Lakhimpur: গাড়ি পিষল যাঁদের, দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, কৃষক গণহত্যা নিয়ে কী বলছে তদন্তকারী দল

কৃষক বিল(Farmers Bill) প্রত্যাহার(Cancel) হয়ে গেছে। দেশের সামনে খানিক ক্ষমাপ্রার্থী হয়েই বিল প্রত্যাহার করেছেন প্রধানমন্ত্রী(PM)। আপাতত, সেই দিল্লি(Delhi) সীমানা পড়ে রয়েছে ফেলে যাওয়া কিছু স্মৃতিকে আঁকড়ে। সমাপ্তি হয়েছে একটা গোটা অধ্যায়ের। এই অধ্যায়ের প্রতিটি পাতায় রয়েছে দৈনিক যন্ত্রণা, নির্ঘুম রাত, বিপ্লব, আন্দোলন এবং অবশেষে বিজয়ের ধ্বনি। এই অধ্যায়ের ইতিবাচক সমাপ্তিটা মোটেই সহজ ছিল না। হারাতে হয়েছে বহু মানুষকে, বহু স্বজনকে। রাতের অন্ধকারে যখন গুমরে গুমরে কেঁদেছে তাঁরা, কেউ শোনেনি তাঁদের আর্তনাদ। তবে একাধিক যন্ত্রণা শেষে মিলেছে জয়ের স্বাদ। এবার এই জয়ের স্বাদে যুক্ত হল আরও একটি আনন্দ। উঠে এলো সেই গণহত্যার সত্য ঘটনা।
বিগত কয়েকমাস আগেই উত্তরপ্রদেশের(Uttar Pradesh) টিকুনিয়ায় বিজেপি তরফে আয়োজন হয়েছিল একটি সভার। সেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। সভাস্থলের খুব কাছেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী(Union Minister of State) অজয় মিশ্রের(Ajay Mishra) পৈতৃক বাড়ি। ফলত প্রথম থেকে সভায় উপস্থিত ছিলেন অজয় পুত্র আশিস(Ashish)। এমতাবস্থায় কেন্দ্র ও রাজ্য মন্ত্রীদের সামনে কৃষি আইন নিয়ে বিক্ষোভ করতে চলে আসেন এক দল কৃষক। সভাস্থলের মাঠে উপমুখ্যমন্ত্রীর নামার জন্য ব্যবস্থা করা হয়েছিল একটি অস্থায়ী হেলিপ্যাডের(Helipad)। কিন্তু কৃষকরা সেই হেলিপ্যাড দখল করে নিলে উপমুখ্যমন্ত্রীকে সড়ক পথে আনার ব্যবস্থা করা হয়।
এমতাবস্থায়, বিক্ষোভকারী কৃষক(Protesting Farmers) দলটিও উপমুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানোর উদ্দেশ্যে তাঁর আসার পথেই বিক্ষোভঁ প্রদর্শনে বসে। সেই সময় অজয় পুত্র আশিস মিশ্র নিজে উপমুখ্যমন্ত্রীকে সভাস্থলে নিয়ে আসার জন্য সেই রাস্তা দিয়েই বেরিয়ে পড়ে। কিন্তু, কিছু দূরে গিয়েই বিক্ষোভকারী একাংশের কৃষকের সঙ্গে তাঁর বচসা বাঁধে। যার জেরে ক্ষিপ্ত হয়ে মন্ত্রী পুত্রের কনভয় বিক্ষোভকারী কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে দেশীয় রাজনীতি। সমালোচনার মুখে পড়ে বিজেপি। অজয় মিশ্র দাবি করেন তাঁর ছেলে এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত নেই। কিন্তু পড়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। গোটা ঘটনার সত্যতাকে সামনে তুলে ধরতে গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল(Special Investigation Team)।
আরও পড়ুন…..উত্তপ্ত রাজনীতি, কৃষকদের পিষল মন্ত্রী-পুত্রের গাড়ি
উল্লেখ্য, এদিন বিশেষ তদন্তকারী দল তরফে জানানো হয়েছে, “লখিমপুরের খেরিতে কৃষক হত্যা সম্পূর্ণ পরিকল্পনা মাফিক একটি ষড়যন্ত্র।” তাঁরা আরও জানিয়েছেন, ‘গোটা ঘটনার মূল অভিযুক্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পুত্র আশিস মিশ্রের উপর দায়ের হওয়া মামলাগুলিতে সংশোধন করতে হবে। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু সেগুলিকে পরিবর্তন করে তার বদলে “খুনের চেষ্টা” ও অন্যান্য আরও কিছু মামলা দায়ের করা উচিত।’
প্রসঙ্গত, সামনেই উত্তরপ্রদেশ(Uttar Pradesh) বিধানসভা নির্বাচন(Legislative Election) আর তাঁর আগে বিশেষ তদন্তকারী দলের(SIT) এই রায় বেশ উত্তেজনা তৈরি করতে পারে রাজ্য রাজনীতিতে, এমনটাই মতামত বিশেষজ্ঞদের। আকাশে নির্বাচনী হাওয়া খানিক গতিশীল হতেই জোরকদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। ইতিমধ্যেই, মানুষের মধ্যে খানিক উত্তেজনা জাগাতে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী। গঙ্গা স্নান, মন্দির পরিদর্শন, মধ্য রাতে স্টেশন চত্বর পরিদর্শন মিলে মিশে বাতাসে এখন রাজনীতির গন্ধ। আর বাকিটা সময়ের অপেক্ষা।