Lata Mangeshkar : দেবীর বিসর্জন, লতা মঙ্গেশকরের প্রয়াণে হতাশ মোদী-মমতা-রাহুল-কেজরিওয়াল

সরস্বতী দেবীর বন্দনা শেষ করে মানুষ যখন প্রত্যাবর্তন করেছে তার দৈনন্দিনের জীবনে। এমতাবস্থায় খবর এলো, বাস্তবের সরস্বতীর বিসর্জনের ( Lata Mangeshkar ) । দেবী বিসর্জনই বলা যেতে পারে। কারণ, তিনি যে বাস্তবের সঙ্গীতের দেবী। তাঁর কোকিল কণ্ঠে মন্ত্রমুগ্ধ দেশের প্রায় প্রতিটা মানুষই। তাঁর অনুরাগীদের সংখ্যা দেশের গন্ডি পার করে বিদেশে পাড়ি দিয়েছে কবেই! আজ তাঁর প্রয়াণে দেশের মধ্যে যেন নেমে এসেছে এক শোকের ছায়া। সামাজিক মাধ্যম থেকে শুরু করে দেশের নানা স্থানে মূল চর্চার বিষয় হয়ে উঠেছেন তিনিই। এদিন তাঁর মৃত্যুতে নানা রাজনৈতিক ব্যাক্তিত্বদের মধ্যেও দেখা গিয়েছে হতাশার চেহারা।
তাঁর মৃত্যুতে শোকাহত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি টুইট করে জানান, “লতা ( Lata Mangeshkar ) দিদি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি আমাদের দেশে একটি শূন্যতা রেখে গেছেন যা পূরণ করা অসম্ভব। ভবিষ্যত প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির একজন অকুতোভয় হিসেবে মনে রাখবে, যার সুরেলা কণ্ঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল।”
I am anguished beyond words. The kind and caring Lata Didi has left us. She leaves a void in our nation that cannot be filled. The coming generations will remember her as a stalwart of Indian culture, whose melodious voice had an unparalleled ability to mesmerise people. pic.twitter.com/MTQ6TK1mSO
— Narendra Modi (@narendramodi) February 6, 2022
প্রধানমন্ত্রী ছাড়াও আরও একাধিক রাজনৈতিক ব্যাক্তিত্ব লতা মঙ্গেশকরের ( Lata Mangeshkar ) প্রয়াণে তাঁদের টুইটার হ্যান্ডেল মাধ্যমে শোক প্রকাশ করেছে। এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজের টুইটারে একটি টুইট করে লেখেন, “লতা মঙ্গেশকরের প্রয়াণের খবর কানে এলো। বহু দশক ধরে তিনি ভারতের সবচেয়ে প্রিয় কণ্ঠ। তাঁর সোনালি কণ্ঠ চিরকাল অমর হয়ে থেকে যাবে এবং তাঁর অনুরাগীদের মনে চিরকাল প্রতিধ্বনি হয়ে বাজতে থাকবে। তাঁর পরিবার, বন্ধুবান্ধন ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।”
Received the sad news of Lata Mangeshkar ji’s demise. She remained the most beloved voice of India for many decades.
Her golden voice is immortal and will continue to echo in the hearts of her fans.My condolences to her family, friends and fans. pic.twitter.com/Oi6Wb2134M
— Rahul Gandhi (@RahulGandhi) February 6, 2022
শিল্পীর মৃত্যুতে দেশ জুড়ে যেন শোকের ছায়া। বলা বাহুল্য, লতা মঙ্গেশকরের ( Lata Mangeshkar ) মৃত্যু সঙ্গীত জগতের মধ্যে তৈরি করেছে শূন্যতা। যা কখনই পূরণ করা সম্ভব নয়। এদিন তাঁর প্রয়াণে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লিখেছেন, “আমি ভারতের এক অন্যতম প্রয়াত আইকন, ভারতরত্ন জয়ী লতা মঙ্গেশকরকে আমার হৃদয়গ্রাহী শ্রদ্ধা জানাই।”
I pay my heart-felt tribute to the departed icon of India, Bharatratna Lata Mangeshkar. (1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) February 6, 2022
লতাজির মৃত্যুতে এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর টুইটারে টুইট করে লেখেন, “ভারতের মহান সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরজির ( Lata Mangeshkar ) মৃত্যু ভারতীয় সঙ্গীতের এক যুগের সমাপ্তি। তাঁর সুরেলা কন্ঠ চিরকাল আমাদের সকলের মধ্যে এবং সমগ্র বিশ্বে অমর হয়ে থাকবে। বিদেহী আত্মার মাগফেরাত কামনায় প্রভুর কাছে প্রার্থনা। ওম শান্তি।”
भारत की स्वर कोकिला महान लता मंगेशकर जी का निधन भारत में संगीत के एक युग की समाप्ति है। उनकी सुरीली आवाज़ हम सबके बीच और पूरी दुनिया में सदा अमर रहेगी।
प्रभु से प्रार्थना है कि दिवंगत पुण्यात्मा को अपने श्री चरणों में स्थान दें। ओम शांति 🙏 https://t.co/OWullKkQ7v
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 6, 2022
মোদী-মমতা-রাহুল-কেজরিওয়াল ছাড়াও শোকের ছায়া দেখা গেছে আরও বহু রাজনৈতিক ব্যাক্তিত্বদের মধ্যে। এদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ টুইট করে সঙ্গীতশিল্পীর মৃত্যুতে তাঁকে প্রণাম জানিয়েছেন।
#LataMangeshkar pic.twitter.com/QL7qBMVHyE
— Dilip Ghosh (@DilipGhoshBJP) February 6, 2022
পাশাপাশি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নিও লতাজির মৃত্যুতে টুইট করে তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Deeply saddened to hear the news of passing away of legendary singer, the nightingale of India and Bharat Ratna Awardee #LataMangeshkar Ji. She dedicated her life enriching the Indian music. Heartfelt condolences to her family and fans.
— Charanjit S Channi (@CHARANJITCHANNI) February 6, 2022