিন্দুস্তানি, দিল তো পাগল হ্যায়, এবং জুবেদা সহ প্রচুর সুপারহিট ছবিতে নায়িকার ভুমিকায় অভিনয় করেন। ফ্যানদের হৃদয়ে একটা জায়গা ছিল করিস্মা কাপুরের। আর গোবিন্দা-করিশ্মা ( Karisma Kapoor )জুটি হলে তো আর কথাই নেই। বর্তমানে অভিনেত্রী নিজে একটি আকর্ষণীয় ওটিটি প্রকল্প নিয়ে আসার পরিকল্পনা করেছেন। প্রত্তুতি প্রায় শেষের পর্যায়ে। অভিনেত্রী করিশ্মা কাপুর ২০২০ তে অল্ট বালাজি এবং জি ফাইভ সিরিজের মেন্টালহুড দিয়ে অভিনয়ে ফেরেন। তবে দর্শকদের মন কাড়ার মতো কিছু হয়নি। অভিনেত্রী দিল্লি বেলি চলচ্চিত্র নির্মাতা অভিনয় দেও পরিচালিত একটি জি ফাইভ ওয়েব সিরিজে অভিনয় করবেন।
আরও পড়ুন মাতৃ সুখ সোনাম কাপুরের, নেটিজেনদের সাথে আনন্দ ভাগ করে নিলেন হবু দিদাও
বেলি চলচ্চিত্র নির্মাতা অভিনয় দেও পরিচালিত জি ফাইভ ওয়েব সিরিজের আত্মপ্রকাশও খুব শীঘ্রই। সিরিজে কারিশমাকে দেখা যাবে একটি ভীতিকর পরিস্থিতির মধ্যে আটকে পড়া একটি শক্তিশালী মহিলার ভূমিকায়। সিরিজটি আগামী মাসেই ফ্লোরে যাবে বলে আশা করা হচ্ছে। করিশ্মা কাপুর ( Karisma Kapoor )ছাড়াও এই শোতে প্রবীণ অভিনেত্রী হেলেন একটি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। আবার এই ধারাবাহিকের মাধ্যমে এক দশক পর অভিনয়ে ফিরবেন কিংবদন্তি এই অভিনেত্রী। হেলেন ২০১২ সালে মধুর ভান্ডারকরের নায়িকা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। কারিশমার বোন কারিনা কাপুর খানও প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।