CDS Bipin Rawat: ভারতের বক্ষ জুড়ে স্বর্ণাক্ষরে থাকবে তাঁর নাম, ফিরে দেখা সেই প্রতিটি বিজয়ী মুহূর্ত

কুনুর(kunur) সেনা কপ্টার(Helicopter) দুর্ঘটনায় গতকাল প্রয়াত হন দেশের(India) প্রথম সিডিএস(CDS) বা প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত(Bipin Rawat)। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দেশে। দেশের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হওয়ার আগে তিনি দেশের ২৭তম সেনা প্রধান। বংশপরম্পরায় ভারতীয় সেনাকে(Indian Army) সমৃদ্ধ করেছে রাওয়াত পরিবার(Rawat Family)। বিপিন রাওয়াতের বাবা(Bipin Rawat Father) লেফটান্যান্ট জেনারেল(lieutenant general) লক্ষ্মণ সিংহ রাওয়াত(laxman singh rawat) ডেপুটি সেনা প্রধান পদে অবসর নিয়েছেন। তাঁর পিতার মতোই তাঁর প্রপিতামহও যুক্ত ছিলেন সেনাবাহিনীর সঙ্গে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে ১৯৭৮ সালে ১১ গোর্খা রেজিমেন্টে(gorkha regiment) যোগ দেন বিপিন রাওয়াত(Bipin Rawat)। সেই সময়ই রেজিমেন্টের কম্যান্ডিং অফিসার ছিল লক্ষ্মণ সিংহ রাওয়াত।
চিরকালীনই একজন স্পষ্টবক্তা হিসাবে পরিচিত সিডিএস বিপিন রাওয়াত তাঁর চার দশকের কর্মজীবনে একাধিক সাফল্য পেয়েছেন। দেশের তিন প্রতিরক্ষাবাহিনীর প্রধান(সিডিএস) তাঁর সেই সাফল্যের শেষ পালক। ২০২০ সালের পয়লা জানুয়ারি এই পদে আসীন হয়েছিলেন তিনি। তাঁর আগে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সামলেছেন দেশের সেনা প্রধানের দায়িত্ব। তাঁর আমলেই ভারতীয় সেনাবাহিনীতে দেখা গেছে আমুল পরিবর্তন। ঢেলে সাজানো হয়েছে সেনাবাহিনী, যার জেরেই আরও দক্ষ ও ক্ষিপ্র হয়ে উঠেছে ভারতীয় সেনাবাহিনী। নিজের মৃত্যুর আগে অবধি সেনার প্রতি তাঁর প্রতিদান এই দেশ ফেরাতে পারবে না কোনোদিনই। ভবিষ্যৎ পরিস্থিতিতেও যেকোনো যুদ্ধের জন্য প্রস্তুত ভারত।
উল্লেখ্য, সিমলার সেন্ট এডওয়ার্ড স্কুলের এই বিশিষ্ট প্রাক্তনী চেয়েছিলেন দেশ-বিশ্বের সামরিক ও প্রতিরক্ষার ক্ষেত্রকে নিজের হাতের তালুর মতো চিনে নিতে। আর সেই উদ্দেশ্য সাধনেই একাধিক সামরিক স্কুল ও কলেজের পড়ুয়া হয়েছিলেন তিনি। ৪১ বছরের সামরিক জীবনে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের এলসি ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়ন, ওয়েস্টার্ন কমান্ড, কাশ্মীর ডিভিশনের রাষ্ট্রীয় রাইফেল, নর্থ-ইস্ট কর্পসের কমান্ডিং অফিসার হিসেবে কাজ করেছেন। সেনা প্রধান হওয়ার আগে ভাইস আর্মি চিফ পদেও দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। ভারতীয় সেনার দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসাবে কঙ্গোয় শান্তি বাহিনীকে নেতৃত্বে দিয়েছিলেন বিপিন রাওয়াত। টানা ৪১ বসন্তের এই কর্মজীবনের একাধিক পদমর্যাদার পাশাপাশি পেয়েছেন একাধিক পুরস্কারও। উত্তম যুদ্ধ সেবা পদক, সেবা পদক, যূষ সেবা পদকের মতো একাধিক মেডেলের অধিকারি তিনি।
আরও পড়ুন…..Bipin Rawat: সেনার বিশেষ কপ্টারে ছিল এয়ার ড্রপের ব্যবস্থা, তারপরেও কেন প্রাণ গেল বিপিন রাওয়াতের
মূলত তিনবাহিনী মধ্যে সমন্বয় রক্ষা, প্রতিরক্ষা মন্ত্রকের পরামর্শদাতা, কৌশল নির্মাণ, প্রতিরক্ষার খাতে বাজেট বরাদ্দের জটিল কাজ সামলানোর দায়িত্বভার ছিল তাঁরই কাঁধে। এবং সেই কাজগুলিকে অসম্ভব দক্ষতার সঙ্গে তিনি পালন করেছিলেন। ৮ই ডিসেম্বর তাঁর মৃত্যুতে দেশের প্রতিরক্ষা বিভাগ হারালো এক দক্ষ অভিভাবক ও সামরিক পন্ডিতকে। ভারত হারালো দেশের প্রথম সিডিএস বা বলা চলে চিফ অব ডিফেন্স স্টাফকে।