LPG Price Hike- মূল্যবৃদ্ধির যাঁতাকলে পিষ্ট সাধারণ, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

গত এক বছর ধরেই ভারতের বাজারে লেগেছে মূল্যবৃদ্ধির(Inflation) দাবানল। আর এই দাবানলে পুড়ে ছাই খাই হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। আজ পুনরায় দাম বাড়ল এলপিজি(LPG) গ্যাসের। রাষ্ট্রায়ত তেল সংস্থাগুলি ১লা ডিসেম্বর থেকে বাড়ালো গ্যাসের দাম । ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন(Indian Oil Corporation) তরফে জানা গিয়েছে, ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামে ১০০ টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে। যার জেরে রাজধানীতে একটি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২,১০১ টাকা। তবে ভর্তুকিবিহীন ১৪.২ কেজির গ্যাসের সিলিন্ডারের দামে দেখা যায়নি কোনোরকমের পরিবর্তন। দিল্লি এবং মুম্বাইতে ভর্তুকিবিহীন গ্যাসের সিলিন্ডারের দাম বর্তমানে ৮৯৯.৫০ টাকা। পাশাপাশি, কলকাতায় একটি ১৪.২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম ৯২৬ টাকা এবং চেন্নাইতে ৯১৫.৫০ টাকা।
উল্লেখ্য, গত এক বছরের দফায় দফায় গ্যাসের দামে দেখা গেছে বৃদ্ধি। এই পরিস্থিতিতে খুবই সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। এর আগে অক্টোবর মাসে দুবার গ্যসের দামে বৃদ্ধি দেখা গেছে। প্রথমে ১লা অক্টোবর ২৫ টাকা এবং ঠিক তার কিছুদিন পর ৬ অক্টোবর গ্যাসের দামে ১৫ টাকা বৃদ্ধি দেখা যায়।
উল্লেখ্য, বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধির জেরে বেশ সমস্যার মুখে পড়তে হয়েছে ব্যবসায়ীদের। বিশেষত, খাবারের দোকান বা বলা চলে রেস্তোরাঁ ব্যবসায়ীদের সমস্যার মুখে পড়তে হয়েছে ভীষণ ভাবে। একে নিত্যপ্রয়োজনীয় ভোজ্য তেল, সবজির আকাশছোঁয়া মূল্য। তারই মধ্যে আবার বাণিজ্যিক গ্যাসেরও হটাৎ মূল্যবৃদ্ধি তৈরি করছে দম বন্ধ পরিস্থিতি। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ১০০ টাকা বাড়ায় বর্তমানে রাজধানী একটি বাণিজ্যিক গ্যাসের মূল্য ২,১০১ টাকা। বাণিজ্য শহর মুম্বাইতে ২,০৫১ টাকা। কলকাতায় ২,১৭৪ টাকা এবং চেন্নাইতে ২,২৩৪ টাকা।
আরও পড়ুন……জ্বালানির জ্বালায় ফের জ্বলল আমজনতা, দেড় বছর ধরে মূল্যবৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে মানুষের
প্রসঙ্গত, বাণিজ্যিক গ্যাসের দামের মার যে শুধুই ব্যবসায়ীদের উপর পড়বে এমনটা মোটেই নয়। এই আঘাতের প্রায় সমান ভাগীদার হবে একজন গ্রাহকও। বর্তমানে ভারতের বাজারের জ্বালানি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যের জেরে বেশ নাজেহাল পরিস্থিতি হয়ে উঠেছে সাধারণ মানুষের। এমনকি, মূল্যবৃদ্ধির এই আগুনে নিজেদের পাঁপড় সেঁকতে পিছপা হয়নি মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলিও। গত কয়েকদিন আগেই বেড়ে গেল মোবাইল রিচার্জ প্যাকের মূল্য। এছাড়াও, গত দেড় বছরেরও বেশি সময় ধরে ক্রমাগতভাবে বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। মূল্যবৃদ্ধির এই যাঁতাকল থেকে বাদ পড়েনি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও।