Parliament Winter Session: শুরু শীতকালীন অধিবেশন, একনজরে দেখুন কোন বিলগুলি পাশ করতে পারে সরকার

শীত পড়তেই লোকসভায়(parliament) আজ থেকে শুরু হচ্ছে প্রতি বছরের মতোই শীতকালীন অধিবেশন(winter session)। এবছরের অধিবেশনের প্রথম দিনেই কার্যকর হতে চলেছে কৃষিবিল প্রত‍্যাহারের সিদ্ধান্ত যা নিঃসন্দেহে এই মরশুমের অন‍্যতম বড় সিদ্ধান্ত। এছাড়াও ছোট বড় সব মিলিয়ে আরো ছাব্বিশটি বিল(bill)পাশ হবে এই অধিবেশনে। ২৯শে নভেম্বর থেকে শুরু হয়ে এই অধিবেশন চলবে ২৩শে ডিসেম্বর পর্যন্ত। সারা ভারতের ৩১টি পার্টির মোট ৪২জন সদস্য পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে যোগ দেবেন।

know about twenty six bills about to take in parliament winter session

  • অধিবেশনের প্রথম দিনেই নেওয়া হতে চলেছে কৃষি বিল প্রত‍্যাহারের সিদ্ধান্ত
  • ক্রিপ্টোকারেন্সি এবং অফিসিয়াল ডিজিটাল মুদ্রা বিল এর ওপর আসতে চলেছে ব‍্যানের মতো সিদ্ধান্ত।
  • কার্যকর হতে চলেছে নারকোটিক্স ড্রাগ এবং সাইকোটিক সাবস্ট‍্যান্স বিল।
  • একইসঙ্গে কার্যকর হতে চলেছে সেন্ট্রাল ভিজিল‍্যান্স কমিশনের সংশোধনী বিল
  • দিল্লী স্পেশাল পুলিশের সংশোধনী বিলও কার্যকর হতে চলেছে।
  • কার্যকর হতে চলেছে ২০২০ র সহায়ক প্রজনন প্রযুক্তি নিয়ন্ত্রণ বিল,
  • সংশোধিত হতে চলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (সংশোধন) বিল
  • ২০১৯ এর পিতামাতা এবং প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণ বিল সংশোধিত হতে চলেছে।

know about twenty six bills about to take in parliament winter session

  • ২০২১ এ ব‍্যাঙ্কিং আইন সংশোধনী বিল কার্যকর হবে।
  • সংশোধিত হতে চলেছে ২০২১ এর চার্টার্ড অ্যাকাউন্ট‍্যান্ট, কস্ট অ্যান্ড ওয়ার্ক অ্যাকাউন্ট‍্যান্ট এবং কোম্পানি সেক্রেটারিয়েট বিল
  • কার্যকর হতে চলেছে দেউলিয়া বিষয়ক দ্বিতীয় সংশোধনী বিল
  • কার্যকর হতে চলেছে ক‍্যান্টনমেন্ট বিল।
  • ইন্টার-সার্ভিস অর্গানাইজেশনস (কমান্ড, কন্ট্রোল অ্যান্ড ডিসিপ্লিন) বিল কার্যকর হতে চলেছে।
  • কার্যকর হতে চলেছে ইমিগ্রেশন বিল।
  • সংশোধিত হতে চলেছে পেনশন ফান্ড রেগুলেটরি এবং ডেভলপমেন্ট অথরিটরি বিল।
  • পাশ হতে চলেছে জাতীয় ডেন্টাল কমিশন বিল।
  • পাশ হতে চলেছে ইন্ডিয়ান মেরিটাইম ফিশারিজ বিল।

know about twenty six bills about to take in parliament winter session

  • মেট্রো রেল(নির্মাণ, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ) বিল আসতে চলেছে এই অধিবেশনে।
  • আসতে চলেছে জাতীয় নার্সিং এবং মিডওয়াইফারি বিল
  • হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন এবং পরিসেবার শর্তাবলী সংক্রান্ত সংশোধনী বিল পাশ হতে চলেছে।
  • সংশোধিত হতে চলেছে বিদ‍্যুৎ বিল।
  • সংশোধিত হতে চলেছে শক্তি সংরক্ষণ বিল।
  • আসতে চলেছে জাতীয় যানবাহন বিশ্ববিদ্যালয় বিল।
  • আসতে চলেছে ব্যক্তি পাচার (প্রতিরোধ, সুরক্ষা ও পুনর্বাসন) বিল।
  • আসতে চলেছে জাতীয় অ্যান্টি ডোপিং বিল।
  • কার্যকর হতে চলেছে মধ‍্যস্থতা বিল।




Back to top button