Tripura Polls: গেরুয়া ঝড়ে বেকাদায় বিরোধীরা, ফের ‘বিল্পবই’ ভরসা ত্রিপুরাবাসীর
নেহা চক্রবর্তী, ত্রিপুরাঃ ২৫শে নভেম্বর ছিল ত্রিপুরায় পুরভোটের(Municipal Polls in Tripura) দিন। এদিকে এই রাজ্যে ঘটে চলা নানারকম অপ্রীতিকর ঘটনার মাঝেই জারি ছিল ভোটগ্রহণের পর্ব । ২২২টি আসনের লড়াইয়ে ছিলেন মোট ৭৮৫ জন প্রার্থী। এর মধ্যে বিজেপি-র(BJP) ২২২, সিপিএমের(CPIM) ১৯৭, তৃণমূলের (Trinamool-congress) ১২০ এবং কংগ্রেসের ৯২ জন। ২৫ শে নভেম্বর ভোট শুরুর প্রাক্কালেই ত্রিপুরায় সংঘর্ষ শুরু হয় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। হাতাহাতি, ভাঙচুরের পরও “আমরা দোষী নই, বিরোধী পক্ষের ষড়যন্ত্র” বলে বেমালুম ছাড়া পেয়েছিল অনেকেই। রবিবার সকাল থেকে চলছে সেই ত্রিপুরায় পুরোভোটের গণনা। এদিকে দিন যত গড়িয়েছে ততই জয়ের রাস্তা আরও চওড়া হয়েছে বিজেপির। গেরুয়া ঝড়ে কার্যত দিশাহীন অবস্থা বাম-তৃণমূল সহ সমস্ত রাজনৈতিক দলের।
গণনার সকাল থেকে ত্রিপুরার সমস্ত অঞ্চলে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। কোনোরকম অপ্রীতিকর কার্যকলাপ বা সন্দেহজনক গতিবিধি দেখলেই তা তৎক্ষণাৎ রুখতেই এই ব্যবস্থা বলে কমিশনের তরফে জানানো হয়েছে। ত্রিপুরার পুলিশ, স্টেট রাইফেল ও কেন্দ্রীয় বাহিনীও নিয়োগ করা হয়েছে প্রতিটা জায়গায় । ভোট হওয়ার কথা ছিল আগরতলা পুরনিগম, ১৩ পুর পরিষদ এবং ছ’টি নগর পঞ্চায়েতে ৩৩৪টি ওয়ার্ডে। কিন্তু বিরোধী শূন্য ১১২ টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে বিজেপি। সেই হিসেবানুযায়ী মোট ১৪ টি পুর অঞ্চলে বৃহষ্পতিবার ভোটগ্রহণ হয়।
রবিবার সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। ত্রিপুরার মোট ৭৮৫ জন প্রার্থী। কে জিতবে গণনা শেষে! সকাল সাড়ে আটটায় আগরতলা পুরসভায় ১৮ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি। মোট ভোটের সংখ্যা ৩,১০৬ টি। বিজেপি প্রার্থী অভিষেক দত্ত পেয়েছেন ৬৫৪ ভোট। তাঁর প্রাপ্ত ভোট ১,৮৮০। তৃণমূল প্রার্থী ১,২২৪ ভোট পেয়ে হেরে গেছেন বিজেপির কাছে। ঘড়িতে সকাল নটা। আবারো জিতে গেলো বিজেপি ৩৫ নম্বর ওয়ার্ডে। প্রার্থী তুষার ভট্টাচার্য ৩,৪১৫ টি ভোট পেয়ে জয়লাভ করলেন। তৃণমূল প্রার্থী জাহানারা বেগমের পেয়েছেন ৬০০-র বেশি ভোট। তবে এইবার যে ত্রিপুরায় বিজেপিকে জোরদার টক্কর দিয়েছে তৃণমূল তা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে ঘাসফুল আর গেরুয়া শিবিরের লড়াইয়ে ক্রমেই যেন পিছিয়ে পড়ছে বামেরা। অনেক আসনেই তৃণমূলের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বামেদের থাকতে হয়েছে থার্ড বয় হয়েই।
আরও পড়ুন……omicron: করোনা গ্রাফ নিম্নমুখী, কিন্তু আতঙ্ক ছড়াচ্ছে নয়া স্ট্রেন
এদিকে আগরতলার ১৯নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী ভাস্বতী দেববর্মাও জয়ী হয়েছেন। পাশাপাশি সেই সময়েই আগরতলার ৩৫ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী নীতু গুহ দাস। ইতিমধ্যেই গেরুয়া আবিরে ঢাকা পড়েছে আগরতলাযর অলিগলি। তবে বিজেপির এই জিতকে কটাক্ষ করেছেন সদ্য মোদীর সঙ্গত্যাগী বাবুল সুপ্রিয়ও(TMC leader Babul Supriya)। এমনকী জয়ের পরেও বিজেপিকে আত্মসমালোচনা করারই পরামর্শ দিচ্ছেন একদা এই দিলীপ ভক্ত তৃণমূল নেতা। তবে সমালোচনা কে কার করবে তা নিয়েই সন্দিহান রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। বিজেপি যথাক্রমে বিলোনিয়া পুর পরিষদ,খোয়াই পুর পরিষদ,আগরতলা,সাব্রুম সহ প্রতিটি জায়গায় জয় লাভ করেছে ইতিমধ্যেই সব কটি আসন পেয়ে। এর মধ্যে তৃনমূলের আসন সংখ্যা গুনতে পারলেও সিপিআইএমের ভাগ্যর চাকা আটকে রইলো ১-এর ঘরেই।